ঝ পৃষ্ঠা ৫
- Bengali Word ঝাঁজ ২, ঝাঁঝ ২, ঝাঁজর ১, ঝাঁঝর ১ English definition [ঝাঁজ, ঝাঁঝ, ঝাঁজোর্, ঝাঁঝোর্] (বিশেষ্য) ১ কাঁসর; কাংস্য-নির্মিত বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>}
- Bengali Word ঝাঁজ ৩ English definition ⇒ ঝাঁজি
- Bengali Word ঝাঁজর ২, ঝাঁঝর ২ English definition [ঝাঁজোর্, ঝাঁঝোর্] (বিশেষণ) বহু ছিদ্রসম্বলিত; ফোঁপরা (পাঁজর ঝাঁঝর মোর দাঁড়াই কোথা-বিহারীলাল চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>(প্রাকৃত) ঝজ্ঝড়>ঝাঁজর্, ঝাঁঝর}
- Bengali Word ঝাঁজর ৩, ঝাঁঝর ৩ English definition [ঝাঁজোর্, ঝাঁঝোর্] (বিশেষ্য) ১ ঝমঝম শব্দে বাজে এমন ফাঁপা ও ভিতরে কড়াই দেওয়া মল (নাকে নাকচাবি, পায়েতে ঝাঁজর-জসীমউদ্দীন)। ২ কাঁসর ঝাঁজর জাতীয় কাংস্যময় বাদ্যযন্ত্রাদি (সারাটা আকাশ একখানা যেন ঝাঁঝরের মত ঝিমিকি বাজে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>}
- Bengali Word ঝাঁজর ৪, ঝাঁঝর ৪ English definition [ঝাঁজোর্, ঝাঁঝোর্] (বিশেষ্য) ঝর্জর নামক জলপাত্র; কুঁজো। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষর্>}
- Bengali Word ঝাঁজরা, ঝাঁঝরা English definition [ঝাঁজ্রা, ঝাঁঝ্রা] (বিশেষণ) ১ বহুছিদ্রবিশিষ্ট; সচ্ছিদ্র (বুকের ভিতরটা যেন একবারে ঝাঁঝরা ফাঁকা বলে মনে হল-সৈয়দ মুজতবা আলী)। ২ অত্যন্ত জীর্ণ বা পুরনো। □(বিশেষ্য) ছিদ্রযুক্ত হাতা; ছানতা। ঝাঁঝরা হয়ে যাওয়া (ক্রিয়া) ছিদ্রযুক্ত জীর্ণ ফাঁপা হয়ে যাওয়া (আমার নিজের বুক যে ব্যথার আঘাতে বেদনার কাঁটায় কত ছিন্ন ভিন্ন কি রকম ঝাঁঝরা হয়ে গেছে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর/জর্জর>}
- Bengali Word ঝাঁজরাচকি English definition [ঝাঁজ্রাচোকি] (বিশেষণ) ঝাঁজরা-চক্ষু; চক্ষু যাহার ছিদ্রময় (আমার ঝাঁজরাচকি-টস্টস্ করে চকের জল ফেলতেন-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর/জর্জর>+চক্ষু>}
- Bengali Word ঝাঁজরি ১, ঝাঁঝরি ১, ঝাঁঝরী English definition [ঝাঁজ্রি, ঝাঁঝ্রি, ঝাঁঝ্রি] (বিশেষ্য) ১ বহু ছিদ্রযুক্ত জাল হাতা প্রভৃতি। ২ ফুল গাছে জল ছিটানোর পাত্রবিশেষ; ঝারি। ৩ নর্দমার মুখের ছিদ্রযুক্ত ঢাকনি। {(তৎসম বা সংস্কৃত) ঝর্ঝর>}
- Bengali Word ঝাঁজি, ঝাঁঝি, ঝাজি English definition [ঝাঁজি, ঝাঁঝি, ঝাজি] (বিশেষ্য) এক প্রকার জলজ গুল্ম; বহুদিন ধরে জমা শেওলা (একশ যুগের বনস্পতি বাকল ঝাঁঝি সকল গায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) জর্জর>}
- Bengali Word ঝাঁঝ English definition ⇒ ঝাঁজ১ ও ঝাঁজ২
- Bengali Word ঝাঁঝর, ঝাঁঝরা, ঝাঁঝরি English definition ⇒ ঝাঁজর১
