• Bengali Word ham English definition [হ্যাম্] (noun) [countable noun] লবণ মাখিয়ে শুকানো বা আগুনে ঝলসানো শূকরের রান; [uncountable noun] শূকরের মাংস: a slice of ham.
    (২) [countable noun] (প্রধানত জীবজন্তু সম্বন্ধে) ঊরুর পশ্চাদ্ভাগ বা পিছনের দিক। (৩) (অপশব্দ) কমদামি বা নিম্নমানের অভিনেতা; যে ব্যক্তি শখের বশে বা অপেশাদারি ভিত্তিতে বেতার সংকেত প্রেরণ ও গ্রহণ করে: (attributive(ly)) ham actors/acting/radio. Ham-handed/Ham-fisted (adjective) হস্তচালনায় অপটু। □ (verb transitive), (verb intransitive) ham (up) (কথ্য) ইচ্ছা করে কৃত্রিম, অতিরঞ্জিতভাবে আচরণ করাবা অভিনয় করা।