P পৃষ্ঠা ৭১
- English Word preordian Bengali definition [প্রীওডেইন্] (verb transitive) পূর্বনির্ধারণ বা পূর্বনির্ধারিত করা।
- English Word prep Bengali definition [প্রেপ্] (noun) (স্কুলের ছাত্রদের অপশব্দ) (ক) বাড়ির কাজ; প্রস্তুতি। (খ)=preparatory school.
- English Word prepackaged Bengali definition [প্রীপ্যাকিজ্ড], prepacked [প্রীপ্যাক্ট্] (adjective) (পণ্য) বিক্রির জন্য দোকানে সরবরাহ করার আগেই মোড়ক বাঁধা।
- English Word preparation Bengali definition [প্রেপারেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] প্রস্তুতকরণ; প্রস্তুতি; আয়োজন: The breakfast is in preparation. (২) [Countable noun] (সাধারণত plural) প্রস্তুতি; প্রয়োজন: preparations for a journey. (৩) [Uncountable noun] (কথ্যসংক্ষেপ prep) বাড়ির কাজ। [Countable noun] বিশেষভাবে প্রস্তুত ওষুধ, খাদ্য ইত্যাদি: pharmaceutical preparations, প্রস্তুত ওষুধ।
- English Word preparatory Bengali definition [প্রিপ্যারাট্রি America(n) প্রিপ্যারাটোরি] (adjective) প্রস্তুতিমূলক; প্রারম্ভিক; সিদ্ধতাজনক: preparatory measures/training. preparatory to প্রস্তুতিস্বরূপ; পূর্বে। preparatory school (বিশেষত ইংল্যান্ডে) যে বেসরকারি বিদ্যালয়ে ছাত্রদের উচ্চতর (বিশেষত পাবলিক) স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রস্তুত করানো হয়; (America(n)) (সাধারণত বেসরকারি) বিদ্যালয়, যেখানে ছাত্রদের কলেজে ভর্তির জন্য প্রস্তুত করানো হয়; প্রস্তুতিমূলক বিদ্যালয়।
- English Word prepare Bengali definition [প্রিপেআ(র্)] (Verb transitive), (verb intransitive) (১) prepare (for) প্রস্তুত/তৈরি হওয়া বা করা; আয়োজন করা: prepare one’s lessons; prepare a pupil for an examination. (২) be prepared to প্রস্তুত থাকা বা হওয়া: We are prepared to honour our commitments. preparedness [প্রিপেআরিড্নিস্] (noun) [uncountable noun] প্রস্তুতত্ব; The man was in a state of preparedness.
- English Word prepay Bengali definition [প্রীপেই] (verb transitive) (Past tense, past participle pre-paid [প্রীপেইড্]) আগাম দেওয়া। prepaid (part), (adjective) আগাম পরিশোধিত: a prepaid reply.
- English Word preponderant Bengali definition [প্রিপন্ডারান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) ভার, সংখ্যা, শক্তি ইত্যাদি মহত্তর; প্রবলতর; অধিকতর সামর্থ্যযুক্ত। preponderantly (adverb) preponderance [প্রিপন্ডারান্স্] (noun) ভারাক্রান্ত; সংখ্যাধিক্য; প্রভাবাধিক্য; প্রভাবাতিরেক; প্রবলতা; প্রাধান্য; প্রাবল্য।
- English Word preposition Bengali definition [প্রেপাজিশ্ন্] (noun) স্থান, দিক, উৎস, পদ্ধতি ইত্যাদি নির্দেশ করার জন্য প্রায়ই noun ও pronoun- এর পূর্বে ব্যবহৃত সুনির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ (যেমন from, in, on, on behalf of, out of, to); প্রসর্গ। prepositional [প্রেপাজিশান্ল্] (adjective) প্রাসঙ্গিক; প্রসর্গযুক্ত। prepositional phrase (ক) প্রসর্গরূপে ব্যবহৃত বাক্যাংশ (যেমন in front of, on top of) প্রাসঙ্গিক বাক্যাংশ। (খ) প্রসর্গযুক্ত noun বা noun phrase (যেমন in the night; over the sea[s]; প্রসর্গযুক্ত বাক্যাংশ।
