P পৃষ্ঠা ৭৪
- English Word preterite Bengali definition (অপিচ preterit) [প্রেটারিট্] (noun), (adjective) preterite (tense) (ব্যাকরণ) অতীতের কোনো কাজ বা অবস্থা প্রকাশক (কাল); অতীতকাল।
- English Word preternatural Bengali definition [প্রীটান্যাচ্রাল্] (adjective) প্রকৃতিক্রম-বহির্ভূত; অনৈসর্গিক; অস্বাভাবিক। preternaturally (adverb) অনৈসর্গিকভাবে; অস্বাভাবিকভাবে: preternaturally solemn.
- English Word pretext Bengali definition [প্রীটেক্স্ট্] (noun) [Countable noun] অজুহাত; ব্যপদেশ; ওজর; ছল; অছিলা: He is looking for a pretext to refuse our invitation.
- English Word prettify Bengali definition [প্রিটিফাই] (verb transitive) (past tense, past participle prettified) বিশেষত দৃষ্টিকটুভাবে শোভাবর্ধন করা; চাকচিক্য সম্পাদন করা।
- English Word pretty Bengali definition [প্রিটি] (adjective) (prettier, prettiest) (১) সুন্দর বা দীপ্তিময় না হয়েও মনোরম ও আকর্ষণীয়; সুশ্রী; সুদৃশ্য; সুরূপ; মঞ্জু; মঞ্জুল: a pretty girl/garden/picture/piece of music. pretty-pretty (adjective) (কথ্য) আপাতমনোহর; বাহ্যত সুন্দর। (২) চমৎকার; উত্তম; ভালো: a pretty wit; You have made a pretty mess of the job! (বক্রোক্তি)। (৩) (কথ্য) প্রচুর; ঢের। a pretty penny এক গাদা/কাঁড়ি অর্থ: It cost me a pretty penny. come to/reach a pretty pass কঠিন সংকটে পড়া। a pretty kettle of fish দ্রষ্টব্যfish 1 (১)। □ (adverb) মোটামুটি; বেশ: It’s a pretty impossible situation. It’s a pretty windy day. pretty much খুব কাছাকাছি: His position is pretty much what I expected. pretty nearly প্রায়: Her complexion is fair, or pretty nearly so. pretty well প্রায়: He’s pretty well near his goal. sitting pretty (কথ্য) ভাগ্যবান; ভবিষ্যৎ বিকাশের পক্ষে অনুকূল অবস্থানে সমাসীন। □ (noun) (plural pretties) (শিশু) লক্ষ্মীসোনা; জাদুমণি: my pretty; my pretty one. prettily [প্রিটিলি] (adverb) চমৎকারভাবে। prettiness (noun) চারুতা; সুরূপ; সুরূপতা; মঞ্জুলতা।
- English Word pretzel Bengali definition [প্রেট্স্ল্] (noun) (জার্মান) গিঁট বা লাঠির আকারে তৈরি মচমচে নোনতা বিস্কুটবিশেষ।
- English Word prevail Bengali definition [প্রিভেইল্] (verb transitive) (১) prevail (over/against) জয়লাভ করা; সাফল্যের সঙ্গে লড়াই করা: Truth will prevail. (২) ব্যাপক হওয়া; বিরাজমান/বহুল প্রচলিত হওয়া: The conditions now prevailing in the country. (৩) prevail on/upon somebody to do something বুঝিয়ে সুজিয়ে রাজি করানো; উদ্বুদ্ধ করা; prevail upon a friend to lend me his camera. prevailing (adjective) বিরাজমান; প্রচলিত; অধুনাপ্রচলিত: The prevailing fashion in dress.
- English Word prevalent Bengali definition [প্রেভালান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) সাধারণ; ব্যাপক; (উক্ত সময়ে) সর্বত্র দৃষ্ট বা অনুষ্ঠিত; প্রচলিত; অধুনা প্রচারিত: the prevalent fashions; the prevalent opinion on the proposed bill, সর্বাভিব্যাপ্ত মত। prevalence [প্রেভালান্স্] (noun) [Uncountable noun] ব্যাপকতা; সর্বাভিব্যাপ্তি; প্রচলন; প্রাবল্য; প্রচলতা; বিস্তার: the prevalent of bribery.
