• Bengali Word bone English definition [বোউন্‌] ১ [Countable noun] হাড় বা অস্থি; মাছের কাঁটা; (plural) কঙ্কাল; দেহাবশেষ।
    bone of contention ঝগড়া বা বিবাদের কারণ: That piece of land was the bone of contention between the two brothers. a bag of bones কৃশকায় বা হাড্ডিসার কোনো ব্যক্তি বা প্রাণী। bred in the bones দৃঢ়মূল; বদ্ধমূল। all skin and bones অস্থিচর্মসার। (as) dry as bone শুষ্ক; (লাক্ষণিক) নীরস; কাটখোট্টা। feel in one’s bone that নিশ্চিতভাবে অনুভব বা ধারণা করা: There’s going to be a great danger, I can feel it in my bones. to have a bone to pick (with) somebody (কারো সঙ্গে) তর্ক বা নালিশ করার মতো (কারো কাছে) কোনো ব্যাপার থাকা। make no bones about (doing) something কোনো কাজ করতে সংকোচ না করা। frozen/chilled to the bone সম্পূর্ণভাবে; হাড়ে-হাড়ে; অন্তরতম প্রদেশ পর্যন্ত: I can’t wait here any more, I’m frozen to the bone. (২) [Uncountable noun] যে শক্ত পদার্থ দ্বারা হাড় বা অস্থি গঠিত। (৩) (plural) (প্রাচীন প্রয়োগ) (পাশা ইত্যাদি) খেলার ছক্কা (সাধারণত হাড়ের তৈরি)। (৪) (যৌগশব্দ) bone china ধবধবে সাদা চীনামাটির তৈজসপত্র (যা বানাতে করতে চীনামাটির সঙ্গে হাড়চূর্ণ মেশানো হয়)। bone dust/powder হাড়ের চূর্ণ। bone dry (adjective) হাড়ের মতো শুষ্ক। bone-head (noun) (অপশব্দ) বোকা লোক। bone idle/-lazy (adjective) পুরোপুরি অলস। bonemeal সার হিসেবে ব্যবহৃত হাড়ের গুঁড়া। bonesetter (noun) যে ব্যক্তি স্থানচ্যূত হাড়কে যথাস্থানে লাগাতে পারে। boneshaker (noun) (কথ্য) রাবারের টায়ারবিহীন পুরনো সাইকেল; পুরনো লক্করঝক্কর মোটরগাড়ি; বাস বা পশুটানা গাড়ি। boneweary ভীষণভাবে পরিশ্রান্ত। boned (adjective) হাড়যুক্ত: big boned, strong boned. boney (adjective) কৃশকায়; অস্থিসার। boneless (adjective) অস্থিহীন; (লাক্ষণিক) মেরুদণ্ডহীন। □(verb transitive) (১) মাছের কাঁটা বা মাংসের হাড়-ছাড়ানো। (২) (অপশব্দ) চুরি করা। (৩) boneup on (a subject) (অপশব্দ) কোনো বিষয়ে সম্বন্ধে অনুসন্ধান করা ও তথ্য সংগ্রহ করা।