ঝ পৃষ্ঠা ৮
- Bengali Word ঝিঁক English definition [ঝিঁক্] (বিশেষ্য) ১ উনানের পাড়ের উঁচু অংশ যেখানে হাঁড়ি বসে এবং যার ফাঁক দিয়ে আঁচ ওঠে (অপর্ণার হাতের উনুনের মাটির ঝিঁকটা এখনও আছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ জাঁতার উপরিস্থিত চাকির ছিদ্র। □(অব্যয়) উজ্জ্বলতা; আলোক শিখা (সকলেরই ঝিক চোখে-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) শিখা>; (তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ>}
- Bengali Word ঝিঁকরা English definition [ঝিক্রা] (বিশেষ্য) ঝাড়যুক্ত ছোট ছোট গুল্ম বা বুনো গাছ। □(বিশেষণ) ঝাড়বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র বন্য বৃক্ষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) ঝাবুক>ঝাউক>ঝিঁক+ড়া>}
- Bengali Word ঝিঁকা ১ English definition [ঝিঁকা] (অব্যয়) ক্লান্তি বা অবসন্নতাহেতু ঝিঁঝিঁ অনুভূতি (দুই কর্ণে ঝিঁকা মারিতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ঝিঁকা ২, ঝিঁকে English definition [ঝিঁকা, ঝিঁকে] (বিশেষ্য) শক্তি প্রয়োগ করে নৌকার হালে টান (এখনো জোয়ার-দাঁড় টানতেও ঝিঁকে মারতে মাজিদের কাল ঘাম ছুটবে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(প্রাকৃত) ঝঙ্খ>ঝাঁকা}
- Bengali Word ঝিঁঝিঁ ১, ঝিঝি English definition [ঝিঁঝিঁ, ঝিঝি] (বিশেষ্য) অবিশ্রান্ত ঝিঁঝিঁ শব্দকারী এক প্রকার কীট; ঝিল্লি। {(তৎসম বা সংস্কৃত) ঝিঞ্ঝী; ধ্বন্যাত্মক}
- Bengali Word ঝিঁঝিঁ ২ English definition [ঝিঁঝিঁ] (অব্যয়) কোনো প্রত্যঙ্গের অসহায়তাজনিত ঝিমঝিম করার ভাব (পায়ে ঝিঁঝিঁ ধরা)। ঝিঁঝিঁধরা (ক্রিয়া) শারীরিক প্রত্যঙ্গে আকস্মিকভাবে রক্ত চলাচল বন্ধ হওয়ায় ঝিম ঝিম করা। {ঝিম্ঝিম্>ঝিঁঝিঁ; ধ্বন্যাত্মক}
- Bengali Word ঝিঁঝিট, ঝিঝিট English definition [ঝিঁঝিট্] (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণী যা সন্ধ্যার পর গান করা হয়। {(হিন্দি) ঝিংঝোটী}
- Bengali Word ঝিউড়ি English definition [ঝিউড়ি] (বিশেষ্য) ১ কন্যা; দুহিতা। ২ অনূঢ়ী বা অবিবাহিতা কন্যা (লুটিয়া লইল ধন ঝিউরী বহুড়ী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {বউড়ী-র অনুকরণে গঠিত; (তুলনীয়) ঝিয়ারি}
- Bengali Word ঝিকুট, ঝিকুর English definition [ঝিকুট্, ঝিকুর্] (বিশেষ্য) ১ মস্তিষ্ক। ২ মাথার নরম অংশ। □(বিশেষণ) ১ অকালপক্ব (ছেলেটা পেকে ঝিকুট হয়ে গেছে)। ২ ঝানু; অসময়ে পেকে বা শুকিয়ে শক্ত। ঝিকুট নড়া, ঝিকুর নড়া (ক্রিয়া) মাথা খারাপ হওয়া; পাগল হওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধৃত>ঝি+কুণ্ড>কুট, কুর}
- Bengali Word ঝিঙা, ঝিঙে, ঝিঙ্গা English definition [ঝিঙা, ঝিঙে, ঝিঙ্গা] (বিশেষ্য) সবজি বা আনাজবিশেষ। ঝিঙেফুল ঝি ঝিঙ্গা ফুল (সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে ফুল-কাজী নজরুল ইসলাম}। {(তৎসম বা সংস্কৃত) ঝিঙ্গাক>; মুণ্ডারি ঝিঙ্গা}
- Bengali Word ঝিঙ্গুর, ঝিঙুর English definition [ঝিঙ্গুর্, ঝিঙুর্] (বিশেষ্য) ঝিঁঝিঁ পোকা। {(হিন্দি) ঝিঙ্গুর}
- Bengali Word ঝিঝি English definition ⇒ ঝিঁঝিঁ
- Bengali Word ঝিঝিট English definition ⇒ ঝিঁঝিট
- Bengali Word ঝিনঝিন English definition [ঝিন্ঝিন্] (অব্যয়) রক্ত চলাচল বন্ধজনিত কোনো প্রত্যঙ্গের অনুভূতি (হাত-পা-ঝিন করা)। ঝিনঝিনি (বিশেষ্য) ঝিন ঝিন করার অনুভূতি। {(তৎসম বা সংস্কৃত) ক্ষীণ>(প্রাকৃত) ঝীণ>}
- Bengali Word ঝিনিঝিনি, ঝিনিকিঝিনি English definition [ঝিনিঝিনি, ঝিনিকিঝিনি] (অব্যয়) নূপুরের মৃদু শিঞ্জন ধ্বনি; মৃদু ঝনঝন ধ্বনি; নিক্বণ। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) রিনিঝিনি}
- Bengali Word ঝিনুক English definition [ঝিনুক্] (বিশেষ্য) শুক্তি; শামুক (ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী-কাজী নজরুল ইসলাম)। ২ ধাতুনির্মিত ঝিনুকাকৃতি চামচ; শিশুদের দুগ্ধাদি পান করানোর জন্য ব্যবহৃত কুষির মতো এক প্রকার চামচ। {(তৎসম বা সংস্কৃত) অব্ধি>ঝি+মণ্ডুক>নুক; ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত) শুণ্ডিক>ঝিনুক}
- Bengali Word ঝিন্টী, ঝিন্টিকা English definition [ঝিন্টি, ঝিন্টিকা] (বিশেষ্য) ১ ঝাঁটিফুল ও তার গাছ। ২ ঝাড়। {(তৎসম বা সংস্কৃত) ঝিন্টী}
- Bengali Word ঝিম English definition [ঝিম্] (বিশেষ্য) ক্লান্তিজনিত অবসন্নতা; নেশা বা তন্দ্রা দ্বারা আচ্ছন্নতার ভাব। □(বিশেষণ) তন্দ্রা বা নেশার কারণে জড়ীভূত বা অবসাদগ্রস্ত (ঝিম হয়ে বসে থাকা)। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) ঝিন}
- Bengali Word ঝিমঝিম English definition [ঝিম্ঝিম্] (অব্যয়) অবসন্নতার ভাব। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) ঝিনঝিন}
- Bengali Word ঝিমমিক, ঝিকিমিকি English definition [ঝিক্মিক্, ঝিকিমিকি] (অব্যয়) কখনো উজ্জ্বল কখনো ম্লান এরূপ করার ভাব (ঝিকিমিকি করে পাতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঝিকিমিকি বেলা (বিশেষ্য) বিকালবেলা; প্রায় সূর্যাস্তের কাল। {ঝকমক}