O পৃষ্ঠা ২৩
- English Word oven Bengali definition [আভ্ন্] (noun) (১) রুটি প্রভৃতি সেকার চুল্লি; তন্দুর। (২) রসায়নে ব্যবহৃত ক্ষুদ্রাকার ভাটি বা চুল্লি। ovenware [আভ্ন্ওএআ(র্)] (noun)[uncountable noun] ভাটিতে ব্যবহারের জন্য তাপনিরোধক পাত্র: ovenware pottery.
- English Word over 1 Bengali definition [ওউভা(র্)] (adverb) (১) (খাড়া অবস্থান থেকে বা এক পার্শ্ব থেকে অন্য অথবা ভিন্ন পার্শ্বে বিচলন নির্দেশ করে): The old man fell over on the stone step. She knocked the glass over. I gave him a push and over he went, পড়ে গেল: She turned over in bed; turn somebody over on his face; turn over a page, পাতা উলটানো। (২) (ঊর্ধ্বে ও বহির্মুখে গতিনির্দেশ করে): the milk boild over. My father was boiling over with rage. (৩) শুরু থেকে শেষ পর্যন্ত; আগাগোড়া: He said he would look the papers over, আগাগোড়া পড়ে দেখবে। think something over, ভাল করে ভেবে দেখা। (৪) (পুনরাবৃত্তি নির্দেশ করে): count something over, আবার গুনে দেখা। (all) over again দ্বিতীয়বারের মতো (শুরু থেকে): We had to do it all over again. over and over again বারবার: I warned her over and over again not to trust that young man. (৫) (রাস্তা, মাঠ, দূরত্ব ইত্যাদি) পেরিয়ে বা অতিক্রম করে: take something over to a certain place, কোনোকিছু কোথাও নিয়ে যাওয়া: ask somebody over, কাউকে বেরিয়ে যেতে বলা; We rowed the boat over to the other side of the river. come over, বেড়াতে এসো। over against (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) (ক) বিপরীত দিকে: The new five-star hotel rose over against the shacks of the refugees.(খ) বিপরীতে: The luxury of the rich over against the suffering of the poor. (৬) অবশিষ্ট: Six into twenty goes three times and two over. If there’s any rice (left) over, give it to the beggar. (৭) তদতিরিক্ত; তদূর্ধ্ব; Children of ten and over, দশ ও তদূর্ধ্ব বয়সের ছেলেমেয়েরা। (৮) যা যথোচিত; স্বাভাবিক; সমীচীন; তার অতিরিক্ত: grieve over much, অতিরিক্ত দুঃখ করা; be over polite, অতিরিক্ত ভদ্রতা করা। (৯) (দলবদল, হাতবদল ইত্যাদি নির্দেশ করে): go over to the enemy, শত্রুপক্ষে যোগ দেওয়া; The father made his business over to the son, ছেলের হাতে দিল। Over (to you)! (রেডিও; টেলিগ্রাফি ইত্যাদিতে) এবার তোমার/আপনার বলার পালা। (১০) সর্বত্র; সর্বাংশে বা সর্বাঙ্গে: I was aching all over, আমার সর্বাঙ্গে ব্যথা করছিল; He is famous all the world over, তিনি সারাবিশ্বে খ্যাত; That’s Mizan all over একেই বলে মিজান, অর্থাৎ এই কাজে/কথায় তার সব বৈশিষ্ট্য ফুটে উঠেছে। □ (adjective) সমাপ্ত; শেষ; সর্বস্বান্ত; নিঃশেষিত: It’s all over With him, তার সবকিছু শেষ হয়ে গেছে, তার আর (জীবনের) আশা নেই ইত্যাদি; The meeting was over before five. Our sufferings will soon be over.
