P পৃষ্ঠা ৫৭
- English Word pompous Bengali definition [পমপাস্] (adjective) সাড়ম্বর; আড়ম্বরপূর্ণ; জাঁকালো; দাম্ভিক; আত্মম্ভরি; দম্ভী; অতিপ্রতাপী: a pompous officer; pompous language, বাগাড়ম্বর। pomposity [পম্পসাটি] (noun) [uncountable noun, countable noun] দাম্ভিকতা; আড়ম্ভরতা; আত্মম্বরিতা।
- English Word ponce Bengali definition [পন্স্] (noun) যে পুরুষ বেশ্যার সঙ্গে থাকে এবং তার উপার্জনে জীবিকানির্বাহ করে; বেশ্যাশ্রিত। ponce about/around (British/Britain) (অনানুষ্ঠানিক) অযথা সময় অতিবাহিত বা নষ্ট করা: Stop ponching about.
- English Word poncho Bengali definition [পন্চো] (noun) (plural ponchos [পন্চোজ্]) প্রাবরণ হিসেবে পরিধেয়-মাথা গলানোর জন্য মাঝখানে ছিদ্রযুক্ত বৃহৎ বস্ত্রখণ্ড; পানিনিরোধক বস্তুতে তৈরি অনুরূপ পোশাক; পন্চো।
- English Word pond Bengali definition [পন্ড্] (noun) (বিশেষত গবাদি পশুর জলপানের জন্য) পুকুর; ডোবা; পল্বল।
- English Word ponder Bengali definition [পন্ডা(র্)] (verb transitive), (verb intransitive) ponder (over) বিবেচনা করা; ভেবে দেখা: We shall ponder over the matter.
- English Word ponderable Bengali definition [পন্ডারাব্ল্] (adjective) (পদার্থবিদ্যা) মাপা বা ওজন করা যায় এমন। □ (noun) (plural) যেসব ঘটনা, অবস্থা ইত্যাদি হিসাবের মধ্যে আনা যায়; বিভাবনীয় ঘটনা/অবস্থা।
- English Word ponderous Bengali definition [পন্ডারাস্] (adjective) (১) ভারী; ভারবান; গুরুভার; স্থূলকায়; পৃথুল: ponderous movements, গজেন্দ্রগামিতা; গদাইলশকরি চাল। (২) (রচনাশৈলী) নীরস; আয়াশসাধ্য; গদাইলশকরি। ponderously (adverb) ভারী চালে, গজেন্দ্রগমনে ইত্যাদি।
- English Word pone Bengali definition [পোন্] (noun) (অপিচ corn pone) (বিশেষত উত্তর আমেরিকার ইন্ডিয়ানদের রীতিতে তৈরি) ভুট্টার রুটি।
- English Word poniard Bengali definition [পনিআড্] (noun) ছুরি; কৃপাণ; ছোরা।
- English Word pontiff Bengali definition [পন্টিফ্] (noun) (১) পোপ। (২) (প্রাচীন প্রয়োগ) বিশপ; প্রধান যাজক; মুখ্য পুরোহিত।
- English Word pontifical Bengali definition [পন্টিফিক্ল্] (adjective) (১) পোপ বা বিশপ সম্বন্ধীয়। (২) (সাড়ম্বরভাবে) কর্তৃত্বব্যঞ্জক; পরাক্রান্ত। □ (noun) (plural) গির্জার কোনো কোনো উৎসব অনুষ্ঠানে বিশপ ও কার্ডিনালের পরিধেয় আনুষ্ঠানিক পোশাক-পরিচ্ছদ ও পদাধিকার লক্ষণসমূহ; লেবাস।
- English Word pontificate Bengali definition [পন্টিফিকেইট্] (noun) বিশপের বিশেষত পোপের পদ; তাঁদের পদাধিকারকাল ও ধর্মাধ্যক্ষতা। □ (verb intransitive) [পন্টিফিকেইট্] নিজেকে অভ্রান্ত বা প্রমাদাক্ষমরূপে জাহির করা।
- English Word pontoon 1 Bengali definition [পনটূন্] (noun) (১) প্রশস্ততল নৌকাবিশেষ। (২) নদীর উপর দিয়ে চলাচলপথের নিচে স্থাপিত এ ধরনের নৌকা কিংবা ভাসমান, ফাঁপা ধাতব কাঠামো: a pontoon bridge.
- English Word pontoon 2 Bengali definition [পন্টূন্] (noun) [Uncountable noun] এক ধরনের তাসখেলা; পন্টুন।
- English Word pony Bengali definition [পোনি] (noun) (plural ponies) (১) টাট্টু; টাট্টুঘোড়া। pony-tail (noun)- ১৯৫০- এর দশকে বালিকাদের জনপ্রিয় কেশবিন্যাস রীতি; লম্বা চুল মাথার পিছনে গোছা করে বাঁধা; অশ্বপুচ্ছ। pony-trekking (noun) [Uncountable noun] টাট্টুর পিঠে চড়ে আনন্দযাত্রা। (২) (British/Britain অপশব্দ)- ২৫ পাউন্ড। (৩) (America(n) অপশব্দ) =crib 2 (২)।
- English Word poodle Bengali definition [পূড্ল্] (noun) ঘন কোঁকড়া লোমওয়ালা কুকুর; এদের লোম ছেঁটে অনেক সময়ে বিচিত্র নকশা করা হয়; পুডল।
- English Word poof Bengali definition [পূফ্] (noun) =pouf (২).
- English Word pooh Bengali definition [পূ] (interjection) অসহিষ্ণুতা, অবজ্ঞা বা দুর্গন্ধের দরুন ঘৃণা প্রকাশ করে; থু; উহ!
- English Word pooh-pooh Bengali definition [পূ পূ] (verb transitive) (ভাব, চিন্তা ইত্যাদির প্রতি) অবজ্ঞা প্রকাশ করা; নাক সিটকানো।
- English Word pool 1 Bengali definition [পূল্] (noun) (১) বিশেষত প্রাকৃতিকভাবে সৃষ্ট স্রোতহীন, জলমগ্ন ক্ষুদ্র এলাকা; ডোবা: The rainstorm fast night has left pools on the road. (২) কোনো কিছুর উপরিভাগে সঞ্চিত পানি বা অন্য কোনো তরল পদার্থ; কুণ্ড: a pool of blood. (৩) (swimming-) pool সাঁতার কাটার জন্য শান বাঁধানো, জলপূর্ণ বৃহৎ গর্তবিশেষ; সাঁতারকুণ্ড। (৪) নদীর যে অংশে জল গভীর ও শান্ত; খাঁড়ি।