• Bengali Word উৎ, -উদ্ English definition [উত্, উদ্] (অব্যয়) ঊর্ধ্ব প্রাবল্য উৎকর্ষ বিরুদ্ধ অতিক্রান্ত প্রভৃতিসূচক উপসর্গবিশেষ। {বাংলা তৎসম উপসর্গ বিশেষ}
    • Bengali Word উৎক English definition [উত্‌ক] (বিশেষণ) ১ উদ্বিগ্ন। ২ উৎসুক। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ক(কন্‌)}
    • Bengali Word উৎকট English definition [উত্‌কট্] (বিশেষণ) ১ তীব্র; প্রখর। ২ উগ্র; ভয়ানক; বিকট। ৩ কঠিন; দুরূহ (উৎকট অসুখের অনেক অংশে নিবারণ হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ৪ কঠোর; দুঃসহ; নিদারুণ (উৎকট দণ্ডবিধান করা, কদাচ উচিৎ হইতে পারে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ অত্যধিক (জ্যোতির্বিজ্ঞান ও ফলিত জ্যোতিষশাস্ত্রের প্রতি এক উৎকট আগ্রহ-আকবর আলী)। ৬ অতিপ্রবল; দুর্বহ (এ উৎকট রোদনের শেষ কর, কর, কর পরমেশ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ + কট}