- English Word over 2 Bengali definition [ওউভা(র্)] (preposition(al)) (১) (কোনোকিছুর) উপরিভাগে ন্যস্ত থেকে এবং আংশিক বা সম্পূর্ণভাবে আবৃত করে; (এ অর্থে শব্দটি above দ্বারা প্রতিস্থাপনযোগ্য নয়); She spread a cloth over the table. (২) উচ্চতর তলে; উপরে (এ অর্থে above দ্বারা প্রতিস্থাপনযোগ্য): hold an umbrella over/above one’s head. (৩) (উচ্চতর কর্তৃত্ব বা পদমর্যাদা নির্দেশ করে): Mr. Ahsan was over me in the office. Rashid had little command over his passions. (৪) প্রতিটি অংশে; He is very popular all over Dhaka. A strong cold wind is blowing over the northern part of the country. (৫) এক পার্শ্ব থেকে অন্য পার্শ্বে; অন্য পার্শ্বে; speak over one’s shoulder, (পিছনের দিকে) মুখ ঘুরিয়ে বা ঘাড় ঘুরিয়ে কথা বলা; look over a garden, বাগান পেরিয়ে, বাগানের অন্যদিকে দেখা; I heard a muffled cry from over the crumbling wall (জীর্ণ দেওয়ালের অন্যদিক থেকে): He has bought that house over the way (রাস্তার উলটা দিকের বাড়িটা)। (৬) (সময়) পার করে; পেরিয়ে: He asked me to stay over Friday, (শুক্রবার পেরিয়ে শনিবার পর্যন্ত)। (৭) পেরিয়ে অন্য পাশে: Climb over a wall, দেওয়াল পেরিয়ে অন্য পাশে যাওয়া। (৮) (under-এর বিপরীতে) বেশি: He stayed with us (for) over a week, এক সপ্তাহের বেশি; She is over thirty, তিরিশ বছরের বেশি। over and above এছাড়া; তাছাড়া; উপরন্তু; অধিকন্তু: two yearly bonuses over and above the salary. (৯) কোনোকিছুর সূত্রে; কোনোকিছুতে ব্যাপৃত থাকাকালে; কোনোকিছু নিয়ে: I went to sleep over my books, পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম; How long will you be over it? এটা করতে কতদিন লাগবে? We talked about the future of our children over (a cup of) tea; (চা খেতে খেতে/চা পানকালে); They quarreled over the ownership of the house, বাড়ির মালিকানা নিয়ে।
- English Word over 3 Bengali definition [ওউভা(র্)] (noun) (ক্রিকেট) প্রতি দফায় একজন বোলার যে কয়বার বল ছুড়তে পারে (সাধারণত ৬ বার)।
- English Word over- Bengali definition [ওউভা(র্)] (prefix) অতিরিক্ত; অতি: over-polite, অতিভদ্র; over-tired, অতিরিক্ত ক্লান্ত, over-heated, অতিরিক্ত গরম, (অনুরূপভাবে, আলোচ্য prefix সহযোগে গঠিত সব যৌগশব্দের বেলায় over-এর স্থলে অতি বা অতিরিক্ত বসিয়ে পূর্ণ অর্থ পাওয়া যাবে। যথা: (adjective(s)) over-abundant অতিপ্রাচুর্যময়। over-active অতিমাত্রায় তৎপর বা অতিমাত্রায় সক্রিয়। over-ambitious অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী। over-anxious অতিমাত্রায় উদ্বিগ্ন। over-bold অতিসাহসী। over-busy অতিব্যস্ত। over-careful অতিসতর্ক। over-cautious অতিসতর্ক; অতিসাবধানী। over-confident অতিআস্থাবান। over-credulous অতিমাত্রায় বিশ্বাসপ্রবণ। over-critical অতিরিক্ত খুঁতখুঁতে; অতিমাত্রায় ছিদ্রান্বেষী। over-curious অতিমাত্রায় কৌতূহলী। over-delicate অতিনম্র; অতিসূক্ষ্ম; অতিমাত্রায় স্পর্শকাতর। over-eager অতিব্যগ্র। over-emotional