- Bengali Word ঝাঁঝাল English definition ⇒ ঝাঁজ১
- Bengali Word ঝাঁট English definition [ঝাঁট্] (বিশেষ্য) সম্মার্জন; ঝাঁটা দ্বারা আবর্জনাদি দূরীকরণ (ঝাঁট দেওয়া)। ঝাঁট পাট (বিশেষ্য) ঘর পরিষ্কার করা ও সাজানোর কাজ। ঝাঁট পাট দেওয়া (ক্রিয়া) ঝেঁটিয়ে নেওয়া; ঝাঁটানো। {(তৎসম বা সংস্কৃত) √ঝট্+অ(ঘঞ্)}
- Bengali Word ঝাঁটা, ঝেঁটা English definition [ঝাঁটা, ঝেঁটা] (বিশেষ্য) সম্মার্জনী; যা দিয়ে ঝাঁট দেওয়া হয়; ঝাড়ু; খাংরা। ঝাঁটা খেকো (বিশেষণ) ১ গালিবিশেষ। ২ প্রায়ই ঝাঁটায় প্রহৃত হয়ে থাকে এমন। ৩ অতি নীচ বা ইতর। ঝাঁটপেটা (ক্রিয়া) ঝাঁটা দ্বারা আঘাত করা (ঝাঁটা পেটাতেই একঝাঁক আরশোলা…উঠে পালাল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঝাঁটানো, ঝেঁটানো (ক্রিয়া) ১ ঝাঁটার সাহায্যে পরিষ্কার করা; ঝাঁটা দিয়ে প্রহার করা। {(তৎসম বা সংস্কৃত) √ঝট্+অ(ঘঞ্)+(বাংলা) আ}
- Bengali Word ঝাঁটি, ঝাটি, ঝাঁটী English definition [ঝাঁটি, ঝাটি, ঝাঁটি] (বিশেষ্য) এক প্রকার ফুল ও তার গাছ; কুরুবক। ২ ঝাপটা (জলের ঝাঁটি)। {(তৎসম বা সংস্কৃত) ঝিন্টী>}
- Bengali Word ঝাঁপ ১ English definition [বি লাফ; হাত-পা ছড়িয়ে উপর থেকে নিচে পতন (আর কেহ বলে, ঝাঁপ দিব জলে তেজিব এ পাপ দেহ-চণ্ডীদাস)। ঝাঁপ দিয়ে পড়া (ক্রিয়া) লম্ফ প্রদান করা। ঝাঁপ-সন্ন্যাস (বিশেষ্য) হিন্দুদের উৎসব বিশেষ; যাতে গাজনের সন্ন্যাসীরা মঞ্চের উপর থেকে কাঁটা আগুন প্রভৃতির উপর ঝাঁপিয়ে পড়ে। কাঁটা ঝাঁপ (বিশেষ্য) গাজন উৎসবে কাঁটার উপর ঝাঁপ দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ঝম্প>(প্রাকৃত) ঝংপ}
- Bengali Word ঝাঁপ ২, ঝাঁপি, ঝাপ English definition [ঝাঁপ্, ঝাঁপি, ঝাপ্] (বিশেষ্য) ১ আচ্ছাদন; ঢাকনি। ২ বাঁশের তৈরি কটাট; বেড়া (পথিপার্শ্বের দোকানগুলি ঝাঁপি বন্ধ করেছে-রখাঁ; দোকানের ঝাঁপ)। ৩ তাঁতযন্ত্রে সুতার যে ছিদ্রের মধ্য দিয়ে মাকু চলে। {(প্রাকৃত) ঝম্প>}
- Bengali Word ঝাঁপটা, ঝাপটা English definition [ঝাঁপ্টা, ঝাপ্টা] (বিশেষ্য) স্ত্রীলোকের মাথার অলঙ্কার; ঝাঁপা (তিস্তা তোমার ঝাঁপটা সীথি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বাতাসের তোড়; ধাক্কা; বায়ুতাড়িত বৃষ্টির ঝাপটা। {(প্রাকৃত) ঝম্প>}
- Bengali Word ঝাঁপতাল English definition [ঝাঁপ্তাল্] (বিশেষ্য) গানের একটি তাল। {ঝাঁপ+তাল}
- Bengali Word ঝাঁপা ১ English definition [ঝাঁপা] (ক্রিয়া) আচ্ছাদন করা; আবৃত করা; ঢাকা। ২ ঝাঁপিয়ে পড়া। ৩ মনে পড়া; মনে উজিত হওয়া (সমুখে তাহার রূপ সদা মনে ঝাঁপে গো-চণ্ডীদাস)। {ঝাঁপ+আ}