- English Word prevaricate Bengali definition [প্রিভ্যারিকেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) অসত্য বা অংশত অসত্য উক্তি করা; (সম্পূর্ণ) সত্য বলা থেকে বিরত থাকা; সত্যের অপলাপ করা। prevarication [প্রিভ্যারিকেইশ্ন্] (noun) [Uncountable noun, Countable noun] সত্যের অপলাপ; অর্থবৈকল্য; সত্যবৈকল্য। prevaricator (noun) সত্যের অপলাপকারী।
- English Word prevent Bengali definition [প্রিভেন্ট্] (verb transitive) (১) prevent somebody (from doing something); prevent something (from happening) নিবৃত্ত করা: prevented from seeing by the smoke; প্রতিরোধ/নিবারণ করা: prevent a disease from spreading. (২) (প্রাচীন প্রয়োগ) পদপ্রদর্শকরূপে আগে আগে যাওয়া; অগ্রবর্তী হওয়া: 'Prevent us, Lord, in all our doings’. preventable [প্রিভেন্টাব্ল্] (adjective) নিবারণীয়; প্রতিষেধযোগ্য।
- English Word preventative Bengali definition [প্রিভেন্টাটিভ্] (adjective), (noun)=preventive.
- English Word prevention Bengali definition [প্রভেন্শ্ন্] (noun) [Uncountable noun] নিবারণ; নিরোধ; প্রতিষেধ: Prevention is better than cure.
- English Word preventive Bengali definition [প্রিভেন্টিভ্] (adjective) নিবারক; প্রতিষেধক; নিবৃত্তিমূলক। preventive custody সংশোধনাতীত বলে কোনো অপরাধী যাতে আর কোনো অপরাধ করতে না পারে সেজন্য তার কারানিরোধী, নিবৃত্তিমূলক নিরোধ। preventive detention কোনো ব্যক্তি অপরাধে লিপ্ত হতে পারে কিংবা (কোনো-কোনো দেশে) সরকারের বিরোধিতা করতে পারে, এই আশঙ্কায় বিনা বিচারে আটক-বন্দিত্ব; নিবৃত্তিমূলক আটক। preventive medicine প্রতিষেধক ওষুধ। □(noun) প্রতিষেধক (যেমন রোগ-প্রতিষেধক ওষুধ)।
- English Word preview Bengali definition [প্রীভিঊ] (noun) [Countable noun] চলচ্চিত্র, নাটক ইত্যাদি সাধারণ্যে উপস্থাপনের আগে অবলোকন; প্রাগ্বীক্ষণ। □ (verb transitive) প্রাগ্বীক্ষণ করা/করানো।
- English Word previous Bengali definition [প্রীভিআস্] (noun), (adjective) (১) আগেকার; পূর্ববর্তী; পূর্বতন; প্রাক্তন; সাবেক; ভূতপূর্ব: on a previous occasion; previous convictions, পূর্বতন দোষ (যা বিচারক অপরাধীর বর্তমান অপরাধের জন্য শাস্তিবিধানকালে বিবেচনার বিষয় বলে গণ্য করেন)। (২) অতিত্বরিত: You are rather previous in supposing that I am in love with that saucy girl.
- English Word prevision Bengali definition [প্রীভিজন্] (noun) [Uncountable noun, Countable noun] প্রবেক্ষণ; দূরদৃষ্টি; পূর্বজ্ঞান; অগ্রদৃষ্টি: have a prevision of danger.
- English Word prey Bengali definition [প্রেই] (noun) (কেবল singular) শিকার। be/fall a prey to (ক) ধৃত/শিকার হওয়া: The dear fell a prey to the lion. (খ) কোনো কিছুর দ্বারা অত্যন্ত ক্লেশিত হওয়া; শিকার হওয়া: be a prey to anxiety and fears. beast of prey হিংস্র পশু; শিকারি পশু। bird of prey শিকারি পাখি। □ (verb transitive) (১) prey on/upon শিকার করা: tigers preying on smaller animals. (২) লুণ্ঠন করা: The villages were preyed upon by armed tribesmen. (৩) (শঙ্কা, ভয়) কুরে কুরে খাওয়া: anxieties/losses that prey upon my mind.
