• Bengali Word pay 2 English definition [পেই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle paid [পেইড্]) (adverb, parts preps -সহ বিশেষ প্রয়োগের জন্য দ্রষ্টব্য ৬) ১ pay somebody; pay for something; pay somebody for something; pay somebody something; pay something (to somebody) (for something) কোনো দ্রব্য বা বস্তু অথবা সেবার বিপরীতে কাউকে টাকা দেওয়া: I pay him 1000 taka per month.
    You do not have to pay the bills. Have you paid for the tickets? Service charges have been paid. (২) পুরস্কার বা ক্ষতিপূরণ দেওয়া: This enterprise will not pay you in future. Do not worry you will receive the pay. Honesty pays in the long run. (৩) ধার পরিশোধ করা: A good amount of debts remains to be paid. put paid to something (কথ্য) সমাধান করা; কোনো কিছু চূড়ান্তভাবে শেষ করা যাতে আর কোনো সমস্যা না হয়। (৪) pay (to) কারো প্রতি মনোযোগ দেওয়া বা শ্রদ্ধা প্রদর্শন করা: Pay attention to the chief guest. We pay homage to our martyrs. He did not pay any respect to the jury’s decision. Pay heed to the advice of your superiors. (৫) (প্রবচন) pay one’s way ধারকর্জ না-করা। pay through the nose, দ্রষ্টব্য nose 1 (১). pay-as-you-earn (abbreviation PAYE) (British/Britain) (আয় থেকে) নিয়োগকর্তা কর্তৃক আয়কর কর্তনের পদ্ধতি। payable [পেইআব্‌ল্‌] (adjective) যা আবশ্যিকভাবে প্রদেয়; প্রদানযোগ্য। payee [পেইঈ] (noun) যে ব্যক্তির কাছে কিছু দেওয়া হয়। payer [পেইআর] (noun) যে ব্যক্তি প্রদান করেন; যাকে দিতে হয়। (৬) pay away হাত থেকে দড়ি স্খলিত হতে দেওয়া। pay something back ঋণকৃত অর্থ পরিশোধ করা। pay somebody back/out (for something) শাস্তি দেওয়া; উচিত শিক্ষা দেওয়া; কারো উপর প্রতিশোধ গ্রহণ করা। pay back in one’s own coins সমুচিত/প্রতিতুলনীয় প্রতিশোধ নেওয়া। pay down যথাস্থানেই নগদ পরিশোধ করা। pay for (ক) কোনো কিছুর বিনিময়ে দাম শোধ করা:(খ) কষ্ট বা ক্ষতি স্বীকার করা: You have to pay for your negligence. pay something in; pay something into something নিজের বা অন্য কারো হিসাবে ব্যাংকে (টাকা) গচ্ছিত রাখা; তহবিলে চাঁদা দেওয়া: pay the money into Company’s account. pay its way লাভজনক হওয়া। pay somebody off (ক) কাউকে তার বেতন/মজুরি দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া; (খ) সব পাওনা মিটিয়ে দেনামুক্ত হওয়া; (গ) প্রতিহিংসা চরিতার্থ করা। pay something out (ক) সব ধরনের ব্যয় চূড়ান্ত করতে টাকা প্রদান করা: If you want to join your new assignment you have to pay out here earlier; (খ) বাঁধন খুলে বা আলগা করে দেওয়া যাতে সহজে দড়ি নিচে পড়ে যেতে পারে। pay up পুরো বেতন/ধার শোধ করা; পাওনা মিটিয়ে দেওয়া: If you don’t pay up, I’ll take you to court.