P পৃষ্ঠা ৬৮
- English Word preclude Bengali definition [প্রিক্লূড্] (verb transitive) preclude somebody from doing something নিবারিত/নিরুদ্ধ করা; অসম্ভব করে তোলা: preclude all doubt/misunderstanding. preclusion [প্রিক্লুজ্ন্] (noun) নিবারণ; নিরোধ।
- English Word precocious Bengali definition [প্রিকোশাস্] (adjective) (১) (ব্যক্তি) স্বাভাবিক সময়ের পূর্বে কোনো-কোনো চিত্তবৃত্তি বিকশিত হয়েছে এমন; বালপক্ব; প্রৌঢ়বুদ্ধি: a precocious child (যেমন যে শিশু তিন বছর বয়সেই ভালোভাবে পড়তে পারে)। (২) (জ্ঞান, কর্ম) অকালপরিপক্ব। precociously (adverb) অকালপরিপক্বভাবে। precociousness, precocity [প্রিকসাটি] (noun(s)) [Uncountable noun] বালপক্বতা; অকালপক্বতা।
- English Word precognition Bengali definition [প্রীকগ্নিশ্ন্] (noun) [Uncountable noun] অগ্রজ্ঞান; পূর্বজ্ঞান; অগ্রবোধ।
- English Word preconceive Bengali definition [প্রীকান্সীভ] (verb transitive) প্রকৃত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই ধারণা করা; পূর্বধারণা/অগ্রকল্পনা/অগ্রোপলব্ধি করা: preconceived ideas. preconception [প্রীকান্সেপ্শ্ন্] (noun) [Uncountable noun, Countable noun] পূর্বকল্পনা; অগ্রকল্পনা; অগ্রোপলব্ধি।
- English Word preconcerted Bengali definition [প্রীকানসাটিড্] (adjective) (আনুষ্ঠানিক) পূর্বেই মীমাংসিত; পূর্বসংবিদিত: following preconcerted plans.
- English Word precondition Bengali definition [প্রীকান্ডিশ্ন্] (noun)= prerequisite; পূর্বশর্ত।
- English Word precursor Bengali definition [প্রীকাসা(র্)] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) ভবিষ্যতের ইঙ্গিতস্বরূপ ব্যক্তি বা বস্তু; অগ্রদূত; পূর্বলক্ষণ। precursory [প্রীকাসারি] (adjective) পূর্বসূচক; অগ্রসূচক।
- English Word predatory Bengali definition [প্রেডাট্রি America(n) প্রেডাটোরি] (adjective) (আনুষ্ঠানিক) (১) (মানুষ) লুণ্ঠনপরায়ণ; লুণ্ঠনজীবী; লুণ্ঠক: predatory tribesman; predatory habits, লুণ্ঠনবৃত্তি; predatory incursions, লুণ্ঠনাত্মক আক্রমণ বা হামলা। (২) (প্রাণী) শিকারজীবী; শিকারি: predatory birds. predator [প্রেডাটা(র্)] (noun) শিকারি/শিকারজীবী প্রাণী।
- English Word predecease Bengali definition [প্রীডিসীস্] (verb transitive) (আইন সম্বন্ধীয়) (অন্য ব্যক্তির) আগে মারা যাওয়া।
- English Word predecessor Bengali definition [প্রীডিসেসা(র্) America(n) প্রীপ্রেডিসেসা(র্)] (noun) (১) পূর্বসূরি: my predecessor in office. (২) পূর্বগামী কোনো কিছু: The news ordinance is no better than its predecessor.
- English Word predestinate Bengali definition [প্রীডেস্টিনেইট] (adjective) ঈশ্বর কর্তৃক পূর্বনির্ধারিত; নিয়তিনির্দিষ্ট; পূর্বনিরূপিত; দৈবনিরূপিত। □ (verb transitive)=predestine (১).
