- Bengali Word কুনো , কুণো (অশুদ্ধ) English definition [কুনো] (বিশেষ্য) ১ কোণ সংক্রান্ত; ঘরের কোণে থাকতে ভালোবাসে এরূপ; ঘর থেকে বের হতে চায় না এমন।
(এরা কোনদিন কোথাও যেতেও চায় না, নড়তেও চায় না-ভারি কুনো-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
২ অমিশুক; অন্যের সঙ্গে আলাপে অনিচ্ছুক।
৩ সদা সঙ্কুচিত; লাজুক।
৪ কোণ সম্বন্ধীয়।
কুনোব্যাঙ, কুনোবেঙ (বিশেষ্য) ১ যে ব্যাঙ ঘরের কোণের গর্তে বাস করে এবং কোণের গণ্ডীর বাইরে কাদচিৎ যায়; কূপমণ্ডূক।
২ ((আলঙ্কারিক)) ঘরকুনো লোক, কূপমণ্ডূক ব্যক্তি; বহুদর্শী নয় এমন লোক।
কুনোমাতাল-অমিশুক মাতাল (নিতান্তই তুমি কুনোমাতাল-আজিমুদ্দীন)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কোণ+(বাংলা ) উয়া=কোনুয়া>কোনো>কুনো>}