উ পৃষ্ঠা ১২
- Bengali Word উদ্বর্ত English definition [উদ্বর্তো] (বিশেষ্য) ১ অবশিষ্ট অংশ; উদ্বৃত্ত অংশ। ২ আধিক্য; অতিরেক। □ (বিশেষণ) ১ অবশিষ্ট; উদ্বৃত্ত; বাকি। ২ অতিরিক্ত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √বৃত্+অ(ঘঞ্)}
- Bengali Word উদ্বর্তন English definition [উদ্বর্তন্] (বিশেষ্য) ১ জীবনসংগ্রামে টিকে থাকা; survival (উদ্বর্তনের কুটিল পথে অগ্রগামীরা বয়সোচিত অবসাদে যখন ধূলায় লুটিয়ে পড়েছে .... সুদ)। ২ গাত্র-মার্জনার জন্য ব্যবহৃত দ্রব্যাদি। ৩ গন্ধ দ্রব্যাদি দ্বারা গাত্রমার্জন। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√বৃত্+অন(ল্যুট্)}
- Bengali Word উদ্বাসন English definition [উদ্বাশন্] (বিশেষ্য) ১ বাস্তত্যাগ; স্বদেশ বা বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। ২ বিসর্জন; ত্যাগ। {(তৎসম বা সংস্কৃত)উৎ+√বস্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উদ্বাস্তু English definition [উদ্বাস্তু] (বিশেষ্য) ১ বাসভূমি থেকে বিচ্যুত বা বিতাড়িত এরূপ ব্যক্তি; বাস্তুত্যাগী (সেই তো হাজার-লক্ষ উদ্বাস্তুর দলে ভিড়বেন-মনোজ বসু)। ২ বাসভূমির সম্মুখস্থ ভূমি। ৩ পোড়ো ভিটা। {(তৎসম বা সংস্কৃত) উৎ+বাস}
- Bengali Word উদ্বাহ English definition [উদ্বাহো] (বিশেষ্য) বিবাহ; পরিণয় (উদ্বাহ-বন্ধনে আমি বাঁধিব মা তোরে-কায়কোবাদ)। ঔদ্বাহিক ( বিশেষণ)। উদ্বাহক্রিয়া (বিশেষ্য) বিবাহকার্য; পরিণয়কার্য (ভোজনান্তে যথারীতি ইসলামী কায়দা অনুযায়ী উদ্বাহক্রিয়া সম্পন্ন করা হইল-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √বহ্+অ(ঘঞ্)}
- Bengali Word উদ্বাহন English definition [উদ্বাহোন্] (বিশেষ্য) ১ বিবাহদান; পরিণয় সম্পাদন। ২ উদ্ধারসাধন। উদ্বাহিক (বিশেষণ) বিবাহ সম্বন্ধীয়; বৈবাহিক। উদ্বাহিত (বিশেষণ) বিবাহিত; পরিণীত। উদ্বাহিনী (বিশেষ্য) রজ্জু; দড়ি। □ (বিশেষণ) ঊর্ধ্বে বহনকারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √বহ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উদ্বাহী English definition [উদ্বাহি] উর্ধ্বে বহনকারী। ২ বিবাহকারী। উদ্বাহিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √বহ্+ইন্}
- Bengali Word উদ্বাহু English definition [উদ্বাহু] (বিশেষণ) ১ ঊর্ধ্ববাহু; কোনো কিছু করার জন্য হাত উঠেছে এমন; উত্তোলিত বাহুবিশিষ্ট (তখন সেই ‘গুলাশ’ দেখে আপনি উদ্বাহু হয়ে নৃত্য করবেন-সৈয়দ মুজতবা আলী)। ২ ব্যাকুল; আকুল; ব্যগ্র (শিক্ষার ফললাভের জন্য আমরা সকলেই উদ্বাহু-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+বাহু}
- Bengali Word উদ্বায়ী (-য়িন্) English definition [উদ্বায়ি] (বিশেষণ) বাতাসে উড়িয়া বা উবিয়া যায় এমন; volatile। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √বা+ইন্}
- Bengali Word উদ্বায়ু English definition [উদ্বায়ু] (বিশেষণ) বায়ুগ্রস্ত; উন্মাদ (তুমি ভেবেছিলে উন্মাদ করে দেবে? উদ্বায়ু আজো হয়নি আমার মন-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+বায়ু}