- English Word predestination Bengali definition [প্রীডেস্টিনেইশ্ন্] (noun) (১) ঈশ্বর অনাদিকাল থেকেই বিধান করে দিয়েছেন মানবজাতির একাংশ অনন্তসুখ, আরেক অংশ অনন্তশাস্তি ভোগ করবে, এই তত্ত্ব বা মতবাদ; অদৃষ্টবাদ; তকদির। (২) যা কিছু ঘটে সবই ঈশ্বরবিহিত এই মতবাদ; নিয়তিবাদ; দৈববাদ; নিয়তি।
- English Word predestine Bengali definition [প্রীডেসটন্] (verb transitive) (১) (প্রায়ই passive) predestine somebody to something/to do something (ঈশ্বর বার নিয়তি সম্বন্ধে) পূর্বনির্দিষ্ট বা পূর্ববিহিত করা। (২) predestine somebody to do something স্থির করা; অবশ্যম্ভাবী করা: He was predestined to be a successful businessman.
- English Word predetermine Bengali definition [প্রীডিটামিন্] (verb transitive) (আনুষ্ঠানিক) (১) পূর্বেই স্থির/নিশ্চিত করা; পূর্বনিশ্চয়/পূর্বনিশ্চিত/পূর্বনির্দিষ্ট করা: The social class into which a child is born often seems to predetermine his later career. (২) predetermine somebody to do something কোনো কিছু করতে পূর্বাহ্ণেই প্রণোদিত বা বাধ্য করা; পূর্বনির্দিষ্ট করা: Did an unhappy childhood predetermine him to behave as he did? predetermination [প্রিডিটামিনেইশ্ন্] (noun) পূর্বনিশ্চয়; পূর্বসংকল্প; পূর্বনির্ণয়।
- English Word predicament Bengali definition [প্রিডিকামান্ট্] (noun) দশা; দুর্দশা; বিপাক: be in an awkward predicament.
- English Word predicate 1 Bengali definition [প্রেডিকাট্] (noun) (ব্যাকরণ) বিধেয়।
- English Word predicate 2 Bengali definition [প্রেডিকেইট্] (verb transitive) (১) সত্য বা প্রকৃত বলে ঘোষণা/দৃঢ়োক্তি করা: predicate of a motive that it is good. (২) পরিণামস্বরূপ অপরিহার্য করে তোলা: These measures were predicated by the Government’s determination to streamline production.
- English Word predicative Bengali definition [প্রিডিকাটিভ্ America(n) প্রেডিকেইটিভ] (adjective) (ব্যাকরণ 'noun' বা 'adjective' সম্বন্ধে 'attributive(ly)- এর বিপরীত) সম্পূর্ণ বিধেয় বা বিধেয়ের অংশবিশেষরূপে ব্যবহৃত হয় এমন; বিধেয়: predicative adjective, বিধেয় বিশেষণ।
- English Word predict Bengali definition [প্রিডিক্ট্] (Verb transitive) ভবিষ্যদ্বাণী করা: predict a good harvest. prediction [প্রিডিক্শ্ন্] (noun) [Uncountable noun, countable noun] ভবিষ্যদ্বাণী; ভাবীকথন; ভবিষ্যৎবাক্য। predictable [প্রিডিক্টাব্ল্] (adjective) ভবিষ্যৎবাচ্য; অগ্রকথনযোগ্য। predictor [প্রিডিক্টা(র্)] (noun) ভবিষ্যৎকথনের জন্য যন্ত্রপাতি বা কৌশল (যেমন যুদ্ধকালে বিমানবিধ্বংসী কামান কখন ব্যবহার করতে হবে তা নির্ধারণের জন্য যন্ত্রপাতি); ভাবীকথক; অগ্রকথক। predictability [প্রিডিক্টাবিলাটি] (noun) ভবিষ্যৎবাচ্যতা; অগ্রকথনযোগ্যতা।
- English Word predigest Bengali definition [প্রীডাইজেস্ট্] (verb transitive) (খাদ্য) সহজে হজম হয় এমনভাবে প্রক্রিয়াজাত করা; পূর্বজারিত করা: predigested food for babies.