উ পৃষ্ঠা ১৪
- Bengali Word উদ্ English definition ⇒ উৎ
- Bengali Word উদ্গত English definition [উদ্গতো] (বিশেষণ) ১ উদ্ভূত; উৎপন্ন (এক ধারা নির্গত ও অপর ধারা উদ্গত হইবার মধ্যে মুহূর্ত মাত্র নয়নের যে অবকাশ পাইয়াছিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; তৌহিদের বাণী উদ্গত হইয়া-মোহাম্মদ বরকতুল্লাহ)। ২ বহির্গত। ৩ উত্থিত; উপচীয়মান। উদ্গতি (বিশেষ্য) ১ উদ্গম; উৎপত্তি। ২ উদয়। ৩ ঊর্ধ্বগতি; উদ্গমন (পয়ারকে মাইকেল এমন পর্যায়ে তুলেছিলেন যার পরে তার উদ্গতি স্বভাবতই অসম্ভব-সুধূন্দ্রনাথ দত্ত)। উদ্গম (বিশেষ্য) ১ উত্থান; উৎপত্তি। ২ (বিশেষ্য) উদ্ভব; উদয়। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√গম্+ত(ক্ত)}
- Bengali Word উদ্গাতা English definition [উদ্গাতা] (বিশেষ্য) সামবেদ গায়ক। □ (বিশেষণ) ১ উচ্চরবে গীতকারী। ২ প্রদর্শনকারী; প্রচারক (উদ্গাতা জ্যোতিষ্ক যেন বৃত্তির নিজস্ব পূর্ণ করে অসম্পৃক্ত অয়নাংশ-সুধূন্দ্রনাথ দত্ত)। উদ্গাত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √গৈ+ তৃ(তৃচ্)}
- Bengali Word উদ্গার English definition [উদ্গার্] (বিশেষ্য) ১ ঢেকুর; মুখ দিয়ে উদরস্থ বায়ু নির্গম। ২ বমন। ৩ উচ্চারণ। ৪ নিঃসরণ (যে ফেন উদ্গার করে, তাহাই পান করিয়া থাকি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উদ্গিরণ, উদ্গীরণ (বিশেষ্য) ১ ঢেকুর উত্তোলন। ২ বমি করণ। ৩ উচ্চারণ। উদ্গীরিত (বিশেষণ) নিঃসৃত; নির্গত (একদিন সামান্য কারণে বিষ উদ্গীরিত হইয়া পড়িল-রবীন্দ্রনাথ ঠাকুর) {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √গৃ+অ(ঘঞ্), অ(ল্যুট্)}
- Bengali Word উদ্গীত English definition [উদ্গিতো] (বিশেষণ) উচ্চকণ্ঠে বা উদাত্ত স্বরে গীত। উদ্গীতি (বিশেষ্য) উচ্চকণ্ঠের বা উচ্চস্বরের গান। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√গৈ+ত(ক্ত)}
- Bengali Word উদ্গীম (ব্রজবুলি) English definition [উদ্গিম্] উদ্গ্রীব। {(তৎসম বা সংস্কৃত)}
- Bengali Word উদ্গীরিত (অশুপ্র) English definition [উদ্গিরিত] (বিশেষণ) উদ্গীর্ণ; নিঃসারিত; উৎক্ষিপ্ত (একদিন একটা মহাসমারোহের আগ্নেয় উচ্ছ্বাস উদ্গীরিত হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উদ্গীর্ণ}
- Bengali Word উদ্গীর্ণ English definition [উদ্গির্নো] (বিশেষণ) ১ বমি করে ফেলা হয়েছে এমন; উদ্গিরণ করা হয়েছে এমন। ২ নিঃসৃত। ৩ উচ্চারিত। উদ্গ্রীব (বিশেষণ) অত্যন্ত আগ্রহান্বিত; ব্যগ্র; উৎকণ্ঠিত (ভক্তের দল উদ্গ্রীব হইয়া বসিয়া আছে-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) উদ্+গ্রীব; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word উদ্ঘট্টন English definition [উদ্ঘট্টন] (বিশেষ্য) ১ ঘোঁটন; আলোড়ন (প্রাণপণে নিজ শক্তির একান্ত উদ্ঘট্টনে আধ্যাত্মিকতার জন্ম হইতে পারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উন্মোচন। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√ঘট্ট+অন(ল্যুট্)}
