P পৃষ্ঠা ৭৬
- English Word priming Bengali definition [প্রাইমিঙ্] (noun) (১) বন্দুক, বোমা, মাইন ইত্যাদির গোলাগুলিতে আগুন ধরানোর জন্য ব্যবহৃত বারুদ; ইন্ধন-বারুদ। (২) তৈলচিত্রে প্রথম প্রলেপের জন্য চিত্রকররা রঞ্জকদ্রব্যের যে মিশ্রণ ব্যবহার করেন; চিত্রপ্রলেপ।
- English Word primitive Bengali definition [প্রিমিটিভ] (adjective) (১) আদিম: primitive man; primitive culture. (২) সাদামাটা; আদিম: primitive weapons. □ (noun) রেনেসাঁ পূর্ববর্তী চিত্রকর বা ভাস্কর; আদিশিল্পী; আদিশিল্পকর্ম। primitively (adverb) প্রাথমিকভাবে; আদিম উপায়ে। primitiveness (noun) আদিমতা। primitivism (noun) আদিকালের সবকিছুর শ্রেষ্ঠত্ব বিশ্বাস।
- English Word primogeniture Bengali definition [প্রাইমোজেনিচা(র্) America(n) প্রাইমোজেনিচুআর্] (noun) অগ্রজত্ব; জ্যেষ্ঠত্ব। right of primogeniture (আইন সম্বন্ধীয়) পিতার সমস্ত স্থাবর সম্পত্তির উত্তরাধিকার জ্যেষ্ঠপুত্রের উপর বর্তানোর ব্যবস্থা; অগ্রজত্বের অধিকার।
- English Word primordial Bengali definition [প্রাইমোডিআল্] (adjective) আদিকালিক; আদ্যকালীন; আদিম; মৌল।
- English Word primp Bengali definition [প্রিম্প্] (verb transitive)=prink.
- English Word primrose Bengali definition [প্রিম্রোজ্] (noun) [Countable noun] ফিকে হলুদ বুনো ফুলের গাছবিশেষ; বাসন্তীকুসুম; বাসন্তী রং। the primrose way/path (লাক্ষণিক) বেপরোয়া ইন্দ্রিয়সেবার পথ।
- English Word primula Bengali definition [প্রিমিউলা] (noun) বিভিন্ন রং ও আকৃতির পুষ্পবিশিষ্ট, বর্ষস্থায়ী তৃণজাতীয় কয়েক ধরনের উদ্ভিদবিশেষ (প্রিমরোজ এই শ্রেণির উদ্ভিদের অন্তর্গত); প্রিমুলা।
- English Word primus Bengali definition [প্রাইমাস্] (noun) (plural primuses) [প্রাইমাসিজ্] রান্না করার জন্য এক ধরনের স্টোভবিশেষ, যাতে তেল বাষ্পীভূত হয়ে জ্বালানিরূপে ব্যবহৃত হয়; প্রাইমাস।
- English Word prince Bengali definition [প্রিন্স্] (noun) (১) (বিশেষত ক্ষুদ্র রাষ্ট্রের) রাজা; রাজন্য। (২) কোনো রাজপরিবারের পুরুষ সদস্য; বিশেষত (British/Britain) রাজার পুত্র বা পৌত্র; রাজপুত্র; রাজকুমার; কুমার;রাজতনয়। (৩) the prince of darkness অন্ধকারের রাজপুত্র; শয়তান। the Prince of Peace যিশু। Prince Consort রাজ্য শাসনকারিণী রানির স্বামী। princedom [প্রিন্স্ডাম্] (noun) ক্ষুদ্র রাজ্য; ঐ রকম রাজ্যের রাজার পদমর্যাদা। princely (adjective) (princeier, princeiest) রাজপুত্রতুল্য; রাজপুত্রোচিত; রাজকীয়; রাজোচিত: a princely gift. princess [প্রিন্সেস্] (noun) রাজপুত্রের স্ত্রী; রাজার কন্যা বা দৌহিত্রী; রাজকুমারী; রাজকন্যা; রাজপুত্রী; রাজতনয়া।
