O পৃষ্ঠা ২৬
- English Word overplay Bengali definition [ওউভাপ্লেই] (verb transitive) overplay one’s hand (জুয়া বা তাস খেলায় নিজের শক্তিকে বড় করে দেখে) ক্ষমতাবহির্ভূত ঝুঁকি নেওয়া।
- English Word overpower Bengali definition [ওউভাপাউআ(র্)] (verb transitive) দমন বা অভিভূত করা; প্রবলতর শক্তি বা বৃহত্তর সংখ্যা দ্বারা পরাভূত করা: The thief was overpowered by the nightguard. overpowering (adjective) অত্যন্ত প্রবল; অত্যধিক শক্তিশালী: overpower grief.
- English Word overprint Bengali definition [ওউভারপ্রিন্ট্] (verb transitive) (ডাকটিকিটের মতো মুদ্রিত বস্তুর উপর) অতিরিক্ত লেখা, ছাপ বা ছবি ছাপানো; অতিমুদ্রণ করা। (noun) [ওউভারপ্রিন্ট্] এরূপ অতিমুদ্রিত বস্তু।
- English Word overrate Bengali definition [ওউভারেইট্] (verb transitive) অত্যধিক মূল্য আরোপ করা: The teacher overrated the ability of his students. I believe his last book has been overrated by the critics.
- English Word overreach Bengali definition [ওউভারীচ্] (verb transitive) (১) কৌশলে হারানো। (২) overreach oneself অত্যধিক উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে নিজের অভীষ্ট সাধনে ব্যর্থ হওয়া বা নিজের স্বার্থ ক্ষুণ্ণ করা।
- English Word override Bengali definition [ওউভারাইড্] (verb transitive) (অন্যের অভিমত, সিদ্ধান্ত, ইচ্ছা, অধিকার ইত্যাদি) পদদলিত করা বা অগ্রাহ্য করা: The husband always overrides the wishes of the wife.
- English Word overrule Bengali definition [ওউভারূল] (verb transitive) (উচ্চতর কর্তৃত্বের বলে) বাতিল বা খারিজ করা: The Supreme Court overruled the decision of the High Court.
- English Word overrun Bengali definition [ওউভারান্] (verb transitive) (১) ছড়িয়ে পড়া ও দখল বা বিধ্বস্ত করা: The country was overrun by the enemy. (২) (কোনো নির্দিষ্ট সীমা) ছাড়িয়ে যাওয়া: The meeting overran by an hour and a half.
- English Word oversea(s) Bengali definition [ওউভাসী(জ্)] (adjective) সমুদ্রের অপর পারের (দেশে, দেশ থেকে, দেশের জন্য) : oversea(s) trade, বহির্বাণিজ্য। (adverb): live oversea(s), সমুদ্রের অপর পারের দেশে, অর্থাৎ বিদেশে থাকা।
- English Word oversee Bengali definition [ওউভাসী] (verb transitive) তত্ত্বাবধান করা; দেখাশোনা করা। overseer [ওউভাসিআ(র্)] (noun) শ্রমিকসর্দার বা কর্মীসর্দার; তত্ত্বাবধায়ক।
- English Word oversexed Bengali definition [ওউভাসেক্সট্] (adjective) অস্বাভাবিক যৌনতাড়না সম্পন্ন; কামোন্মক্ত; কামান্ধ।
- English Word overshadow Bengali definition [ওউভাশ্যাডোউ] (verb transitive) (কোনোকিছুর উপর) ছায়া ফেলা; ছায়াবৃত করা; (লাক্ষণিক) ঔজ্জ্বল্য, বিশিষ্টতা, গুরুত্ব ইত্যাদি হরণ করা; ম্লান করা।
- English Word overshoe Bengali definition [ওউভাশূ] (noun) জল-কাদা থেকে রক্ষায় জুতার উপর দিয়ে পরা রাবারের জুতা। দ্রষ্টব্যgaloshes.
- English Word overshoot Bengali definition [ওউভাশূট্] (verb transitive) (লক্ষ্যবস্তুর) বাইরে বা উপর দিয়ে নিক্ষেপ করা; (লাক্ষণিক) বেশি দূরে যাওয়া বা ছাড়িয়ে যাওয়া: overshoot the runway, (বিমান) রানওয়ে ছাড়িয়ে যাওয়া।
- English Word overshot Bengali definition [ওউভাশট্] (adjective) overshot wheel উপর থেকে পড়া পানির চাপের সাহায্যে চালিত ঢাকা।
- English Word overside Bengali definition [ওউভাসাইড্] (adverb) (জাহাজ ইত্যাদির) পাশ দিয়ে বা পাশ পেরিয়ে: discharge cargo overside, জাহাজের পাশ দিয়ে মাস খালাস করা; জাহাজে নামিয়ে দেওয়া।
- English Word oversight Bengali definition [ওউভাসাইট্] (noun) (১) [Uncountable noun] (অমনোযোগ বা অসাবধানতাবশত) কোনোকিছু চোখ এড়িয়ে যাওয়া; [countable noun] এরূপ ভুলের দৃষ্টান্ত। (২) সজাগ দৃষ্টি; সতর্ক বা সতত পর্যবেক্ষণরত সেবা: under the oversight of a nurse.
- English Word oversimplify Bengali definition [ওউভাসিমপ্লিফাই] (verb transitive), (verb intransitive) (সমস্যা, প্রকৃত ঘটনা ইত্যাদিকে) অতিরিক্ত সরল করে বলা বা উপস্থাপন করা; অতিসরল করা। oversimplification [ওউভাসিমপ্লিফিকেইশন্] (noun) [Uncountable noun, Countable noun] অতিসরলীকরণ; অতিসরলীকরণের দৃষ্টান্ত।
- English Word oversleep Bengali definition [ওউভাস্লীপ্] (verb intransitive) অতিরিক্ত সময় ঘুমানো; জেগে ওঠার সঠিক সময়ের পরও ঘুমানো: I overslept and was late for work.
- English Word overspill Bengali definition [ওউভাস্পিল্] (noun) যা পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে বা উপচিয়ে পড়ে; (বিশেষত) বাড়তি লোক বা বাড়তি জনসংখ্যা: a new township for Dhaka’s overspill.