উ পৃষ্ঠা ৩৭
- Bengali Word উড়নি, উড়নী English definition ⇒ উড়ানি
- Bengali Word উড়ন্ত English definition [উড়ন্তো] (বিশেষন) উড্ডীয়মান; উড়ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√ডী>(বাংলা) √উড়্+অন্ত}
- Bengali Word উড়ব (ব্রজবুলি) English definition [উড়ব] (ক্রিয়া) উড়ব (উড়ব তরাসে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √ডী>উড়্}
- Bengali Word উড়শ, উড়ুশ, উরস English definition [উড়শ, উড়ুশ্, উরশ্] (বিশেষ্য) ছারপোকা (উড়ুশের লেখা নাই উকুন ডালি ডালি।-ময়নামতীর গান)। {(তৎসম বা সংস্কৃত) উদ্দংশ> ঊদশ>, উড়ুশ, উরস ইত্যাদি}
- Bengali Word উড়া ১ English definition ⇒ উড়ো
- Bengali Word উড়া ২, ওড়া ১ English definition [উড়া, ওড়া] (ক্রিয়া) উত্তরীয় জাতীয় বস্ত্র পরিধান করা। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ ডী>(প্রাকৃত) উড্ড্>(বাংলা) উড়্+ আ>}
- Bengali Word উড়া ৩, ওড়া ২ English definition [উড়া, ওড়া] (ক্রিয়া) ১ শূন্যে বিচরণ করা। ২ দ্রুতগতিতে ছুটে যাওয়া। ৩ কাপ্তানি করা; বাবুগিরি করা (লোকটা খুব উড়ছে)। ৪ প্রচারিত হওয়া (খবরটা খুব উড়ছে)। ৫ দ্রুত খবর হওয়া (লুচি সন্দেশ ওড়া)। □ (বিশেষ্য) শূন্যে গমন; উড্ডীয়মান হওয়া। উড়া-উড়া, ওড়া-ওড়া (ক্রিয়াবিশেষণ) অনিশ্চিতভাবে; ভাসাভাসা (উড়া-উড়া শোনা যাচ্ছে)। উড়ে আসা (ক্রিয়া) ১ হঠাৎ আসা। ২ অতি দ্রুত আসা। ৩ অযাচিতভাবে আসা। □ (বিশেষণ) অযাচিত; অবাঞ্ছিত (উড়ে-আসা লোক)। উড়ে এসে জুড়ে বসা (ক্রিয়া) অযাচিতভাবে বা বিনা অধিকারে এসে সর্বেসর্বা হয়ে বসা; অহেতুক বা অবৈধভাবে প্রাধান্য জাহির করা। উড়ে যাওয়া (ক্রিয়া) ১ বন্ধনমুক্ত হয়ে পালানো (পাখিটা উড়ে গেছে)। ২ অদৃশ্য হওয়া (কলমটি কোথায় উড়ে গেল?} ৩ দ্রুত ব্যয় হওয়া (টাকাগুলো দুদিনে উড়ে গেল)। ৪ দেহত্যাগ করা (প্রাণপাখি উড়ে গেল)। ৫ ভীত হওয়া (শুনে প্রাণ উড়ে গেল)। ৬ অপসৃত হওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। {(বাংলা) √উড়্+আ,>ওড়া}
- Bengali Word উড়ানি, উড়ুনি English definition [উড়ানি, উড়ুনি] (বিশেষ্য) উত্তরীয়; ওড়না; একপাটা চাদর (কেহ উড়ানি কেহ স্কন্ধস্থিত রঙ্গিন রুমাল বিছাইয়া নমাজে যোগদান করিল-কাজী ইমদাদুল হক; মেঘের উড়ানি ঘেরা নীল আকাশ-সুফী মোতাহার হোসেন। {(তৎসম বা সংস্কৃত) অববেষ্টনিকা> ওড্ঢনিক>ওঢ়নিঅ>উড়নি, উড়ুনি; (তুলনীয়) (হিন্দি) ওঢ়না}
