উ পৃষ্ঠা ১৩
- Bengali Word উদ্বোধনি, উদ্বোধনী English definition [উদ্বোধোনি] (বিশেষণ) ১ উদ্বোধন সূচক; সূচনা নির্দেশক (উদ্বোধনি সংগীত, উদ্বোধনি ভাষণ)। ২ উদ্বোধন করা হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) উদ্বোধন+(বাংলা) বিশেষণীয় ‘ই’ বা ‘ঈ’}
- Bengali Word উদ্ব্যক্ত English definition [উদ্ব্যাক্তো] (বিশেষণ) জোর বা ঝোঁক দিয়ে প্রকাশিত; বিশেষভাবে কথিত বা উক্ত; emphatic। উদ্ব্যক্তি (বিশেষ্য) প্রকাশ্যে জোর বা ঝোঁক; emphasis। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ব্যক্ত}
- Bengali Word উদ্ব্যস্ত English definition [উদ্ব্যাস্তো] (বিশেষণ) ১ অত্যন্ত ব্যস্ত; ব্যতিব্যস্ত (জিজ্ঞাসু মনকে উদ্ব্যস্ত করে তুলতে বাধ্য-আকবর আলী)। ২ সন্ত্রস্ত। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ব্যস্ত}
- Bengali Word উদ্ভট English definition [উদ্ভট্] (বিশেষণ) ১ অদ্বুত; আজগুবি। ২ উৎকট। ৩ গ্রস্থবহির্ভূত। ৪ শ্রেষ্ঠ। □ (বিশেষ্য) অজ্ঞাতনামা লেখকের রচনা। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √ভট্+ অ(অচ্)}
- Bengali Word উদ্ভট্টি , উদ্ভুট্টি English definition [উদ্ভট্টি, উদ্ভুট্টি] (বিশেষণ) ১ অদ্ভুত; আজগুবি। ২ অশ্রুতপূর্ব (হনলুলু সুরে গান গায় উদ্ভট্টি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) উদ্ভট+ই}
- Bengali Word উদ্ভব English definition [উদ্ভব্] (বিশেষ্য) উৎপত্তি; জন্ম। □ (বিশেষণ) উৎপন্ন; জাত (দত্তকুলোদ্ভব কবি- মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ভূ+অ(অচ্)}
- Bengali Word উদ্ভাবন English definition [উদ্ভাবন/উদ্ভাবোন] (বিশেষ্য) ১ আবিষ্করণ; অজ্ঞাত বিষয় প্রকাশকরণ (নতুন ভাব চিন্তার উদ্ভাবনে-আহমদ শরীফ)। ২ উৎপাদন। ৩ পরিকল্পন। ৪ কল্পনা; চিন্তন। উদ্ভাবক (বিশেষণ) ১ উদ্ভাবনকারী। ২ আবিষ্কারক। ৩ পরিকল্পনাকারী। উদ্ভাবনীয়, উদ্ভাব্য (বিশেষণ) উদ্ভাবনের যোগ্য। উদ্ভাবিত (বিশেষণ) উদ্ভাবন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√ভূ+ণিচ্+ অন(ল্যুট্)}
- Bengali Word উদ্ভাস English definition [উদ্ভাশ্] (বিশেষ্য) ১ বিকাশ; প্রকাশ। ২ শোভা। ৩ দীপ্তি; জ্যোতি। উদ্ভাসক (বিশেষণ) ১ উজ্জ্বলকারক। ২ প্রকাশক। □ (বিশেষ্য) উদ্দীপন। উদ্ভাসিত (বিশেষণ) উদ্ভাসন করা হয়েছে এমন। {( তৎসম বা সংস্কৃত) উদ্+ √ভাস্ + অ(ঘঞ্)}
- Bengali Word উদ্ভিজ্জ English definition [উদ্ভিজ্জো] (বিশেষ্য) তরু-লতা-গুল্ম ইত্যাদি, যা মাটি ফুঁড়ে জন্মে (সিক্ত উদ্ভিজ্জের ঘন গন্ধবাষ্প চতুর্দিকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) উদ্ভিজ্জাত। উদ্ভিজ্জ প্রকৃতি ( বিশেষণ) শান্ত; নির্বিরোধ (আমি এমনি উদ্ভিজ্জ প্রকৃতি যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। উদ্ভিজ্জানু ⇒ উদ্ভিদ। উদ্ভিজ্জাশী, উদ্ভিদভোজী (-জিন্) (বিশেষণ), (বিশেষ্য) উদ্ভিদভোজনকারী জীব (আমরা স্তন্যপায়ী উদ্ভিজ্জাশী জীব-রবীন্দ্রনাথ ঠাকুর)। তুল মাংসাশী। {(তৎসম বা সংস্কৃত) উদ্ভিদ্ + √জন্+ অ(ড)}
- Bengali Word উদ্ভিদ , উদ্ভিদ্ English definition [উদ্ভিদ্] (বিশেষণ) (বিশেষ্য) তৃণলতা-গুলমাদি যা মাটি ফুঁড়ে জন্মে; তৃণ-লতাদির অঙ্কুর। উদ্ভিদবিদ্যা (বিশেষ্য) উদ্ভিদবিজ্ঞান; Botany । উদ্ভিদণু, উদ্ভিজ্জাণু (বিশেষ্য) অতি ক্ষুদ্র উদ্ভিদ যা চোখে দেখা যায় না। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ভিদ্+ক্বিপ্}
