উ পৃষ্ঠা ১১
- Bengali Word উদো, উধো English definition [উদো, উধো] (বিশেষণ) ১ নির্বোধ; মূর্খ। ২ অধঃপতিত; কলঙ্কিত। উদোমারা (বিশেষণ) ১ হাবাগোবা বোকা; নির্বোধ। ২ অলস; অকর্মা। উদোর/উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে-একের কৃতকর্মের ফল অন্য একজন নিরীহ নির্দোষ ব্যক্তির ঘাড়ে চাপানো। {উৎসাহ (উদো) মুখোপাধ্যায়কে নিয়ে প্রচলিত গল্প থেকে}
- Bengali Word উদোম English definition ⇒ উদাম
- Bengali Word উদ্ যাপন English definition [উদ্জাপোন্] (বিশেষ্য) ১ পালন; সমাপন; নির্বাহ। ২ আরব্ধ ব্রত সম্পাদন। উদ্যাপিত (বিশেষণ) উদ্যাপন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+যাপন}
- Bengali Word উদ্ যুক্ত , উদ্যুক্ত English definition [উদ্জুক্তো, উদ্দুক্তো] (বিশেষণ) যত্নশীল; চেষ্টাবান; উদ্যোগবিশিষ্ট (শিশুদ্বয়ের উদ্ধারার্থে উদ্যুক্ত হইলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √যুজ্+ত(ক্ত)}
- Bengali Word উদ্ ভ্রম English definition [উদ্ভ্রম্/ উদ্ভ্রোম] (বিশেষ্য) ১ বুদ্ধিনাশ; বুদ্ধিভ্রংশ। ২ উদ্বেগ; আকুলতা। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √ভ্রম্+অ(ঘঞ্)}
- Bengali Word উদ্দণ্ড English definition [উদ্দন্ডো] (বিশেষণ) ১ লাঠি বা দণ্ড উত্তোলন করেছে এমন; খড়গহস্ত; মারমুখী। ২ প্রবল প্রতাপান্বিত (স্বাগত তোমারে আজি হে নূতন উদ্দণ্ড বৈশাখ-শাহাদাত হোসেন)। □ (বিশেষ্য) উদ্যত দণ্ড। {(তৎসম বা সংস্কৃত) উৎ+দণ্ড}
- Bengali Word উদ্দাম English definition [উদ্দাম্] (বিশেষণ) ১ অত্যন্ত প্রবল; দুর্দমনীয় (উদ্বেল উদ্দাম মুক্ত উদার প্রবাহে-রবীন্দ্রনাথ ঠাকুর; ভবিষ্যৎ জানবার জন্য এক উদ্দাম আগ্রহও প্রত্যেকের মনে জাগরূক-আবুল হোসেন)। ২ অসংযত; উচ্ছৃঙ্খল; বন্ধনহীন। ৩ স্বেচ্ছাচারী। উদ্দামতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+দাম, +তা}
- Bengali Word উদ্দিষ্ট English definition [উদ্দিশ্টো] (বিশেষণ) ১ অনিষ্ট। ২ লক্ষ্যীকৃত; অভীষ্ট (উদ্দিষ্ট ব্যক্তি বা বস্তু)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √দিশ্+ত(ক্ত)}
- Bengali Word উদ্দীপক English definition [উদ্দিপক্] (বিশেষণ) ১ প্রেরণাদায়ক; উত্তেজক। ২ প্রোজ্জ্বলক; দীপ্তিকারক। ৩ বিবর্ধক; প্রকাশক। {(তৎসম বা সংস্কৃত) উৎ+দীপক}
- Bengali Word উদ্দীপন English definition [উদ্দিপন্] (বিশেষ্য) ১ উত্তেজন; বিবর্ধন। ২ প্রোজ্জ্বলন। ৩ প্রকাশন। উদ্দীপনা (বিশেষ্য) ১ উত্তেজনা; উৎসাহ; প্রেরণা। ২ আগ্রহাতিশয্য। উদ্দীপনীয় (বিশেষণ) উদ্দীপনের যোগ্য। উদ্দীপিত (বিশেষণ) ১ উত্তেজিত। ২ প্রোজ্জ্বলিত। ৩ উদ্ভাসিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+দীপন, +আ; উৎ+√দীপ্+ই(ণিচ্)+ অন(ল্যুট্)}
- Bengali Word উদ্দীপ্ত English definition [উদ্দিপ্তো] (বিশেষণ) জ্বলে উঠেছে এমন; জ্বলন্ত; প্রোজ্জ্বলিত (স্পর্শ করে লালসার উদ্দীপ্ত বিশ্বাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উত্তেজিত; উত্তেজনাপূর্ণ (অরুণের উদ্দীপ্ত আহ্বানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আলোকিত; প্রদীপ্ত। উদ্দীপ্তি (বিশেষ্য) উৎসাহ; উত্তেজনা; প্রেরণা (কোথাও শান্তির কথা নেই তার; উদ্দীপ্তিও নেই-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+দীপ্ত}