- English Word price Bengali definition [প্রাইস্] (noun) [Countable noun] (১) মূল্য; দাম; দর: What is the price? high price, দুর্মূল্য; low price, অল্পমূল্য; সুমূল্য: Loss of health is high price to pay for fame. at a price! বেশ চড়া দামে: Lobsters are available in the market at a high price! Every man has his price ঘুষের ঊর্ধ্বে কেউ নয়; সবাইকে কেনা যায়। put a price on somebody’s head কাউকে (জীবিত বা মৃত) ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা। asking price (গৃহ ইত্যাদি সম্বন্ধে) (বিক্রেতা কর্তৃক) অর্থিত/যাচিত মূল্য: accept an offer of Tk. 500 below the asking price. price-control (noun) (সরকার কর্তৃক) মূল্যনিয়ন্ত্রণ। price-controlled (adjective) নিয়ন্ত্রিতমূল্য। price-list (noun) (চলতি) মূল্যতালিকা। list-price (উৎপাদনকারী কর্তৃক) অনুমোদিত মূল্য (যা সব সময় বাধ্যতামূলক নয়)। ২ [uncountable noun] অর্থ; মূল্য; সারতা: a jewel of great price, বহুমূল্য রত্ন। beyond/above/without price ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে; অমূল্য; মূল্যাতীত; মহার্ঘ। (৩) [countable noun] (পণ বা বাজি) হারজিতের সম্ভাবনা। What price...? (অপশব্দ) (ক) এর সম্ভাবনা কতটুকু? (খ) (কোনো কিছুর) ব্যর্থতায় উপহাসস্বরূপ ব্যবহৃত: What price peace now? শান্তির সাধ মিটলো তো? starting price ঘোড়দৌড় শুরু হওয়ার পূর্বক্ষণে কোনো পেশাদার বাজিবিদ (book-maker দ্রষ্টব্য) কর্তৃক ঘোষিত হারজিতের সম্ভাবনা; প্রারম্ভিক সম্ভাবনা। □ (verb transitive) (১) মূল্য ধার্য/জিজ্ঞাসা/নিরূপণ করা; মূল্যচিহ্নিত করা: All the goods in this shop are clearly priced. (২) price oneself/one’s goods out of the market (উৎপাদনকারীদের সম্বন্ধে) এমন উচ্চমূল্য ধার্য করা যাতে পণ্যের বিক্রয় হ্রাস পায় কিংবা বন্ধ হয়ে যায়। pricey [প্রাইসি] (অপশব্দ) আক্রা; চড়া দামি। priceless (adjective) (১) অমূল্য; অনর্ঘ: priceless works of art. (২) (অপশব্দ) উদ্ভট: a priceless old fellow; অত্যন্ত মজাদার: a priceless joke.
- English Word prick 1 Bengali definition [প্রিক্] (noun) (১) সুচ, কাঁটা ইত্যাদি ফোটানোর দাগ; ফুটা: pricks made by a needle. (২) খোঁচা: Can you feel the prick? the prick of conscience/remorse, বিবেকের/অনুতাপের দংশন। pin-prick (লাক্ষণিক) কাঁটা। (৩) (প্রাচীন প্রয়োগ) (ষাঁড়ের) অঙ্কুশ। kick against the prick অহেতুক বাধা দিয়ে বিক্ষত হওয়া। (৪) (নিষেধ, অশিষ্ট) শিশ্ন; (অশিষ্ট, গালি) লেওড়া: a stupid prick.
- English Word prick 2 Bengali definition [প্রিক্] (verb transitive), (verb intransitive) (১) ফুটা করা; খোঁচা দেওয়া: prick a toy balloon; prick a blister; prick holes in paper. (২) বেঁধা: prick one’s finger with/on a needle. (লাক্ষণিক) Does your conscience ever prick you? বিবেক দংশন করে কি? (৩) তীক্ষ্ণ বেদনা বোধ করা; টাটানো: His fingers were pricking. (৪) prick something out/off (সুচালো কাঠি ইত্যাদির দ্বারা খোঁড়া গর্তে চারাগাছ) লাগানো: prick out young cabbage plants. (৫) prick up one’s ears (বিশেষত কুকুর, ঘোড়া) কান খাড়া করা; (লাক্ষণিক ব্যক্তি) কোনো উক্তির প্রতি তীক্ষ্ণ মনোযোগ দেওয়া। pricking (noun) বেঁধানো খোঁচা।