- English Word prepossess Bengali definition [প্রীপাজেস্] (verb transitive) (আনুষ্ঠানিক) কারো মনে (সাধারণত অনুকূল) অনুভূতি সৃষ্টি করা; চিত্ত আকর্ষণ করা; মন জয়/অধিকার করা: He was prepossessed by the young lady’s charms. prepossessing (adjective) চিত্তাপহারী; চিত্তাকর্ষক: a girl of prepossessing appearance. prepossession [প্রীপাজেশ্ন্] (noun) প্রথম দর্শনেই অনুকূল অনুভূতি; আগ্রহ।
- English Word preposterous Bengali definition [প্রিপস্টারাস্] (adjective) সম্পূর্ণ অযৌক্তিক; উদ্ভট; অসম্ভব। preposterously (adverb) অযৌক্তিভাবে ইত্যাদি।
- English Word preppy Bengali definition (অপিচ preppie) [প্রেপি] (noun) (America(n) অনানুষ্ঠানিক) যে ব্যক্তি অত্যন্ত ব্যয়বহুল বিদ্যালয়ে যেতে পছন্দ করে।
- English Word prepuce Bengali definition [প্রীপিউস্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) লিঙ্গাগ্রত্বক; অগ্রত্বক।
- English Word prerecord Bengali definition [প্রীরিকোড্] (verb transitive) (বেতার, টিভি ইত্যাদির অনুষ্ঠান ফিতা বা ডিস্কে) পূর্বাহ্ণেই ধারণ করা।
- English Word prerequisite Bengali definition [প্রীরেকোয়িজিট্] (noun), (adjective) অন্যকিছুর শর্ত হিসেবে আবশ্যকীয় (বস্তু); পূবাকাঙ্ক্ষিত; পূর্বাবশ্যক; পূর্বাপ্রেক্ষিত: 50 per cent marks at HSC is prerequisite for admission to this course.
- English Word prerogative Bengali definition [প্রিরগেটিভ] (noun) [Countable noun] (বিশেষত কোনো শাসকের) বিশেষ অধিকার; বিশেষাধিকার; প্রাধিকার: the prerogative of pardon, যেমন দণ্ডিত অপরাধীকে ক্ষমা করার অধিকার। the Royal Prerogative (British/Britain) সংসদ নিরপেক্ষভাবে কাজ করার (নিছক তাত্ত্বিক) অধিকার; রাজকীয় বিশেষাধিকার।
- English Word presage Bengali definition [প্রিসিজ্] (noun) [Countable noun] (আনুষ্ঠানিক)= presentiment; (বিশেষত অশুভ বা অনাকাঙ্ক্ষিত কিছুর) পূর্ববোধ/অগ্রবোধ; পূর্বলক্ষণ; পূর্বাভাস। □ (verb transitive) [প্রিসেইজ্] পূর্বাভাস দেওয়া; পূর্বলক্ষণ হওয়া: The heavy rain presages floods.
- English Word Presbyterian Bengali definition [প্রেজ্বিটিআরিআন্] (adjective) Presbyterian Church সমমর্যাদার যাজকমণ্ডলী কর্তৃক পরিচালিত গির্জাসংগঠনবিশেষ (ইংল্যান্ডে ১৯৭২ অব্দে এই চার্চ কংগ্রিসশনাল চার্চের সঙ্গে একত্রিত হয়ে ইউনাইটেড রিফর্মড চার্চ গঠিত হয়); প্রেজবিটেরিয়ান চার্চ। (দ্রষ্টব্য বিশপশাসিত episcopal). □ (noun) উক্ত চার্চের সদস্য। Presbyterianism [প্রেজ্বিটিআরিনিইজাম্] (noun) যাজকমণ্ডলী পরিচালিত গির্জাপ্রশাসন; উক্ত চার্চের সদস্যদের মতবিশ্বাস।
- English Word presbytery Bengali definition [প্রেজবিট্রি America(n) প্রেজবিটেরি] (noun) (১) (plural presbyteries) [Countable noun] (গির্জায়) পূর্বদিকে বেদি এবং গায়কদলের জন্য নির্দিষ্ট স্থানের পরবর্তী অংশ; গর্ভাগার। (২) (আঞ্চলিক) প্রেজবিটেরিয়ান চার্চের নির্বাহী পরিষদ। (৩) রোমান ক্যাথলিক গ্রামযাজকের বাসভবন।
- English Word prescient Bengali definition [প্রেসিআন্ট্] (adjective) (আনুষ্ঠানিক) ভবিষ্যদ্দর্শী; ভবিষ্যজ্ঞানী। presciently (adverb) ভবিষ্যদ্দর্শিতার সঙ্গে, ভবিষ্যতের মতো ইত্যাদি। prescience [প্রেসিআন্স্] (noun) পূর্বজ্ঞান; ভবিষ্যজ্ঞান।