• Bengali Word কসব , কশব (অপ্র.) English definition [কসব্‌] (বিশেষ্য) ১ বেশ্যাবৃত্তি (কুমারীর ধর্ম নষ্ট করে শেষে তাড়িয়ে দেওয়া হবে-তখন বাজারে কশব করাই তার অনন্যগতি হয়ে পড়ে -কালীপসন্ন সিংহ)। ২ ব্যবসায়। {(আরবি) কাসব্‌ }
    • Bengali Word কসবা English definition [কস্‌বা] (বিশেষ্য) সমৃদ্ধ বসতি; ভদ্র পল্লি; উন্নত গ্রাম (বড় বড় সহর বড় বড় নামজাদা নগরে; কসবা জায়গায় এত নেসার ভিড় নাই- মীর মশাররফ হোসেন)। ২ ক্ষুদ্র শহর; তুর্কি আমলের ছোট প্রশাসন কেন্দ্র। {(আরবি) কস্‌বাহ্‌ }
    • Bengali Word কসবি , কশবী English definition [কসবি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বেশ্যা; বারাঙ্গনা(কসবী ঘরে আইছ বান্দর-অমৃব)। কসবিপনা (বিশেষ্য) বেশ্যার ব্যবহার; বারাঙ্গনার আচরণ। {(আরবি) কাসবী }