- English Word principal Bengali definition [প্রিন্সাপ্ল্] (adjective) প্রধান; মুখ্য: the principal food of Bangladesh; the principal cities of England. principal boy মূকাভিনয়ে প্রধান চরিত্রে রূপদানকারী (পরম্পরাগতভাবে ব্রিটেনে অভিনেত্রীরাই এই ভূমিকায় অভিনয় করেন); মুখ্যাভিনেত্রী। □ (noun) (প্রায়ই Principal) (১) (কলেজ ইত্যাদির) অধ্যক্ষ। (২) ব্যবসাবাণিজ্যে যে ব্যক্তির পক্ষে অন্য কেউ প্রতিনিধিরূপে কাজ করে; প্রধান। (৩) (ছাদের) কড়ি। (৪) (অর্থ-ব্যবচ্ছেদবিদ্যা) (লগ্নিকৃত বা বিনিয়োগকৃত) আসল। (৫) (আইন সম্বন্ধীয়) কোনো অপরাধের জন্য প্রত্যক্ষভাবে স্থায়ী ব্যক্তি; প্রবর্তক; মূল আসামি। principally [প্রিন্সাপ্লি] (adverb) প্রধানত; মুখ্যত; মূলত।
- English Word principality Bengali definition [প্রিন্সিপ্যালিটি] (noun) (plural principalities) ক্ষুদ্র রাজ্য। দ্রষ্টব্যprince (১).
- English Word principle Bengali definition [প্রিন্সাপ্ল্] (noun) [Countable noun] (১) মূলতত্ত্ব; মূলসূত্র; তত্ত্ব: the (first) principle s of geometry/political economy. (২) আচরণের মূলনীতি; নীতিনিয়ম: moral principles, নৈতিক বিধিবিধান; principles of conduct, আচরণরীতি; (সমষ্টিমূলক singular) a man of high principle, অত্যন্ত উন্নতচেতা ব্যক্তি। in principle (in detail- এর বিপরীত) সাধারণভাবে; মূলনীতির দিক থেকে। on principle নীতির প্রতি বিশ্বস্ত থাকার জন্য; নীতিগতভাবে: He opposed the proposal on principle. (৩) যন্ত্র ইত্যাদি চলার সাধারণ নিয়ম; মূল নিয়ম: He explained the principle on which the machine worked. principled (adjective) (যৌগশব্দে) নীতিনিষ্ঠ; ধর্মনিষ্ঠ: a high principled woman. দ্রষ্টব্যunprincipled.
- English Word prink Bengali definition [প্রিঙ্ক্] (verb transitive) prink oneself (up) ফিটফাট; নিজেকে পরিপাটি করে তোলা।
- English Word print 1 Bengali definition [প্রিন্ট্] (noun) (১) [Uncountable noun] ছাপা অক্ষর; ছাপা: clear print; in large/small print. in print (বই সম্বন্ধে) মুদ্রিত ও বিক্রির জন্য প্রস্তুত। out of print (বই) প্রকাশকের কাছে বিক্রয়যোগ্য মুদ্রিত কপি নেই এমন। rush into print (লেখক) নিজের লেখা তড়িঘড়ি করে ছাপানো বা প্রকাশ করা। (২) [Countable noun] (সাধারণত যৌগশব্দে) ছাপ; দাগ; চিহ্ন: finger-prints; foot-prints. (৩) [Uncountable noun] ছাপা কাপড়; চিট; (attributive(ly)) a print dress. (৪) [Countable noun] (ক) ব্লক, ফলক ইত্যাদি থেকে মুদ্রিত ছবি, নকশা ইত্যাদি; ছাপা ছবি; old Japanese prints. (খ) নেগেটিভ থেকে মুদ্রিত আলোকচিত্র; ছাপাছবি; মুদ্রণ। blue-print, দ্রষ্টব্যblue 2(৭). print-seller (noun) মুদ্রিত খোদাইছবির বিক্রেতা; ছাপাছবি বিক্রেতা। print-shop (noun) ছাপাছবির দোকান। (৫) [Countable noun] (এখন প্রধানত America(n)) মুদ্রিত প্রকাশনা; বিশেষত সংবাদপত্র।
