উ পৃষ্ঠা ১৭
- Bengali Word উন্মার্গ English definition [উন্মার্গো] (বিশেষ্য) ১ কুপথ; অবিহিত পন্থা। ২ ভ্রষ্টাচার; কদাচার। □ (বিশেষণ) ১ কুপথ বা বিপথগামী। ২ কদাচারী; ভ্রষ্টাচারী। ৩ অন্যপথে বা বিপথে চালিত (উন্মার্গ হয়েছে নদী-সুধূন্দ্রনাথ দত্ত)। উন্মার্গগামী (বিশেষণ ) ১ কুপথগামী; বিপথগামী (জাবালি ভ্রষ্টাচার উন্মার্গগামী নাস্তিক-রাজশেখর বসু (পরশু))। ২ অসদাচারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মার্গ}
- Bengali Word উন্মিষিত English definition [উন্মিশিতো] (বিশেষণ) বিকশিত; প্রস্ফুট (একই অনপেক্ষ আকাশ। একই উন্মিষিত ভবিষ্যৎ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মিষ্+ত(ক্ত)}
- Bengali Word উন্মীলন English definition [উন্মিলন্] (বিশেষ্য) ১ চোখ মেলে চাওয়া; চোখ খোলা। ২ বিকাশ। ৩ উদ্ঘাটন; উন্মোচন। উন্মীলিত (বিশেষণ) ১ উন্মীলন হয়েছে এমন। ২ প্রকাশিত। ৩ বিকশিত। ৪ উন্মোচিত; উদ্ঘাটিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মীল্+অন(ল্যুট্)}
- Bengali Word উন্মুক্ত English definition [উন্মুক্তো] (বিশেষণ) ১ খোলা; বন্ধনরহিত; অবরোধমুক্ত। ২ মুক্তিপ্রাপ্ত; নিষ্কৃতিপ্রাপ্ত; খালাস। ৩ অনাবৃত; খোলা। ৪ অকপট; উদার। উন্মুক্ততা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মুচ্+ত(ক্ত)}
- Bengali Word উন্মুখ English definition [উন্মুখ্] (বিশেষণ) ১ ব্যগ্র; উৎসুক (নিজেদের ছত্রচ্ছায় রাখিতেই সে যেন বেশি উন্মুখ-আবুল কালাম শাসসুদ্দিন)। ২ উদ্যত (উন্মুখ অধরে চুম্বন-অমৃত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ প্রবৃত্ত; তৎপর। উন্মুখতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ মুখ; ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word উন্মুখর English definition [উন্মুখর্] (বিশেষণ) উন্মুখ ও মুখর; সোচ্চার; আগ্রহোদ্দীপ্ত; স্পষ্টরূপে ব্যগ্র; প্রকটভাবে আগ্রহান্বিত (সহজ বিস্ময় ও সরল জিজ্ঞাসার উন্মুখ-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মুখ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word উন্মুদ্র English definition [উন্মুদ্দ্রো] (বিশেষণ) ১ সিলমোহর দেওয়া নেই এমন। ২ চিহ্নশূন্য; অকলঙ্ক। ৩ বিকশিত; প্রস্ফুটিত (উন্মুদ্র উষার লগ্নে যদি তুমি আদরে রাখিতে-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মুদ্রা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word উন্মূল English definition [উন্মুল্] (বিশেষণ) নির্মূল। □ (বিশেষ্য) উচ্ছেদ (জীবনের অবসানে হবে কি উন্মূল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+মূল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word উন্মূলন English definition [উন্মুলন্] (বিশেষ্য) ১ উৎপাটন। ২ উচ্ছেদ। ৩ বিনাশ। উন্মূলিত (বিশেষণ) উৎপাটিত (এই বলিয়া উন্মূলিত তরুর ন্যায় ভূতলে পতিত হইয়া, লক্ষ্মণ হাহাকার করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উন্মূলয়িতা (-তৃ) ( বিশেষণ) ১ উৎপাটন বা উন্মূলনকারী। ২ উচ্ছেদকারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মূল্+ ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উন্মেষ , উন্মেষণ English definition [উন্মেশ্, উন্মেশন্] (বিশেষ্য) ১ উন্মিলন; চোখ মেলে চাওয়া। ২ উদ্রেক; সঞ্চার (স্নেহের উন্মেষ)। ৩ ঈষৎ প্রকাশ। ৪ উদ্ভব। উন্মেষিত, উন্মিষিত (বিশেষণ) ১ উন্মেষপ্রাপ্ত। ২ বিকশিত; উন্মীলিত। উন্মেষিত-যৌবনা (বিশেষণ) সদ্যবিকশিত যৌবনসম্পন্না (উন্মেষিত যৌবনা নববধূ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মিষ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word উন্মোচন English definition [উন্মোচন্] (বিশেষ্য) ১ বন্ধনমোচন; আবরণমুক্ত করা। ২ মুক্তিদান; নিষ্কৃতিদান। উন্মোচিত (বিশেষণ) উন্মোচন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মুচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উপ - English definition [উপো] (অব্যয়) সাদৃশ্য নৈকট্য উৎকর্ষ স্বল্পতা উদ্যোগ ইত্যাদি সূচক উপসর্গ (উপক্রম, উপহার, উপবন)। {তৎসম উপসর্গবিশেষ}
- Bengali Word উপ-মহাধ্যক্ষ English definition [উপোমহাদ্ধোক্খো] (বিশেষ্য) vice-chancellor–এর এক সময়ের প্রচলিত বাংলা পরিভাষা; (বর্তমানে চালু পরিভাষা) উপাচার্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+মহা+ অধ্যক্ষ}
- Bengali Word উপকণ্ঠ English definition [উপোকন্ঠো] (বিশেষ্য) ১ গ্রাম-নগরাদির প্রান্ত; উপান্ত (নগরীর উপকণ্ঠ)। ২ নিকট; সমীপ। {(তৎসম বা সংস্কৃত) উপ+কণ্ঠ; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপকথা English definition [উপোকথা] (বিশেষ্য) উপাখ্যান; কল্পিত গল্প; কাহিনী (কল্পিত গল্প কাহিনীই তো উপকথা)। {(তৎসম বা সংস্কৃত) উপ+কথা; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপকরণ English definition [উপোকরোন্] (বিশেষ্য) ১ উপাদান। ২ কার্যসাধনের জন্য প্রয়োজনীয় বস্তু। ৩ নৈবেদ্য প্রভৃতি উপচার। {(তৎসম বা সংস্কৃত) উপ+করণ}
- Bengali Word উপকর্তা(-র্তৃ) English definition [উপোকর্তা] (বিশেষণ) উপকারক; উপকারী। উপকর্ত্রী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) উপকারিকা। {(তৎসম বা সংস্কৃত) উপ+কর্তা (√কৃ+তৃ[তৃচ্])}
- Bengali Word উপকান্ত English definition [উপোকান্তো] (বিশেষ্য) উপপতি (নিজ কান্ত বিনাশিল উপকান্তবলে-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) উপ+কান্ত; ( অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপকার English definition [উপোকার্] (বিশেষ্য) ১ হিতসাধন; আনুকূল্য; সাহায্য। ২ হিত; কল্যাণ। ৩ অনুগ্রহ। উপকারক, উপকারী(-রিন্) (বিশেষণ) উপকর্তা; সাহায্যকারী (যে যে খেলায় শারীরিক পরিশ্রম হয়, সেই খেলাই উপকারক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। উপকারিকা, উপকারিণী (স্ত্রীলিঙ্গ)। উপকারিতা (বিশেষ্য ) ১ উপকার করার ক্ষমতা। ২ উপযোগিতা। উপকার্য (বিশেষণ) উপকার লাভের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+√কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word উপকূল English definition [উপোকুল্] (বিশেষ্য) কুলের নিকটবর্তী স্থান; বেলাভূমি। {(তৎসম বা সংস্কৃত) উপ+কূল; (অব্যয়ীভাব সমাস)}