P পৃষ্ঠা ৫৬
- English Word polynomial Bengali definition [পলিনোমিআল্] (adjective) (বীজগণিত) দুইয়ের অধিক পদবিশিষ্ট; বহুপদ।
- English Word polyp Bengali definition [পলিপ্] (noun) (প্রাণীবিদ্যা) (১) অতি অপরিণত দেহযন্ত্রবিশিষ্ট জলচর জীববিশেষ; বহুপদী: Coral is formed by certain types of polyp. (২) (বিশেষত নাকের ক্ষেত্রে) (শারীরবিদ্যা) কোনো অস্বাভাবিক বৃদ্ধি। দ্রষ্টব্যpolypus.
- English Word polyphony Bengali definition [পালিফানি] (noun) [Uncountable noun] (সংগীত)= counterpoint; একই সময়ে একাধিক স্বয়ংসম্পূর্ণ সুরের সমবায়; উক্ত রীতিতে সংগীত রচনা; বহুস্বরতা। polyphonic [পলিফনিক্] (adjective) বহুস্বরিক।
- English Word polypod Bengali definition [পলিপড্] (noun) বহুপদপ্রাণী।
- English Word polypus Bengali definition [পলিপাস] (noun) (plural polypuses [পলিপাসিজ্], polypi [পলিপাই]) (প্যাথলজি) সাধারণত দেহতন্তু পর্যন্ত বিস্তৃত আকর্ষীসদৃশ একাধিক নালিবিশিষ্ট অর্বুদ বা ব্রণ; বহুনাল ব্রণ; (নাকে হলে) নাসা।
- English Word polystyrene Bengali definition [পলিস্টাইরীন্] (noun) [Uncountable noun] বিশেষত বাক্স ইত্যাদি বানাতে একধরনের হালকা, মজবুত প্লাস্টিক উপাদান (এটি একটি উত্তম অন্তরক); পলিস্টাইরিন: a polystyrene cup.
- English Word polysyllable Bengali definition [পলিসিলাব্ল্] (noun) একাধিক (সাধারণত তিনের অধিক) স্বরবিশিষ্ট শব্দ। polysyllabic [পলিসিল্যাবিক্] (adjective) বহুস্বরযুক্ত বা স্বতঃউচ্চার্য ধ্বনিযুক্ত।
- English Word polytechnic Bengali definition [পলিটেক্নিক্] (noun) (কথ্য সংক্ষেপ 'poly' [পলি]) বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তিঘটিত বিষয়ে পূর্ণকালীন বা খণ্ডকালীন উচ্চশিক্ষার প্রতিষ্ঠান; পলিটেকনিক।
- English Word polytheism Bengali definition [পলিথীজাম্] (noun) [Uncountable noun] একাধিক ঈশ্বরে বিশ্বাস; একাধিক ঈশ্বরের উপাসনা; বহুঈশ্বরবাদ; বহুদেববাদ। polytheistic [পলিথীইস্টিক্] (adjective) বহুঈশ্বরবাদী; বহুদেববাদী।
- English Word polythene Bengali definition [পলিথীন্] (noun) [Uncountable noun] পানিনিরোধক মোড়ক, অন্তরক ইত্যাদির জন্য ব্যাপকভাবে ব্যবহৃত প্লাস্টিক উপাদানবিশেষ; পলিথিন।
- English Word polyunsaturated Bengali definition [পলিঅ্যান্স্যাচারেইটেড্] (adjective) (উদ্ভিজ্জ ও প্রাণীজ স্নেহপদার্থ) বিশেষ রাসায়নিক সংগঠনের কারণে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল উৎপাদনের সঙ্গে জড়িত নয় এমন: Polyunsaturated margarige is very popular now.
- English Word pom Bengali definition [পম্] (noun) (সংক্ষেপ)=pommy.
- English Word pomace Bengali definition [পামিস্] (noun) (আপেলের রস নিষ্কাশিত করতে) আপেলের মণ্ড; (রস নিষ্কাশিত করার পর) আপেলের ছোবড়া; যেকোনো ছোবড়া।
- English Word pomade Bengali definition [পামা:ড্ America(n) পোমেইড্] (noun) [Uncountable noun] চুলে ব্যবহার করার সুবাসিত মলম। □ (verb transitive) put pomade on.
- English Word pomegranate Bengali definition [পমিগ্র্যানিট্] (noun) ডালিম; দাড়িম্ব; ডালিম গাছ: pomegranate juice/seeds.
- English Word pomelo Bengali definition [পমিলোউ] (noun) (plural pomelos [পমিলোউজ্]) লেবুজাতীয় বৃহৎ ফলবিশেষ।
- English Word pomiculture Bengali definition [পোমিকালচা(র্)] (noun) ফলের চাষ।
- English Word pommel Bengali definition [পম্ল্] (noun) (১) ঘোড়ার জিনের যে বাঁকানো অংশ সামনের দিকে উঁচু হয়ে থাকে। (২) তরবারির বাঁটের মাথা। □ (noun) [পাম্ল্] (verb transitive) (pommelled, pommelling, pommels America(n) অপিচ pommeled, pommeling, pommels )=pummel.
- English Word pomp Bengali definition [পম্প্] (noun) জাঁকজমক; আড়ম্বর; ধুমধাম; ঘটা; ঠাঁট: The ceremony was full of the usual pomp.
- English Word pompom Bengali definition [পম্পম্] (noun) শোভাবৃদ্ধির জন্য টুপি, পোশাক বা জুতার সঙ্গে পরিহিত পালক, রেশম বা ফিতার গুচ্ছ।