O পৃষ্ঠা ২৪
- English Word overcast Bengali definition [ওউভাকা:স্ট্ America(n) ওউভাক্যাস্ট্] (adjective) (আকাশ) মেঘাচ্ছন্ন; (লাক্ষণিক) বিষণ্ণ; মলিন; বেদনার্ত।
- English Word overcharge Bengali definition [ওউভাচা:জ্] (verb transitive), (verb intransitive) অতিরিক্ত দাম চাওয়া: Some grocers will always overcharge. (২) অতিরিক্ত ভরা; অতিরিক্ত ভার চাপানো বা অতিরিক্ত চার্জ দেওয়া: overcharge a gun; overcharge an electric circuit. □ (noun) [ওউভাচা:জ্] [countable noun] মাত্রাতিরিক্ত গোলাবারুদ; বিদ্যুতের মাত্রাতিরিক্ত আধান বা চার্জ; অতিরিক্ত দাম।
- English Word overcoat Bengali definition [ওউভাকোউট্] (noun) ঠাণ্ডা আবহাওয়ায় ঘরের বাইরে পরিধেয় লম্বা কোট; ওভারকোট।
- English Word overcome Bengali definition [ওউভাকাম্] (verb transitive) (১) পরাভূত করা; দমন করা: overcome an enemy; overcome temptation. (২) দুর্বল করা: be overcome by fatigue.
- English Word overcompensate Bengali definition [ওউভাকম্পেন্সেইট্] (verb intransitive) overcompensate (for) (ভুলত্রুটি ইত্যাদি) সংশোধন করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলা: He overcompensated for the loss she suffered for his sake. overcompensation (noun)
- English Word overcrop Bengali definition [ওউভাক্রপ্] (verb intransitive) অতিরিক্ত ফসল ফলানো (যার ফলে জমির উর্বরতা ক্ষয় হয়)।
- English Word overcrowd Bengali definition [ওউভাক্রাউড্] (verb transitive) অতিমাত্রায় ভিড় করা: an overcrowded bus; people from rural areas overcrowding the cities.
- English Word overdo Bengali definition [ওউভাডূ] (verb transitive) (১) বাড়াবাড়ি করা; অতিরঞ্জন করা; অতিরঞ্জিত অভিনয় করা: He overdid his part in the play. overdo it (ক) অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি করা: The doctor advised him to do a little jogging in the morning, but he overdid it and made himself ill.(থ) অতিরঞ্জন করা; নিজের উদ্দেশ্যসাধনে বা অভীষ্ট বস্তু অর্জনে বাড়াবাড়ি করা: He values folk culture, but sometimes he seems to overdo it. (২) অতিরিক্ত জ্বাল দেওয়া বা সিদ্ধ করা বা ভাজা: overdone mutton.
- English Word overdose Bengali definition [ওউভাডোউস্] (noun) (সাধারণত ওষুধ) অত্যধিক বা অপরিমিত মাত্রা: take an overdose. [ওউভাডোস্] (verb transitive) overdose somebody (with something) কারো উপর (কিছু) অতিমাত্রায় প্রয়োগ করা।
- English Word overdraft Bengali definition [ওউভাড্রা:ফট্ America(n) ড্র্যাফট্] (noun) ব্যাংক থেকে গচ্ছিত টাকার অতিরিক্ত যে পরিমাণ অর্থ গ্রহণ করা হয়; ওভারড্রাফট।
- English Word overdraw Bengali definition [ওউভাড্রো] (verb transitive), (verb intransitive) (১) ব্যাংক থেকে গচ্ছিত টাকার অতিরিক্ত গ্রহণ করা; ওভারড্রাফট নেওয়া: overdraw on one’s account. (২) অতিরঞ্জন করা: Characters in a romance are almost always overdrawn, জীবনধর্মী নয়।
- English Word overdress Bengali definition [ওউভাড্রেস্] (verb transitive), (verb intransitive) অতিরিক্ত জমকালো সাজে সাজা; অত্যধিক বেশভূষা করা।
- English Word overdrive Bengali definition [ওউভাড্রাইভ্] (noun) গতি না কমিয়েও শক্তিক্ষয় কমিয়ে আনতে মোটরগাড়ির গিয়ার বক্সে বসানো যন্ত্রবিশেষ।
- English Word overdue Bengali definition [ওউভাডিউ America(n) ওউভাডূ] (adjective) (আগমন, পাওনা পরিশোধ ইত্যাদির জন্য) নির্ধারিত সময়োত্তীর্ণ: The train is overdue, আসতে দেরি করছে; These bills are all overdue, পরিশোধ করা হয়নি।
- English Word overflow Bengali definition [ওউভাফ্লোউ] (verb transitive), (verb intransitive) (১) উপর দিয়ে প্রবাহিত হওয়া; কিনার বা সীমানা ছাপিয়ে প্রবাহিত হওয়া; প্লাবিত করা; স্বাভাবিক চৌহদ্দি পেরিয়ে ছড়িয়ে পড়া: The river overflowed its banks. The overhead tank is overflowing. The crowds overflow the barriers; an overflowing meeting, প্রধান সভাকক্ষে যাদের স্থানসংকুলান হয় না তাদের জন্য যে সভা আয়োজিত হয়। (২) overflow with উপচে পড়া; ছাপিয়ে ওঠা: a heart overflowing with compassion.(noun) তরল পদার্থের (কোনোকিছুর উপর দিয়ে) প্রবাহিত হওয়া; প্লাবন; প্রাপ্তিযোগ্য স্থান; চৌহদ্দি ইত্যাদি ছাড়িয়ে যা ছড়িয়ে পড়ে: overflow of population.
- English Word overfly Bengali definition [ওউভাফ্লাই] (verb transitive) (শহর, দেশ ইত্যাদির) উপর দিয়ে উড়ে যাওয়া: The plane overflew Dhaka.
- English Word overgrown Bengali definition [ওউভাগ্রোউন্] (adjective) (১) অত্যাধিক বেড়ে ওঠা: an overgrown boy. (২) বেড়ে ওঠা কোনোকিছুর দ্বারা আবৃত: a garden overgrown with weeds.
- English Word overgrowth Bengali definition [ওউভাগ্রোইথ্] (noun) (১) [Uncountable noun, Countable noun] যা বেড়ে উঠেছে: an overgrowth of weeds. (২) [Uncountable noun] অতিবৃদ্ধি: Overgrowth very often causes weakness.
- English Word overhand Bengali definition [ওউভাহ্যান্ড্] (adjective) (ক্রিকেটজাতীয় খেলায়) কাঁধের উপর দিয়ে হাত ঘোরানো; (সাঁতার) হাত ও বাহু পানির উপরে তুলে: the overhand stroke.
- English Word overhang Bengali definition [ওউভাহ্যাঙ্] (verb transitive), (verb intransitive) (১) (কোনোকিছুর উপর) ঝুলে থাকা; তাকে বা আচ্ছাদনের মতো (কোনোকিছুর উপর) উঠে আসা: A balcony overhang the narrow passage. (২) বিপদ-আপদের লক্ষণ প্রদর্শন করা; আসন্ন বা ঘনায়মান হওয়া: overhanging dangers. (noun) যে অংশ (কোনোকিছুর উপর) ঝুলে থাকে: The overhang of a roof.