O পৃষ্ঠা ২০
- English Word outgrowth Bengali definition [আউট্গ্রোউথ্] (noun) [countable noun] (১) স্বাভাবিক বিকাশ পরিণতি বা ফল। (২) যা কোনোকিছু থেকে উৎপন্ন বা উদ্গত হয়; উপবৃদ্ধি; প্রশাখা: an outgrowth on a tree.
- English Word outherod Bengali definition [আউট্ হেরাড্] (verb transitive) (যিশুখ্রিস্টের জন্মকালে Herod নামে অত্যন্ত নিষ্ঠুর, অত্যাচারী এক রাজা প্যালেস্টাইনের শাসক ছিলেন; এর থেকে) অত্যাচারে, নিষ্ঠুরতায় (কাউকে) ছাড়িয়ে যাওয়া।
- English Word outhouse Bengali definition [আউট্হাউস্] (noun) প্রধান ভবনসংলগ্ন ছোট ঘর; বাইরের ঘর; উপগৃহ।
- English Word outing Bengali definition [আউটিঙ্] (noun) [countable noun] ঘরের বাইরে কাটানো; ছুটি; প্রমোদভ্রমণ: an outing to the seaside.
- English Word outlandish Bengali definition [আউট্ ল্যান্ডিশ্] (adjective) অদ্ভুত; ভিনদেশি: outlandish dress. outlandishly (adverb) outlandishness (noun)
- English Word outlast Bengali definition [আউটলা:স্ট্ America(n) [আউটল্যাস্ট্] (verb transitive) (কারো বা কোনোকিছুর তুলনায়) বেশিদিন বেঁচে থাকা বা টিকে থাকা।
- English Word outlaw Bengali definition [আউট্লো] (noun) (ইতিহাস) আইনের আশ্রয় থেকে বহিষ্কৃত ব্যক্তি; অপরাধী। (কাউকে) আইনের আশ্রয় থেকে বহিষ্কার করা; সমাজ থেকে বহিষ্কার করা। outlawry [আউট্লোরি] (noun) [Uncountable noun] আইন বা সমাজ থেকে বহিষ্কৃত হওয়া; আইন বা সমাজ থেকে বহিষ্কার।
- English Word outlay Bengali definition [আউট্লেই] (noun) [Uncountable noun] outlay (on) ব্যয়; খরচ; অর্থব্যয়; [Countable noun] ব্যয়িত অর্থ: a large outlay on/for rural health research.
- English Word outlet Bengali definition [আউট্লেট্] (noun) outlet (for) (১) পানি, বাষ্প ইত্যাদির নির্গমপথ, নির্গমদ্বার: an outlet for water. (২) (লাক্ষণিক) (অনুভূতি, শক্তি ইত্যাদির) বহিঃপ্রকাশের পন্থা বা সুযোগ: Young people need an outlet for their energles. (৩) (বাণিজ্য) যে দোকানে কোনো নির্দিষ্ট কোম্পানির উৎপাদিত সামগ্রী বিক্রয় করা হয় (কোনো নির্দিষ্ট কোম্পানির) বিক্রয়কেন্দ্র: Dhaka Dyeing has several outlets in the city.
- English Word outline Bengali definition [আউট্লাইন্] (noun) [Countable noun] (১) আকার বা সীমানা চিহ্নিতকারী রেখা (সমূহ) (attributive(ly)): an outline map of Bangladesh. (২) সংক্ষিপ্তসার; রূপরেখা: an outline for a lecture. An Outline of the History of Bengal, (পুস্তকের শিরোনাম) বাংলার ইতিহাসের রূপরেখা। □(verb transitive) নকশাচিত্রে অঙ্কন করা; সংক্ষিপ্তসার বা রূপরেখা প্রদান করা: outline of Bangladesh’s war of independence.
- English Word outlive Bengali definition [আউট্লিভ্] (verb transitive) (কারো চেয়ে) বেশিদিন বেঁচে থাকা: outlive one’s husband. (২) কোনোকিছু বিস্মৃত না-হওয়া পর্যন্ত বেঁচে থাকা: outlive a disgrace.
- English Word outlook Bengali definition [আউট্লুক্] (noun) (১) দৃশ্য: a pleasant outlook over the grassy plain. (২) যা ঘটতে পারে, ভবিষ্যতের আভাস: a bright outlook for cottage industry; (আবহাওয়ার পূর্বাভাস): further outlook, wet and cold. (৩) দৃষ্টিভঙ্গি, a man with a liberal outlook on life.
- English Word outlying Bengali definition [আউট্লাইইঙ্] (adjective) কেন্দ্র থেকে দূরবর্তী; প্রান্তবর্তী; প্রত্যন্ত: outlying villages, outlying districts.
- English Word outmanoeuvre Bengali definition (America(n)= outmaneuver) [আউটমানূভা(র্)] (verb transitive) উন্নততর কৌশল দিয়ে অভিভূত বা পরাভূত করা।
- English Word outmatch Bengali definition [আউট্ম্যাচ্] (verb transitive) প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা প্রভৃতিতে ছাড়িয়ে যাওয়া; শ্রেষ্ঠতর হওয়া: She was outmatched by her rival in every feminine attribute.
- English Word outmoded Bengali definition [আউট্মোউডিড্] (adjective) চল নেই এমন; ফ্যাশনবহির্ভূত।
- English Word outmost Bengali definition [আউটমোউস্ট্] (adjective)=outermost.
- English Word outnumber Bengali definition [আউটনামবা(র্)] (verb transitive) সংখ্যায় ছাড়িয়ে যাওয়া।
- English Word outpatient Bengali definition [আউট্পেইশ্ন্ট্] (noun) যে রোগী হাসপাতালে ভর্তি না-হয়ে সেখানে চিকিৎসার জন্য আসে; হাসপাতালের বহির্বিভাগীয় রোগী।
- English Word outplay Bengali definition [আউট্প্লেই] (verb transitive) কারো চেয়ে ভালো খেলা: The team was outplayed by our boys