- Bengali Word উড়ানো, ওড়ানো English definition [উড়ানো, ওড়ানো] (ক্রিয়া) ১ উড্ডীন করা। ২ শূন্যে ভাসিয়ে দেওয়া। ৩ অপব্যয় করা (লোকটা জলের মতো টাকা ওড়াচ্ছে)। উড়িয়ে দেওয়া (ক্রিয়া) ১ শূন্যে ভাসানো। ২ বন্ধনমুক্ত করা (পাখি উড়িয়ে দেওয়া)। ৩ দ্রুত খরচ করে ফেলা (সে বেশ পয়সা ওড়াচ্ছে/ওড়াচ্ছে)। ৪ অদৃশ্য করা (যাদুকর ফুলটি উড়িয়ে দিল)। ৫ অগ্রাহ্য করা (কথাটা উড়িয়ে দিয়েf না)। {(বাংলা) √উড়্ ওড়+আনো}
- Bengali Word উড়াল English definition [উড়াল্] (বিশেষ্য) উড়ন; শূন্যে গমন; উড্ডয়ন (.... হালকা পাখায় এক ঝাঁক পাখির উড়াল দেবার মতো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √উদ্+ডী; (বাংলা)√উড়+আল্}
- Bengali Word উড়ি, উড়িধান, ওড়ি English definition [উড়ি, উড়িধান্, ওড়ি] (বিশেষ্য) অকর্ষিত জমিতে উড়ে পড়া বীজে উৎপন্ন ধান্য; নীবার। {(তৎসম বা সংস্কৃত) ওড়িকা>ওড়িআ> ওড়ি>উড়ি}
- Bengali Word উড়ি-উড়ি English definition [উড়িউড়ি] (ক্রিয়াবিশেষণ) এখনই উড়বে এমন (উড়ি-উড়ি করছে বক-অবনীন্দ্রনাথ ঠাকুর) {(তৎসম বা সংস্কৃত) √উদ্+ডী>(বাংলা) √উড়্+ই}
- Bengali Word উড়িষ্যা, ওড়িশা English definition [উড়িশ্শা, ওড়িশা] (বিশেষ্য) উৎকল দেশ। {(তৎসম বা সংস্কৃত) ওড্রবিষয়> ওড্ডিশা> (উড়িষ্যা উচ্চারণে শ>ষ্য)}
- Bengali Word উড়িয়া English definition ⇒ ওড়িয়া
- Bengali Word উড়ুউড়ু English definition [উড়ুউড়ু] (বিশেষণ) উড়তে উদ্যত। ২ অস্থির; উচাটন (মনটা কেমন উড়ুউড়ু করছে)। □ (ক্রিয়াবিশেষণ) ১ পালাই পালাই; যাওয়ার জন্য অস্থির (সেই সময় তাদের মন উড়ুউড়ু করতে থাকল এমন যে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ উদাস ভাব {(তৎসম বা সংস্কৃত) √উদ্+ডী>(বাংলা) √উড়্+উ}
- Bengali Word উড়ুক্কু English definition [উড়ুক্কু] (বিশেষণ) ১ উড়তে সক্ষম বা ওড়ে এমন (উড়ুক্কু মাছ)। ২ উড়ুউড়ু; উদাস; চঞ্চল (কি রকম যেন চিত্তাকাশে উড়ুক্কু উড়ুক্কু ভাব-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ ডী> (বাংলা) উড়্+উক্কু}
- Bengali Word উড়ুনি English definition ⇒ উড়ানি
- Bengali Word উড়ুপ, উড়ূপ English definition [উড়ুপ্] (বিশেষ্য) ১ ভেলা; ক্ষুদ্র তরি; ডোঙা; জাহাজ (উড়ুপযোগে যেত সিন্ধুপার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) উড়ু+ √পা+অ(ড)}
- Bengali Word উড়ুম্বর English definition ⇒ উদুম্বর
- Bengali Word উড়ুশ, উড়ুষ English definition ⇒ উড়শ