ঝ পৃষ্ঠা ২
- Bengali Word ঝঞ্ঝাট, ঝঞ্ঝট English definition [ঝন্ঝাট্, ঝন্ঝট্] (বিশেষ্য) অশান্তি; হাঙ্গামা; ঝামেলা; ঝক্কি (কাজের ঝঞ্ঝাট; ঝঞ্ঝাট মেটা)। ২ কষ্ট (ঝঞ্ঝাট পোহানো)। {(তৎসম বা সংস্কৃত) ঝঞ্ঝা+(বাংলা) ট}
- Bengali Word ঝঞ্ঝাট, ঝঞ্ঝট English definition [ঝন্ঝাট্, ঝন্ঝট্] (বিশেষ্য) অশান্তি; হাঙ্গামা; ঝামেলা; ঝক্কি (কাজের ঝঞ্ঝাট; ঝঞ্ঝাট মেটা)। ২ কষ্ট (ঝঞ্ঝাট পোহানো)। {(তৎসম বা সংস্কৃত) ঝঞ্ঝা+(বাংলা) ট}
- Bengali Word ঝটকা, ঝটকানি English definition [ঝট্কা, ঝট্কানি] (বিশেষ্য) আকস্মিক তীব্র আকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) ঝটিতি>ঝট্+(বাংলা) কা}
- Bengali Word ঝটপট ১, ঝটপট English definition [ঝট্পট্] (ক্রিয়াবিশেষণ) ত্বরিত; দ্রুত (আমানুল্লা বাদশার সবকিছু ঝটপট-সৈয়দ মুজতবা আলী)। {(বাংলা) ঝট+অনু.পট}
- Bengali Word ঝটপট ২, ঝটপট English definition [ঝট্পট্] (অব্যয়) ডানা সঞ্চালনের শব্দ; আহত পাখির ডানা ঝাড়ার শব্দ (হৃদয় বিহগসম ঝটপট করতহি পঞ্জর-পিঞ্জর মাঝে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঝটপটানো, ঝটপটান English definition [ঝটপোটানো] (ক্রিয়া) ঝটপট করা। □(বিশেষ্য) ঝটপটকরণ। ঝটপটানি (বিশেষ্য) ডানা-আন্দোলন; পক্ষ-সঞ্চালন; ঝটপট করার কার্য। {ঝটপট+আনো}
- Bengali Word ঝটাপটি English definition [ঝটাপোটি] (বিশেষ্য) পরস্পরের মধ্যে জাপটাজপটি করে কলহ। {ঝটপট (ধ্বন্যাত্মক)+ই}
- Bengali Word ঝটিকা English definition [ঝোটিকা] (বিশেষ্য) ঝড়; বাত্যা (থেমে যায় ঝটিকার রণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝটিকাবর্ত (বিশেষ্য) ঘূর্ণিবায়ু; cyclone। {(তৎসম বা সংস্কৃত) ঝট+ক(কন্)=ঝটক>ঝটিকা}
- Bengali Word ঝটিতি, ঝটতি English definition [ঝোটিতি, ঝোট্তি] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) চটজলদি; শীঘ্র; অতি দ্রুত (একবার চারিদিকে ঝট্তি চোখের সার্চলাইট বুলাইয়া লইল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ঝটৎ+ইতি}
- Bengali Word ঝণ্ডা, ঝাণ্ডা English definition [ঝন্ডা] (বিশেষ্য) পতাকা; নিশান; ঝাণ্ডা। {(তৎসম বা সংস্কৃত) ধ্বজদণ্ড>; মুণ্ডারি ঝান্ডা}
- Bengali Word ঝন English definition [ঝন্] (অব্যয়) ধাতু দ্রব্যাদি পতন বা আঘাতের তীক্ষ্ম শব্দ। ঝনঝন (অব্যয়) ১ দীর্ঘকালব্যাপী বা পুনঃপুন ঝন শব্দ। ২ টনটন; কাঠিন্যব্যঞ্জক বা বেদনাব্যঞ্জক শব্দ (মাথা ঝনঝন করছে)। ঝনঝনানো (ক্রিয়া) ১ ঝনঝন শব্দ করা বা হওয়া। ২ আঘাতজনিত টন টন করা; ব্যথা করা। ঝনঝনানি (বিশেষ্য) ঝনঝন শব্দ। (অসির ঝনঝনি-মাইকেল মধুসূদন দত্ত)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঝনকাট, ঝনকাঠ, ঝঙ্কাট, ঝঙ্কাঠ English definition [ঝন্কাট্, ঝন্কাঠ্, ঝঙ্কাট্, ঝঙ্কাঠ্] (বিশেষ্য) চৌকাঠের মাথার কাঠ; কপালি। {(তৎসম বা সংস্কৃত) ধানীকাষ্ঠ>}
- Bengali Word ঝনঝট, ঝঞ্ঝট English definition [ঝন্ঝট্] (বিশেষ্য) হাঙ্গামা; ঝামেলা। ২ অশান্তি; কষ্ট। {(হিন্দি) ঝংঝট}
- Bengali Word ঝনঝনা English definition [ঝন্ঝনা] (অব্যয়) ঝনঝন শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঝনঝনায়মান English definition [ঝন্ঝনায়োমান্] (বিশেষণ) ঝনঝন শব্দে শব্দায়মান এমন। {(তৎসম বা সংস্কৃত) √ঝনঝনায়+মান (শানচ্)}
- Bengali Word ঝনন English definition [ঝনন] (বিশেষ্য) নিকৃণ; ঝনঝন শব্দ। (ঝিল্লি ঝনন অশোক-তলায় চমক মেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঝনন-রণন English definition [ঝনন্-রনন্] (বিশেষ্য) অনুরণিত ঝনঝন শব্দ। (দক্ষিণ করে ধরিয়া যন্ত্র ঝনন-রণন স্বর্ণতন্ত্র-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঝনাৎ English definition [ঝনাত্] (অব্যয়) ঝনঝন অপেক্ষা তীব্র ক্ষণস্থায়ী শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঝনৎকার English definition [ঝনত্কার্] (বিশেষ্য) ঝনঝন শব্দ (টাকা ঝন্ঝন্ ঝনৎকার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ঝনৎ+কার}
- Bengali Word ঝপ English definition [ঝপ্] (অব্যয়) ১ হঠাৎ পানিতে পতনের ধ্বনি। ২ অবিলম্বে; তাড়াতাড়ি (ঝপ্ করে ঝাপ দিয়ে ঘাড় ভেঙ্গে পড়ে-ঘনরাম চক্রবর্তী)। ঝপাঝপ (ক্রিয়াবিশেষণ) ১ ঝপঝপ শব্দ করে কোনো কাজ করা (ঝপাঝপ দাঁড় বাওয়া)। ২ শীঘ্র। (ঝপাঝপ করা সারা)। {ধ্বন্যাত্মক}