- Bengali Word উদ্ভিন্ন English definition [উদ্ভিন্নো] (বিশেষণ) ১ অঙ্কুরিত। ২ প্রকাশিত; প্রস্ফুট (উদ্ভিন্ন-যৌবনা নারী)। ৩ ভেদ করে উঠেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√ভিদ্+ত(ক্ত)}
- Bengali Word উদ্ভূত English definition [উদ্ভুতো] (বিশেষণ) ১ উৎপন্ন; জাত (অন্তঃকরণে বিলক্ষণ অনুকম্পা ও কৌতুহল উদ্ভূত হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) ২ প্রকাশিত। ৩ উদিত। {(তৎসম বা সংস্কৃত)উৎ+ √ভূ+ত(ক্ত)}
- Bengali Word উদ্ভেদ English definition [উদ্ভেদ্] (বিশেষ্য) ১ প্রকাশ; বিকাশ; প্রকটন (তুলিল উদ্ভেদ করি কলোল্লোলে মহা ইতিহাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উদ্গম। ৩ প্রস্ফুটন। ৪ সঙ্গম। ৫ আবিষ্কার। উদ্ভেদী(-দিন্) (বিশেষণ) মৃত্তিকাদি ভেদ করে ওঠে এমন। { (তৎসম বা সংস্কৃত) উদ্+ √ভিদ্+অ(অচ্/ঘঞ্)}
- Bengali Word উদ্যত English definition [উদ্দতো] (বিশেষ্য) প্রবৃত্ত; নিরত। (বিশেষণ) ১ উন্মুখ; উপক্রমকারী। ২ উদ্যোগী; উদ্যমশীল। ৩ উত্তোলিত। উদ্যতদণ্ড (বিশেষণ) শাসনে উদ্যত; শাসনের নিমিত্ত দণ্ড উত্তোলন করেছেন এমন। উদ্যতবাহু (বিশেষণ) ১ উত্তোলিত বাহু; ঊর্ধ্ববাহু। ২ আকুল; ব্যাকুল। উদ্যতমুষল (বিশেষণ) মারমুখী; উদ্দণ্ড (পিতৃনাম শুধাইলে উদ্যত মুষল....–রঠা)। উদ্যতি ( বিশেষ্য) উদ্যোগ; উদ্যম। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √যম্+ত(ক্ত)}
- Bengali Word উদ্যম English definition [উদ্দম্] (বিশেষ্য) ১ উৎসাহ; অধ্যবসায়। ২ চেষ্টা; প্রয়াস; যত্ন। ৩ উদ্যোগ; উপক্রম (উদ্যম বিহনে কার পুরে মনোরথ?- কৃষ্ণচন্দ্র মজুমদার)। উদ্যমভঙ্গ (বিশেষণ) ১ নিরুৎসাহ। □ (বিশেষ্য) উদ্যমহীনতা। উদ্যমশীল (বিশেষণ) কর্মে যত্নশীল; কর্মে উৎসাহী; উদ্যোগী। উদ্যমী (বিশেষণ) উদ্যমশীল; উদ্যোগী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √যম্+অ(ঘঞ্)}
- Bengali Word উদ্যান English definition [উদ্দান্] (বিশেষ্য) বাগান; বাগিচা; উপবন। উদ্যানপাল, উদ্যান পালক, উদ্যানরক্ষক (বিশেষ্য), (বিশেষণ) ১ মালী। ২ যে বাগনের তত্ত্বাবধান করে বা রক্ষণাবেক্ষণ করে। উদ্যানপালিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাগানের রক্ষণাবেক্ষণকারিণী (একজন বুড়ী-বোধহয় উদ্যানপালিকা-কতকগুলি ফলমূল নিয়ে উপস্থিত করলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। উদ্যানবিদ্যা (বিশেষ্য) উদ্যানবিষয়ক বিদ্যা বা শাস্ত্র; horticulture। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √যা+অন(ল্যুট্)}
- Bengali Word উদ্যোগ English definition [উদ্দোগ্] (বিশেষ্য) ১ আয়োজন; জোগাড় (বিয়ের উদ্যোগ করা)। ২ উপক্রম (কাকগুলো কা কা ক’রে বাসা ছেড়ে ওড়বার উদ্যোগ করলে...- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ উদ্যম; চেষ্টা। ৪ উৎসাহ। উদ্যোক্তা(-ক্তৃ), উদ্যোগী(-গিন্), উদ্যোগশীল (বিশেষণ) ১ আয়োজনকারী। ২ উদ্যম ও যত্নশীল; সচেষ্ট। ৩ উৎসাহী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √যুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word উদ্র English definition [উদ্দ্রো] (বিশেষ্য) উদ্বিড়াল; উদ। {(তৎসম বা সংস্কৃত) √উন্দ্+র}
- Bengali Word উদ্রিক্ত English definition [উদ্দ্রিক্তো] (বিশেষণ) ১ উদ্রেক হয়েছে এমন। ২ উত্তেজিত। {(তৎসম বা সংস্কৃত ) উদ্+ √রিচ্+ত(ক্ত)}
- Bengali Word উদ্রেক English definition [উদ্দ্রেক্] (বিশেষ্য) ১ সঞ্চার; উদয় (হানিফের সহানুভূতি উদ্রেক করবার জন্যে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√রিচ্+অ(ঘঞ্)}