- English Word print 2 Bengali definition [প্রিন্ট্] (verb transitive), (verb intransitive) (১) কোনো কিছু ছাপা বা ছাপ দেওয়া; মুদ্রিত করা; (লাক্ষণিক): The events printed themselves on my memory, স্মৃতিতে মুদ্রিত হয়ে গেছে। printed matter/papers (খাম, মোড়ক ইত্যাদির ওপর যেমন লিখিত হয়) মুদ্রিত সামগ্রী (হ্রাসকৃত ডাকমাসুলে প্রেরণযোগ্য)। print-out (noun) কম্পিউটার থেকে বিনির্গত মুদ্রিত তথ্যাবলি; (কম্পিউটার) মুদ্রিকা। (২) ছাপার অক্ষরের মতো লেখা: Print your name and address. (৩) print off নেগেটিভ ফিল্ম বা প্লেট থেকে ফটো মুদ্রিত করা; ছবি ছাপানো: Print (oft) three copies for me from this negative. (৪) (প্লেট বা ফিল্ম থেকে) ছবি আসা: This film/picture printed superbly. (৫) কাপড়ের রঙিন নকশা ছাপা। printable [প্রিন্ট্টাব্ল্] (adjective) মুদ্রণীয়; মুদ্রণযোগ্য। printer (noun) মুদ্রাকর; মুদ্রক; ছাপাখানার মালিক। printing (noun) মুদ্রণ: printing ink, ছাপার কালি। printing-machine, printing-press (noun(s) মুদ্রণযন্ত্র; মুদ্রণালয়। printing-office (noun) ছাপাখানা।
- English Word prior 1 Bengali definition [প্রাইআ(র্)] (adjective) prior to পূর্ব-; পৌর্বিক; পূর্ববর্তী: have a prior claim to something পূর্ব দাবি থাকা। prior to (preposition(al)) (আনুষ্ঠানিক) পূর্বে; আগে: prior to his appointment as chairman.
- English Word prior 2 Bengali definition [প্রাইআ(র্)] (noun) খ্রিষ্টীয় ধর্মসংঘ বা আশ্রমের প্রধান/অধ্যক্ষ; ধর্মবিহারে (abbey) মঠাধ্যক্ষ (abbot- এর অব্যবহিত নিম্নপদস্থ কর্মকর্তা); উপমঠাধ্যক্ষ। [প্রাইআরিস্] (noun) উপমঠাধ্যক্ষা। priory [প্রাইআরি] (noun) উপমঠাধ্যক্ষের পরিচালনাধীন আশ্রম।
- English Word priority Bengali definition [প্রাইঅরাটি America(n) প্রাইওরাটি] (noun) (plural priorities) (১) [Uncountable noun] priority (over) পূর্ববর্তিতা; পূর্বিতা; অন্যের আগে কোনো কিছু পাওয়া বা করার অধিকার; অগ্রাধিকার: Do you have priority over him in your claim? (২) [Countable noun] বিবেচিত হওয়ার দাবি; প্রতিযোগী দাবিসমূহের উচ্চস্থান; অগ্রাধিকার; অগ্রগণ্যতা: Population control is a first priority, (কিংবা কথ্য a priority) অগ্রগণ্য বিষয়: We should give priority to education.
- English Word prise Bengali definition [প্রাইজ্] (verb transitive)=pirze 3.
- English Word prism Bengali definition [প্রিজাম্] (noun) (১) ঘনচিত্রবিশেষ (solid figure) যার দুই প্রান্ত সদৃশ; সমতুল্য ও সমান্তরাল এবং প্রতিটি পার্শ্ব একেকটি সামন্তরিক; প্রিজম। (২) সাধারণত ত্রিভুজাকার এবং কাচের তৈরি উক্ত আকৃতির বস্তু; যা সাদা আলোক ভেঙে রংধনুর রঙে রূপান্তরিত করে; ত্রিপার্শ্বকাচ; প্রিজম।