• Bengali Word ঝাঁটা, ঝেঁটা English definition [ঝাঁটা, ঝেঁটা] (বিশেষ্য) সম্মার্জনী; যা দিয়ে ঝাঁট দেওয়া হয়; ঝাড়ু; খাংরা। ঝাঁটা খেকো (বিশেষণ) ১ গালিবিশেষ। ২ প্রায়ই ঝাঁটায় প্রহৃত হয়ে থাকে এমন। ৩ অতি নীচ বা ইতর। ঝাঁটপেটা (ক্রিয়া) ঝাঁটা দ্বারা আঘাত করা (ঝাঁটা পেটাতেই একঝাঁক আরশোলা…উঠে পালাল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঝাঁটানো, ঝেঁটানো (ক্রিয়া) ১ ঝাঁটার সাহায্যে পরিষ্কার করা; ঝাঁটা দিয়ে প্রহার করা। {(তৎসম বা সংস্কৃত) √ঝট্‌+অ(ঘঞ্‌)+(বাংলা) আ}