অতিমাত্রায় আবেগপ্রবণ। over-enthusiastic অতিউৎসাহী। over-excited অতিমাত্রায় উত্তেজিত। over-familiar অতিঘনিষ্ঠ। over-fond অতিআসক্ত; অতিমাত্রায় অনুরাগী। over-full অত্যধিক পূর্ণ; অতিরিক্ত বোঝাই। over-generous অতিউদার। over-greedy অতিলোভী। over-jealous অতিহিংসুটে; অত্যধিক ঈর্ষাপরায়ণ। over-modest অতিনম্র; অতিবিনয়ী; অতিলাজুক। over-nervous অতিঘাবড়ানো; অতিমাত্রায় বিচলিত। over-proud অতিঅহংকারী। over-ripe অতিরিক্ত পাকা; অতিপক্ব। over-sensitive অতিরিক্ত স্পর্শকাতর; অত্যধিক সংবেদনশীল। over-serious অত্যধিক গুরুচেতা; অতিরিক্ত সিরিয়াস। over-suspicious অতিমাত্রায় সন্দেহপ্রবণ; অতিসন্দিগ্ধ। over-zealous অতিউৎসাহী; অতিআগ্রহী। □ (noun(s)) over-anxiety অতিরিক্ত উদ্বেগ। over-confidence অতিরিক্ত আস্থা। over-credulity অত্যধিক বিশ্বাসপ্রবণতা। over-exertion মাত্রাতিরিক্ত শ্রম বা খাটুনি। over-exposure শীতে, গ্রীষ্মে, রোদ-বৃষ্টি-ঝড়ে অতিরিক্ত মাত্রায় উন্মুক্ত বা অবারিত রাখা; (ফটোগ্রাফি) মাত্রাধিক আলোকসম্পাত। over-indulgence অত্যধিক প্রশ্রয়। over-payment পাওনার অধিক প্রদান। over-population মাত্রাধিক জনসংখ্যা; জনসংখ্যার আধিক্য। over-production প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন; অত্যুৎপাদন। over-strain অত্যধিক খাটুনি। over-tolerance অতিসহিষ্ণুতা। □ (verb(s)) over-burden অতিরিক্ত ভার চাপানো; অতিরিক্ত বোঝাই করা। over-cook অতিরিক্ত জ্বাল দেওয়া বা সিদ্ধ করা বা ভাজা। over-eat অতিভোজন করা। over-emphasize অত্যধিক জোর দেওয়া; অত্যধিক গুরুত্ব আরোপ করা। over-estimate হিসাবে বেশি করে ধরা। over-exert অতিরিক্ত খাটানো; অতিরিক্ত শ্রম দেওয়া। over-expose অতিরিক্ত অবারিত রাখা; অতিরিক্ত আলোকসস্পাত করা। over-heat অতিমাত্রায় গরম করা। over-indulge অতিরিক্ত প্রশ্রয় দেওয়া। over-praise অত্যধিক প্রশংসা করা। over-produce মাত্রাধিক উৎপাদন করা। over-simplify অতিসরল করা। over-strain অতিরিক্ত খাটা; অতিরিক্ত শ্রম দেওয়া। over-value মাত্রাধিক মূল্য দেওয়া; প্রকৃত মূল্য অপেক্ষা অধিক নির্ধারণ করা বা আরোপ করা।
- English Word overact Bengali definition [ওউভা্র্অ্যাক্ট্] (verb intransitive), (verb transitive) অতিরঞ্জিত অভিনয় করা; অতিঅভিনয় করা: overact one’s part.
- English Word overall 1 Bengali definition [ওউভার্ওল্] (adjective) সার্বিক: overall measurement.
- English Word overall 2 Bengali definition [ওউভার্ওল্] (noun) (১) (British/Britain) পরিহিত জামাকাপড় ঢেকে রাখে এমন ঢিলা পোশাক (খেলাধুলার সময় ছোট ছেলেমেয়েরা যেমন পরে থাকে)। (২) (plural) পরিহিত অন্যান্য পোশাকে যাতে ময়লা না-লাগে তার জন্য ভারী শক্ত কাপড় দিয়ে তৈরি ঢিলা ফুলপ্যান্ট বা ট্রাউজারবিশেষ যার সামনের অংশ কোমর ছাড়িয়ে বুক বরাবর উঠানো এবং সরু ফিতা বা স্ট্র্যাপ দিয়ে কাঁধ পেঁচিয়ে লাগানো থাকে।
- English Word overarch Bengali definition [ওউভার্আ:চ্] (verb intransitive), (verb transitive) (কোনোকিছুর উপর) ধনুকাকৃতি খিলানের মতো থাকা বা ধনুকাকৃতি খিলান সৃষ্টি করা: Tall trees overarched the road.
