O পৃষ্ঠা ২২
- English Word outskirts Bengali definition [আউট্স্কাট্স্] (noun) (plural) (বিশেষত শহরের) প্রান্তদেশ: on the outskirts of Pabna.
- English Word outsmart Bengali definition [আউট্স্মা:ট্] (verb transitive) (কথ্য) বুদ্ধিতে, চতুরালিতে ছাড়িয়ে যাওয়া।
- English Word outspoken Bengali definition [আউট্স্পোউকান্] (adjective) স্পষ্টবাদী; খোলাখুলি: be outspoken in one’s speech. outspokenly (adverb) outspokenness (noun)
- English Word outspread Bengali definition [আউট্স্প্রেড্] (adjective) প্রসারিত: with outspread arms.
- English Word outstanding Bengali definition [আউটস্ট্যান্ডিঙ্] (adjective) (১) বিশিষ্ট: The outstanding features of a culture; an outstanding scholar in medieval history. (২) (সমস্যা, কাজ, দেনা ইত্যাদি) এখনো করা হয়নি বা হাত দেওয়া হয়নি এমন; বাকি: outstanding debts; work still outstanding. (৩) [আউট্স্ট্যান্ডিঙ্] (noun) প্রলম্বিত বা বেরিয়ে থাকা: a man with large outstanding ears. outstandingly (adverb) বিশিষ্টভাবে বা বিশিষ্ট মাত্রায়: outstanding efficient.
- English Word outstation Bengali definition [আউট্স্টেইশ্ন্] (noun) দূরবর্তী অবস্থান।
- English Word outstay Bengali definition [আউট্স্ট্রেই] (verb transitive) (কারো চেয়ে) বেশি সময় থাকা: The quest from Chittagong outstayed the other quests. outstay one’s welcome অতিরিক্ত সময় থাকা; আদর ফুরিয়ে যাওয়ার পরেও থাকা।
- English Word outstretched Bengali definition [আউট্স্ট্রেচ্ট্] (adjective) প্রসারিত: with outstretched arms.
- English Word outstrip Bengali definition [আউট্স্ট্রিপ্] (verb transitive) (কারো চেয়ে) বেশি ভালো করা; দৌড়ে (কাউকে) পিছনে ফেলে যাওয়া: At the end the hare was outstripped by the tortoise.
- English Word outvote Bengali definition [আউট্ভোউট্] (verb transitive) (কারো চেয়ে) বেশি ভোট পাওয়া।
- English Word outward Bengali definition [আউট্ওআড্] (adjective) (১) বাহ্যিক: outward appearance. (২) বহির্গামী; বহির্মুখী: outward voyage. □ (adverb) (অপিচ outwards) [আউট্ওআডজ্] বাইরের দিকে; ঘর অথবা কেন্দ্র থেকে দূরে: be bent outwards; a ship which is outward bound, বন্দর ছেড়ে-যাওয়া জাহাজ। outwardly (adverb) বাহ্যত; আপাতদৃষ্টিতে: Despite the loss he appeared outward calm.
- English Word outwear Bengali definition [আউট্ওএআ(র্)] (verb transitive) (১) বেশিদিন টেকসই হওয়া: My shoes are going to outwear your shoes. (২) ক্ষয় বা জীর্ণ করা; নিঃশেষ করা। (attributive(ly)) হলে এই বিশেষ অর্থে ব্যবহার past participle তে হবে): outworn quotations, অতিব্যবহৃত উদ্ধৃতি।
- English Word outweigh Bengali definition [আউট্ওএই] (verb transitive) ওজনে, দামে বা গুরুত্বে অধিকতর হওয়া: His weakness for alcohol outweighs his efficiency.
- English Word outwit Bengali definition [আউট্উইট্] (verb transitive) চালাকিতে পরাস্ত করা; চালাকির মাধ্যমে হারানো।
- English Word outwork Bengali definition [আউট্ওআক্] (noun) দুর্গের বহির্ভাগে নির্মিত রক্ষণব্যূহের অংশবিশেষ: The outworks of a castle.
- English Word outworn Bengali definition [আউট্ওওন্] outwore [আউট্ওও(র্)],= outwear-এর past tense ও past participle
- English Word ova Bengali definition [ওউভা] (noun) ovum-এর plural
- English Word oval Bengali definition [ওউভ্ল্] (noun), (adjective) ডিম্বাকার (ক্ষেত্র বা নকশা); উপবৃত্তাকার।
- English Word ovary Bengali definition [ওউভারি] (noun) স্ত্রীজাতীয় প্রাণিদেহের ডিম্বকোষ বা ডিম্বাশয়; উদ্ভিদের বীজকোষ।
- English Word ovation Bengali definition [ওউভেইশ্ন্] (noun) [countable noun] উচ্ছ্বসিত সংবর্ধনা: give somebody a standing ovation.