উ পৃষ্ঠা ৩৮
- Bengali Word উড়ো, উড়া English definition [উড়ো, উড়া] (বিশেষণ) ১ উড়তে সমর্থ; উড়ছে এমন। ২ ভিত্তিহীন; অনিশ্চিত; লোকমুখ শ্রুত (উড়ো কথা, উড়ো খবর)। ৩ পাওয়া যাবে না এমন (উড়ো খৈ গোবিন্দায় নমঃ)। ৪ বেনামি (উড়ো চিঠি)। উড়োজাহাজ (বিশেষ্য) এরোপ্লেন; বিমানপোত; ব্যোমযান। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√ডী>(বাংলা) √উড়্+উয়া = উড়ুয়া>উড়ো}
- Bengali Word উয়ল (ব্রজবুলি) English definition [উঅল] (বিশেষ্য) উদিত হলো; প্রকাশ পেল (কনকলতা অবলম্বনে উয়াল-বিদ্যাপতি)। {সংস্কৃত. উৎ+√ইংরেজি>}
- Bengali Word উয়ার English definition ⇒ ওয়াড়
- Bengali Word উয়ারি, উয়ারী (মধ্যযুগীয় বাংলা) English definition [উয়ারি] (বিশেষ্য) বহির্বাটি; বৈঠকখানা (ঢেকা মারি কৈল নিয়া বাহির উয়ারি-শেখ ফয়জুল্লাহ; শীতল যে সিংহাসন শীতল উয়ারী-দৌলত উজির বাহরাম খান)। {সংস্কৃত. উপকারিকা> উঅআরিআ>উআরী, উয়ারি}
- Bengali Word উয়েধরা English definition ⇒ উই