- English Word overarm Bengali definition [ওউভার্আ:ম্] (adjective), (adverb) (ক্রিকেট প্রভৃতি খেলায়) কাঁধের উপর দিয়ে হাত ঘোরানো; কাঁধের উপর দিয়ে হাত ঘুরিয়ে: bowling overarm
- English Word overawe Bengali definition [ওউভার্ও] (verb intransitive) ভয়ে অভিভূত করা; ভয়ে বা শ্রদ্ধায় অভিভূত হওয়া: overawed into submission.
- English Word overbalance Bengali definition [ওউভাব্যালান্স্ (verb transitive), (verb intransitive) ভারসাম্য হারানো; ভারসাম্য নষ্ট করা; পড়ে যাওয়া: The acrobat overbalanced and fell from the tight rope.
- English Word overbear Bengali definition [ওউভাবেআ(র্)] (verb transitive) (যুক্তিতর্ক বা কর্তৃত্বের জোরে অথবা বলপ্রয়োগে) অভিভূত বা পরাভূত করা: His objections were overborne in the argument. overbearing (adjective) কর্তৃত্বপূর্ণ; অন্যদেরকে নিজের ইচ্ছার বশকারী; অন্যের উপর প্রভুত্ব বিস্তারকারী; স্বেচ্ছাচারী: an overbearing manner. overbearingly (adverb)
- English Word overbid Bengali definition [ওউভাবিড্] (verb transitive), (verb intransitive) (১) (নিলামে) (অন্যের চেয়ে) উচ্চতর ডাক দেওয়া বা উচ্চতর মূল্য হাঁকা। (২) কোনোকিছুর প্রকৃতমূল্য অপেক্ষা অধিকতর দর হাঁকা। (৩) (ব্রিজ খেলায়) জুটি অথবা নিজের হাতের তাসের মানের তুলনায় উচ্চতর ডাক দেওয়া। (noun) [ওউভাবিড্] (নিলামে বা তাস খেলায়) অন্যের চেয়ে বা মান অথবা মূল্যের তুলনায় উচ্চতর ডাক।
- English Word overblown Bengali definition [ওউভাব্লোউন্] (adjective) (ফুল) অতিমাত্রায় প্রস্ফুটিত; গতরূপ; গতযৌবন।
- English Word overboard Bengali definition [ওউভাবোড্] (adverb) জাহাজ বা নৌকার কিনার থেকে/কিনার পেরিয়ে পানিতে: fall overboard; throw somebody overboard, (লাক্ষণিক) কাউকে পরিত্যাগ করা, সমর্থন বা সহায়তাদান বন্ধ করা ইত্যাদি।
- English Word overbore Bengali definition [ওউভাবো(র্)] overborne [ওউভাবোন্] দ্রষ্টব্য overbear.
- English Word overburden Bengali definition [ওউভাবাড্ন্] (verb transitive) মাত্রাতিরিক্ত ভার চাপানো; অতিরিক্ত বোঝাই করা: overburdened with grief.
- English Word overcall Bengali definition [ওউভাকোল্] (verb transitive), (verb intransitive) =overbid (৩).
- English Word overcapitalize, overcapitalise Bengali definition [ওউভাক্যাপিটালাইজ্] (verb transitive) (কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা কোম্পানির) মূলধন অতিরিক্ত বাড়িয়ে নির্ধারণ বা নিরূপণ করা। overcapitalization, overcapitalisation [ওউভাক্যাপিটালাইজেইশ্ন্ America(n) ওউভাক্যাপিটালিজ্ইশ্ন্] (noun)