P পৃষ্ঠা ১
- English Word P, p Bengali definition [পী] ইংরেজি বর্ণমালার ষোড়শ বর্ণ। mind one’s p’s and q’s শালীনতা ক্ষুণ্ণ না-করার ব্যাপারে সতর্ক থাকা।
- English Word pa Bengali definition [পা:] (noun) papa- এর কথ্যসংক্ষেপ।
- English Word pace Bengali definition [পেইস্] (noun) [Countable noun] (১) পদক্ষেপ। (২) হাঁটা বা দৌড়ানোর বেগ; (লাক্ষণিক) অগ্রগতির হার। go at a good pace দ্রুতবেগে যাওয়া। go the pace (ক) প্রচণ্ড বেগে যাওয়া। (খ) (লাক্ষণিক) (বিশেষত আমোদফুর্তিতে) টাকা উড়ানো। keep pace with (somebody/something) (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) (কারো বা কোনোকিছুর সঙ্গে) পাল্লা দিয়ে চলা: It’s becoming increasingly difficult for a layman to keep pace with the developments in modern science. set the pace (for somebody) (কারো জন্য) গতিবেগ নির্ধারণ করে দেওয়া। pace-maker (noun) (ক) (অপিচ pace-setter) যে চালক বা দৌড়বিদ প্রতিযোগিতায় অন্যদের জন্য গতিবেগের দৃষ্টান্ত স্থাপন করে। (খ) দুর্বল বা অনিয়মিত হৃদস্পন্দন কাটিয়ে ওঠার জন্য ব্যবহৃত ইলেকট্রনিক বা বৈদ্যুতিক যন্ত্রবিশেষ। (৩) (বিশেষত ঘোড়া) চলনের বা দৌড়ের ধরন। put a person through his paces কারো ক্ষমতা ইত্যাদি যাচাই করে দেখা। □(verb intransitive), (verb transitive) (১) ধীর বা নিয়মিত পদক্ষেপে হাঁটা: pace up and down; (ঘোড়া) স্বচ্ছন্দগতিতে চলা। (২) এরূপ স্বচ্ছন্দগতিতে এপাশ থেকে ওপাশ যাওয়া; পায়চারি করা: pace a room. (৩) pace something off/out কয়বার পা ফেলা হচ্ছে তা গুনে; মাপা: pace out a room. (৪) (প্রতিযোগিতায়) গতিবেগের দৃষ্টান্ত স্থাপন করা।
- English Word pachyderm Bengali definition [প্যাকিডাম্] (noun) (হাতি, গণ্ডারজাতীয়) স্থূলচর্ম চতুষ্পদী জন্তু: They say the planned pachyderm Forest.
- English Word pacific Bengali definition [পাসিফিক্] (adjective) শান্তিপূর্ণ; শান্ত; শান্তিকামী বা শান্তিপ্রিয়। pacifically [পাসিফিক্লি] (adverb)
- English Word Pacific Ocean Bengali definition [পাসিফিক ওউশন] (noun) প্রশান্ত মহাসাগর। এটি পৃথিবীর বৃহত্তম মহাসাগর। আয়তন ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার বা পৃথিবীর সমস্ত ভূমিপৃষ্ঠের চেয়ে আয়তনে বেশি: How deep is the Pacific Ocean?