- Bengali Word উদ্বিগ্ন English definition [উদ্বিগ্নো] (বিশেষণ) দুশ্চিন্তাগ্রস্ত; উৎকণ্ঠিত; ব্যাকুল (কী সংশয় জাগে তব উদ্বিগ্ন নয়নে-রবীন্দ্রনাথ ঠাকুর)। উদ্বিগ্নতা (বিশেষ্য) ব্যাকুলতা; উদ্বেগ; ভাবনা (এবার শ্রোতাদের মনের উদ্বিগ্নতা দূর হলো)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √বিজ্+ত(ক্ত)}
- Bengali Word উদ্বিড়াল English definition [উদ্বিড়াল্] জলমার্জার; যে বিড়াল জলে ডুব দিয়ে মাছ ধরে খায়। {(তৎসম বা সংস্কৃত) উৎ+বিড়াল}
- Bengali Word উদ্বুদ্ধ English definition [উদ্বুদ্ধো] (বিশেষণ) ১ প্রবুদ্ধ; অনুপ্রাণিত। ২ জাগরিত; চেতনাপ্রাপ্ত। ৩ উদিত; স্মৃতিপথে আগত। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√বুধ্+ত(ক্ত)}
- Bengali Word উদ্বৃত্ত English definition [উদ্ব্রিত্তো] (বিশেষণ) ১ ব্যয়ের পর অবশিষ্ট; বাকি। ২ বাড়তি; অতিরিক্ত (খানিকটা উদ্বৃত্ত থাকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √বৃত্+ত(ক্ত)}
- Bengali Word উদ্বেগ English definition [উদ্বেগ্] (বিশেষ্য) ১ সন্দেহজনিত ব্যাকুলতা; উৎকণ্ঠা; দুশ্চিন্তা। ২ ভয়মিশ্রিত ভাবনা। ৩ অস্থিরতা; চাঞ্চল্য। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√বিজ্+অ(ঘঞ্)}
- Bengali Word উদ্বেজক English definition [উদ্বেজক্] (বিশেষণ) ১ উদ্বগজনক। ২ ক্লেশকর; কষ্টকর। ৩ বিরক্তিকর; উত্ত্যক্তকারী। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √বিজ্+ই(ণিচ্)+ অক(ণ্বুল্)}
- Bengali Word উদ্বেজন English definition [উদ্বেজন] (বিশেষ্য) ১ উদ্বেগ। ২ উদ্বিগ্ন করা। উদ্বেজয়িতা(-তৃ) (বিশেষণ) উদ্বেজক। উদ্বেজিত (বিশেষণ) ১ উদ্বিগ্ন; ব্যাকুলিত (এত উদ্বেজিত অন্যমনস্ক ছিলাম যে, সেই মুহূর্তে সেই স্বর ও সেই স্পর্শ জানিয়াও জানিতে পারিলাম না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উত্ত্যক্ত। ৩ উদ্বেলিত। ৪ দুঃখিত; ক্ষুব্ধ। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √বিজ্ + ই(ণিচ্)+অন(ল্যুট্)}
- Bengali Word উদ্বেল English definition [উদ্বেল্] (বিশেষণ) ১ উচ্ছলিত; উথলিত। (উদ্বেল উদ্দাম মুক্ত উদার প্রবাহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কূলাতিক্রান্ত। ৩ সীমাতিক্রান্ত। উদ্বেলিত (বিশেষণ) উচ্ছলিত; আকুলিত; উদ্বেল হয়েছে এমন (উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+বেলা; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উদ্বোধ English definition [উদ্বোধ্] (বিশেষ্য) ১ বোধের উদয়; জ্ঞানের উন্মেষ; বোধোদ্গম (এ বিষয়ে আমার উদ্বোধ মাত্র হয় নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ স্মরণ। {(তৎসম বা সংস্কৃত) উৎ +বোধ}
- Bengali Word উদ্বোধন English definition [উদ্বোধোন্] (বিশেষ্য) ১ সূত্রপাত; আরম্ভ (উদ্বোধন- সংগীত; উদ্বোধন-ভাষণ)। ২ বোধোৎপাদন; জাগরণ। উদ্বোধক (বিশেষণ) ১ উদ্বোধনকারী। □ (বিশেষণ), (বিশেষ্য) ১ উদ্দীপক। ২ স্মারক। উদ্বোধিত (বিশেষণ) উদ্বোধন করা হয়েছে এমন (‘ধর্ম’ হল উদ্বোধিত যজ্ঞ-বেদীর পরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √বুধ্+অন(ল্যুট্)}