- Bengali Word উদ্ঘাটন English definition [উদ্ঘাটোন্] (বিশেষ্য) ১ উন্মোচন; অনাবৃতকরণ। ২ উন্মুক্তকরণ। ৩ প্রকাশকরণ। উদ্ঘাটক (বিশেষণ) ১ উন্মোচনকারী; উদ্ঘাটনকারী; উন্মোচক। ২ প্রকাশক। উদ্ঘাটিত (বিশেষণ) ১ উন্মোচিত। ২ প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√ঘট্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উদ্ঘুট্টি English definition [উদ্ঘুট্টি] (বিশেষণ) বিদ্ঘুটে; খাপছাড়া; উদ্ভট (তুমি যত উদ্ঘুট্টি কাণ্ড ছাড়া তো এক দণ্ড থাকো না বাপু-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) {(তৎসম বা সংস্কৃত) উদ্ভট্টী>}
- Bengali Word উদ্বমন English definition [উদ্বমন্] (বিশেষ্য) উদ্গিরণ; বমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+বমন}
- Bengali Word উদয় English definition [উদয়্] (বিশেষ্য) ১ আবির্ভাব; উত্থান (চন্দ্রোদয়)। ২ উৎপত্তি (ভাগ্যোদয়)। ৩ উদ্রেক; সঞ্চার (ক্রোধের উদয়)। ৪ উৎকর্ষ; বৃদ্ধি; উন্নতি। ৫ ফলসিদ্ধি; লাভ। উদয়কাল (বিশেষ্য) ১ সূর্যোদয়ের কাল। ২ আবির্ভাবকাল। উদয়গিরি, উদায়াচল (বিশেষ্য) ১ সূর্যের উদয়স্থান; পূর্বদিকের যে কল্পিত পর্বত থেকে সূর্যের উদয় হয় (উদয়গিরি হতে উচ্চে কহ মোরে তিমির লয় হল দীপ্তি সাগরে-রবীন্দ্রনাথ ঠাকুর; ওই কারা বসে আছে দূরে কল্পনা উদয়াচলপুরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উড়িষ্যার পর্বতবিশেষ। উদীয়মান (বিশেষণ) উদিত হচ্ছে এমন। উদয়াস্ত (বিশেষ্য) ১ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়; সারাদিন (উদয়াস্ত খাটুনিটা দেখলি তো?-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ উদয় ও অস্ত। □ (ক্রিয়াবিশেষণ) দিনভর; সারাক্ষণ (উদয়াস্ত খাটা)। উদয়োন্মুখ (বিশেষণ) উদিত হওয়ার উপক্রম করছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √ই+অ(অচ্)}
- Bengali Word উধাও English definition [উধাও] (বিশেষণ) ১ অদৃশ্য; নিরুদ্দেশ (উধাও কামনাসম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দৃষ্টি বহির্ভূত। □ (বিশেষ্য) ঊর্ধ্বে ধাবন। {(তৎসম বা সংস্কৃত) উদ্ধার>(প্রাকৃত) উদ্ধাঅ>উধাও; (তৎসম বা সংস্কৃত) উদ্+ ধাবন>}
- Bengali Word উধার English definition [উধার্] (বিশেষ্য) ১ ধার; কর্জ; ঋণ। {(তৎসম বা সংস্কৃত) উদ্ধার>উধার>ধার}
- Bengali Word উধারল ( ব্রজবুলি ) English definition [উধারল] (ক্রিয়া) উদ্ধার করল (উধারল সিরসিজা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√হৃ}
- Bengali Word উধারা ((ব্রজবুলি), ম(বাংলা)) English definition [উধারা] (ক্রিয়া) উদ্ধার করা। {( তৎসম বা সংস্কৃত) উদ্+√ধৃ+অ(ঘঞ্) + আ}
- Bengali Word উধো English definition ⇒ উদো
- Bengali Word উন English definition ⇒ ঊন
- Bengali Word উনআশি English definition ⇒ ঊনআশি