- English Word pacification Bengali definition [প্যাসিফিকেইশ্ন্] (noun) [Uncountable noun] শান্তকরণ বা শান্ত হওয়া; শান্তি প্রতিষ্ঠা।
- English Word pacifism Bengali definition [প্যাসিফিজাম্] (noun) [Uncountable noun] শান্তিবাদ। pacifist [প্যাসিফিইস্ট্] (noun) শান্তিবাদী।
- English Word pacify Bengali definition [প্যাসিফাই] (verb transitive) শান্ত করা; প্রশমিত করা; হিংসা বা সন্ত্রাসের পরিসমাপ্তি ঘটানো।
- English Word pack 1 Bengali definition [প্যাক্] (noun) (১) বোঁচকা; গাঁটরি; (America(n)) ছোট মোড়ক বা পুঁটলি; প্যাকেট। packhorse, pack-animal (noun(s)) বাক্সপেটরা বহনে ব্যবহৃত ঘোড়া; মালবাহী (যেকোনো) প্রাণী। pack-saddle (noun) মাল বহনের জন্য ফিতাওয়ালা জিন। pack-thread (noun) বোঁচকা, মোড়ক প্রভৃতি বাঁধা বা সেলাইয়ের শক্ত দড়ি বা সুতা। (২) একত্রে রাখা শিকারি কুকুরের দল: a pack of hounds; একত্রে বিচরণ করা বন্য প্রাণীর দল: Some wild animals go about in packs. (৩) (সাধারণত অবজ্ঞার্থে) দল; গুচ্ছ: a pack of thieves, চোরের দল; a pack of lies, মিথ্যার ঝুড়ি। (৪) (সাধারণত ৫২) তাসের পুরো প্যাক। (৫) রাগবিতে দলের সম্মুখভাগের খেলোয়াড়গণ। (৬) pack-ice (noun) সমুদ্রে ভাসমান বৃহদাকার তুষারখণ্ডের ঝাঁক। (৭) এক মৌসুমে প্যাকেটজাত মাছ, মাংস, ফলের পরিমাণ: this year’s pack of shrimp.
- English Word pack 2 Bengali definition [প্যাক্] (verb transitive), (verb intransitive) (১) pack (up) (in/into) বাক্স, বোঁচকা, ব্যাগ ইত্যাদিতে (জিনিসপত্র) পোরা; বাক্সবন্দি করা; বাক্স ইত্যাদি বোঝাই করা; জিনিসপত্র গুছিয়ে যাত্রার জন্য তৈরি হওয়া: Bushra began to pack her clothes. Fahim has packed (up) his things. I must begin packing at once. These framed photographs won’t pack easily, সহজে বাক্সে ভরা যাবে না। pack one’s bags (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) যাওয়ার জন্য তৈরি হওয়া। pack it in (অপশব্দ) কোনো কাজ ছেড়ে দেওয়া; কোনো কাজ শেষ করা। pack up (কথ্য) যন্ত্রপাতি ইত্যাদি সরিয়ে রাখা; কাজ বন্ধ করা: It’s time to pack up, কাজ বন্ধ করার সময় হয়েছে; One of the aircraft’s engines packed up, (অপশব্দ) ইনজিন ফেল করল। (২) pack into ঠাসাঠাসি হয়ে (কোনো স্থানে) ভিড় করা; অনেক কিছু দিয়ে (কোনো সময়) পূর্ণ করা: People packed into the already overcrowded train compartment. Pack a lot of sightseeing into a single day. (৩) নিরাপদে রাখতে কিংবা ছিদ্রপথ বন্ধ করতে কোনো কিছুর ভিতরে বা চারদিকে নরম পদার্থের আবরণ দেওয়া: glass packed in straw; pack a leaking joint. (৪) pack somebody off; send somebody packing বিনাবাক্যে (কাউকে) বিদায় করা। (৫) সংরক্ষণের উপযোগী করে তৈরি করে (মাংস, ফল) টিনজাত করা। (৬) সব সময় অনুকূল সিদ্ধান্ত নেবে এমন সদস্য কমিটির জন্য বেছে নেওয়া। packer (noun) যে ব্যক্তি বা মেশিন মোড়ক বাঁধাই করে; (সাধারণত plural) যে বাজারে বিক্রির জন্য মাংস, ফল ইত্যাদি টিনজাত করে।
- English Word package Bengali definition [প্যাকিজ্] (noun) মোড়ক; পারসেল; (লাক্ষণিক কথ্য) বিস্তারিত পরিকল্পনা। package deal/offer (noun) (কথ্য) আলোচনা বা গ্রহণ করার জন্য প্রদত্ত প্রস্তাবাবলি। package tour ট্রাভেল এজেন্ট বা ভ্রমণসহায়ক কোম্পানি কর্তৃক নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে যে প্রমোদভ্রমণের ব্যবস্থাদি আগেই সম্পন্ন করে রাখা হয়। □ (verb transitive) মোড়কে রাখা; (কোনো কিছুর) বিস্তারিত পরিকল্পনা তৈরি করা।
- English Word packet Bengali definition [প্যাকিট্] (noun) (১) ছোট মোড়ক বা বান্ডিল; প্যাকেট: a packet of letters; a packet of 10 cigarettes. (২) packet (-boat) ডাকবাহী স্টিমার। ৩ (অপশব্দ) প্রচুর টাকা: make a packet. (৪) সেনা (অপশব্দ) ঝঞ্ঝাট: catch/stop/get a packet; (বিশেষত) গুরুতর আহত হওয়া।
- English Word packing Bengali definition [প্যাকিঙ্] (noun) [Uncountable noun] মোড়ক বাঁধাই; কাচের মতো হালকা সামগ্রী নিরাপদে প্যাকেটজাত করতে অথবা ছিদ্রপথ ইত্যাদি বন্ধ করতে ব্যবহৃত বস্তু। packing-case (noun) প্যাকবাক্স। packing-needle (noun) মোড়ক প্রভৃতি সেলাইয়ে ব্যবহৃত বড় সুচ।
- English Word pact Bengali definition [প্যাক্ট্] (noun) চুক্তি; সন্ধি: a peace pact.
