উ পৃষ্ঠা ১৫
- Bengali Word উনচল্লিশ English definition ⇒ ঊনচল্লিশ
- Bengali Word উনত্রিশ English definition ⇒ ঊনত্রিশ
- Bengali Word উনন English definition ⇒ উনান
- Bengali Word উননব্বই English definition ⇒ ঊননব্বই
- Bengali Word উনপঞ্চাশ English definition ⇒ ঊনপঞ্চাশ
- Bengali Word উনপাঁজুরে , উনপাঁজুরি English definition [উনপাঁজুরে, উন্পাঁজুরি] (বিশেষণ) ১ কমবখ্ত (পাড়াগেঁয়ে হলেই যে এমন উনপাঁজুরে হবে, এমন কোন কথা নাই-প্যারি)। ২ দুর্বল; অক্ষম। ৩ হতভাগ্য। {(তৎসম বা সংস্কৃত) উন+পঞ্জর>উন+পঞ্জর্+ইয়া> (বাংলা ) উন+ পঞ্জরিয়া> উনপাঁজইর্যা> উনপাঁজুরে}
- Bengali Word উনমত ((ব্রজবুলি), ম(বাংলা)) English definition [উনমত] (বিশেষণ) উন্মত্ত; (উনমত কান- বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উন্মত্ত}
- Bengali Word উনমাতই ( ব্রজবুলি ) English definition [উনমাতই] (অসমাপিকা ক্রিয়া) উন্মত্ত করে (চিত উনমাতই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) উন্মত্ত>}
- Bengali Word উনষাট English definition ⇒ ঊনষাট
- Bengali Word উনসত্তর English definition ⇒ ঊনসত্তর
- Bengali Word উনা English definition ⇒ উন
- Bengali Word উনান , উনন , উনুন English definition [উনান্, উনন্, উনুন্] (বিশেষ্য) চুল্লি; চুলা; আখা। {(তৎসম বা সংস্কৃত ) উষ্ণ>(প্রাকৃত) উহ্ন, (পালি) উন্হ>(বাংলা) উনহান>উনআন>উনান; (তৎসম বা সংস্কৃত) উদ্ধ্মান>(পালি) উদ্ধান>অপভ্র. উধান>উনান}
- Bengali Word উনি English definition [উনি] সর্ব ঐ ব্যক্তি; সন্মুখস্থ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) অমূনি>অউনি>}
- Bengali Word উনিশ , উনিশ English definition [উনিশ্] (বিশেষ্য) ১ ১৯ সংখ্যা; উনবিংশ। ২ ১৯ সংখ্যক। উনিশ বিশ (বিশেষ্য) সামান্য পার্থক্য; তুচ্ছ প্রভেদ (উনবিংশ শতাব্দী ও শতাব্দীতে যে বিশেষ কোন প্রভেদ আছে তা নয়, যদি থাকে তা সে উনিশ-বিশ-প্রথম চৌধুরী)। উনিশে(বিশেষ্য), (বিশেষণ) মাসের উনিশ তারিখ। {(তৎসম বা সংস্কৃত) উনবিংশতি>(প্রাকৃত) এউণবিংশা>}
- Bengali Word উনুন English definition ⇒ উনান
- Bengali Word উনো English definition ⇒ উন
- Bengali Word উন্নত English definition [উন্নতো] (বিশেষণ) ১ মহৎ. উদার (উন্নতমনা)। ২ উঁচু; উচ্চ; তুঙ্গ (উন্নতশীর্ষ)। ৩ শ্রীবৃদ্ধিসম্পন্ন; সমৃদ্ধ (উন্নত দেশ)। ৪ মার্জিত; সভ্য (উন্নত রুচি)। ৫ গৌরবান্বিত; উচ্চ অবস্থাবিশিষ্ট। ৬ ভাগ্যবান। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √নম্+ত(ক্ত)}
- Bengali Word উন্নতি English definition [উন্নোতি] (বিশেষ্য) ১ অগ্রগতি। ২ শ্রীবৃদ্ধি। ৩ উচ্চ বা সমৃদ্ধ অবস্থা; সৌভাগ্য। ৪ উচ্চতা। ৫ অভ্যূদয়। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √নম্+তি(ক্তি)}
- Bengali Word উন্নদ্ধ English definition [উন্নদ্ধো] (বিশেষণ) ১ উর্ধ্বে বদ্ধ; উর্ধ্বে গ্রথিত; উঁচু করে বাঁধা। ২ স্ফীত্ ৩ উদ্যত; উন্নত (উন্নদ্ধ ফণা)। {( তৎসম বা সংস্কৃত) উদ্+ √নহ্+ত(ক্ত)}
- Bengali Word উন্নমন English definition [উন্নমন্] (বিশেষ্য) ১ উন্নয়ন; উত্তোলন। ২ উত্থাপন। ৩ উন্নতি। ৪ সম্যকভাবে নত হওয়া। উন্নমিত (বিশেষণ) উন্নমন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উদ্+ √নম্+ণিচ্+অন(ল্যুট্)}