- Bengali Word উদ্দেশ English definition [উদ্দেশ্] (বিশেষ্য) ১ অন্বেষণ; সন্ধান; খোঁজ (উদ্দেশ না পাই যদি-সৈয়দ আলাওল)। ২ লক্ষ্য (উদ্দেশ করিয়া লেখা)। ৩ উদ্দেশ্য; মতলব; অভিসন্ধি। ৪ খবর; বার্তা; সংবাদ। ৫ ঠিকানা। ৬ স্মরণ। উদ্দেশক (বিশেষণ) উদ্দেশকারী। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√দিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word উদ্দেশ্য English definition [উদ্দেশ্শো] (বিশেষ্য) ১ অভিপ্রায়; অভিসন্ধি; মতলব। ২ লক্ষ্য; উদ্দেশের বিষয়। ৩ তাৎপর্য; অর্থ; মানে। ৪ (ব্যাকরণ) বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়। □ (বিশেষণ) ১ অভিপ্রেত। ২ উদ্দেশ করা হয়েছে বা হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√দিশ্+য(ণ্যৎ)}
- Bengali Word উদ্ধত English definition [উদ্ধতো] (বিশেষণ) ১ দুর্বিনীত; ধৃষ্ট; স্পর্ধিত। ২ দুরন্ত; দুর্দান্ত; উগ্র। ৩ গর্বিত; গোঁয়ার। ঔদ্ধত্য ( বিশেষ্য)। উদ্ধতি (বিশেষ্য) ১ ঔদ্ধত্য; উচ্ছৃঙ্খলতা; ধৃষ্টতা। ২ গর্ব; অহঙ্কার (কতকগুলি নতুন উদ্ধতি, নতুন উত্তেজনা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ উন্নতি। {(তৎসম বা সংস্কৃত ) উৎ+ √হন্+ত(ক্ত)}
- Bengali Word উদ্ধরণ English definition [উদ্ধরোন্] (বিশেষ্য) ১ উদ্ধারকরণ। ২ উদ্ধার; মুক্তি। ৩ উত্তোলন। ৪ কোনো রচনা বা উক্তির অংশের উল্লেখ। {( তৎসম বা সংস্কৃত) উৎ+ √হৃ+অন(ল্যুট্)}
- Bengali Word উদ্ধাবিত English definition [উদ্ধাবিতো] (বিশেষণ) তীব্রগতিযুক্ত; ঊর্ধ্বগতিবিশিষ্ট (অত্যন্ত দ্রুত, উদ্ধাবিত-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। উদ্ধাবন (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত ) উৎ+ধাবিত}
- Bengali Word উদ্ধার English definition [উদ্ধার্] (বিশেষ্য) ১ মুক্তি; পরিত্রাণ; নিষ্কৃতি; অব্যাহতি। ২ উত্তোলন; উন্নয়ন; প্রতিষ্ঠা। ৩ অপহৃত নষ্ট বিস্মৃত বা লুপ্ত বিষয়ের পুনরধিকার। ৪ দূরীকরণ; অপসারণ। ৫ কোনো রচনা বা অংশের উল্লেখ। উদ্ধারক (বিশেষ্য) উদ্ধারকারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word উদ্ধারচিহ্ন, উদ্ধরণচিহ্ন English definition ⇒ উদ্ধৃত
- Bengali Word উদ্ধৃত English definition [উদ্ধৃতো] (বিশেষ্য) ১ কোনে রচনা বা উক্তি থেকে আহৃত। ২ উত্তোলিত; উত্থাপিত। ৩ অধিকৃত; পুনরধিকৃত। ৪ মোচিত। উদ্ধতি(বিশেষ্য) ১ কোনো রচনা বা উক্তি থেকে আহৃত অংশ। ২ উত্তোলন; উদ্ধার। ৩ মোচন। ৪ অধিকারকরণ। উদ্ধতি চিহ্ন, উদ্ধরণচিহ্ন, উদ্ধারচিহ্ন(বিশেষ্য) “ ” এরূপ চিহ্ন; inverted commas বা quotation marks। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √হৃ/ধৃ+ত(ক্ত)}
- Bengali Word উদ্বন্ধন English definition [উদ্বন্ধন্] (বিশেষ্য) ১ ফাঁসি। ২ আত্মহত্যা বা বধের উদ্দেশ্যে গলায় দড়ি দিয়ে ঊর্ধ্বে বন্ধন। উদ্বন্ধনরজ্জু ( বিশেষ্য) ফাঁসির দড়ি। {(তৎসম বা সংস্কৃত) উৎ+বন্ধন}