• Bengali Word কুন্ঠ English definition [কুন্‌ঠো] (বিশেষ্য) ১ অনিচ্ছুক; অনুদান; কাতর (ব্যয়কুন্ঠ)। ২ সংকুচিত। ৩ অকর্মণ্য; অলস (কর্মকুন্ঠ)। ৪ ব্যাহত; প্রতিরুদ্ধ। কুন্ঠা (বিশেষ্য) ১ সংকোচ। ২ লজ্জা। ৩ জড়তা। ৪ ভয়। কুন্ঠিত (বিশেষণ) ১ সংকুচিত; সংকোচগ্রস্ত; দ্বিধান্বিত। ২ লজ্জিত; অপ্রতিভ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্‌ঠ্‌+অ(অচ্‌)}