- English Word pad 1 Bengali definition [প্যাড্] (noun) (১) আঘাত কমানো বা আরাম বা কোনো কিছুর আকৃতির উন্নয়নে ব্যবহৃত নরম বস্তু; প্যাড। (২) ক্রিকেটজাতীয় খেলায় শরীরের বিভিন্ন অংশে ব্যবহৃত প্যাড। (৩) লেখার প্যাড। (৪) (অপিচ ink-pad) কালির প্যাড। (৫) (কুকুর, বিড়াল, বাঘ ইত্যাদি প্রাণীর) পায়ের তলার তুলতুলে মাংসল অংশ। (৬) (সাধারণত lanuching pad) রকেট বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ। (৭) (অপশব্দ) বিছানা; শোবার ঘর; (কোনো বাসার) একক ঘর বা অ্যাপার্টমেন্ট। □(verb transitive) (১) প্যাড ব্যবহার করা বা প্যাড লাগানো। (২) pad something out অপ্রয়োজনীয় বিষয় বা উপকরণ ব্যবহার করে (বাক্য, রচনা, বই ইত্যাদি) দীর্ঘতর করা: a sentence padded out with adjectives. padding [প্যাডিঙ্] (noun) [Uncountable noun] প্যাড তৈরির উপকরণ বা বাক্য প্রভৃতি অহেতুক দীর্ঘ করার জন্য ব্যবহৃত উপকরণ।
- English Word pad 2 Bengali definition [প্যাড্] (verb intransitive), (verb transitive) পদব্রজে ভ্রমণ করা; পায়ে হেঁটে পথচলা: He lost all his money and had to pad it home.
- English Word paddle 1 Bengali definition [প্যাড্ল্] (noun) (১) কানু- নৌকা চালাতে ব্যবহৃত ছোট চ্যাপটা দাঁড়; বৈঠা; প্যাডেল। (২) হালকা টানে দাঁড় বাওয়া। (৩) paddle-box (noun) প্যাডেল-চাকার উপরের অংশের জন্য কাঠের ঢাকনা। paddle-steamer (noun) প্যাডেল-চাকায় চালিত স্টিমার। paddle-wheel (noun) বাষ্পচালিত স্টিমারে ব্যবহৃত প্যাডেল-চাকা। (৪) প্যাডেল বা বৈঠা আকৃতির যেকোনো বস্তু। □(verb transitive), (verb intransitive) বৈঠা বেয়ে (কানু) নৌকা চালানো; হালকা টানে বৈঠা বাওয়া। paddle one’s own canoe নিজেই নিজের নৌকা বাওয়া; কেবল নিজের উপর নির্ভর করা; স্বনির্ভর হওয়া।
- English Word paddle 2 Bengali definition [প্যাড্ল্] (verb intransitive) অল্পপানিতে খালি পায়ে হাঁটা; (সমুদ্রতীরে শিশুরা যেমন হাঁটে): a paddling pool. □ (noun) এমন হাঁটার কাজ বা সময়।
- English Word paddock Bengali definition [প্যাডাক্] (noun) (১) বিশেষত ঘোড়ার অনুশীলনে ব্যবহৃত ঘাসে ঢাকা ছোট মাঠ। (২) (ঘোড়দৌড়ের মাঠে) ঘোড়দৌড় শুরুর আগে ঘিরে রাখা যে তৃণক্ষেত্রে ঘোড়াগুলো জড়ো করে প্রদর্শন করা হয়।