I পৃষ্ঠা ৮
- English Word impermeable Bengali definition [ইমপামিআব্ল্] (adjective) impermeable (to) (আনুষ্ঠানিক) অপ্রবেশ্য (বিশেষত তরলপদার্থ); অভেদ্য।
- English Word impersonal Bengali definition [ইম্পাসান্ল্] (adjective) (১) নৈর্ব্যক্তিক; অনাত্ম্য: impersonal remarks. impersonal pronoun, one 4 your 2 এই দুটি সর্বনাম; নৈর্ব্যক্তিক সর্বনাম। (২) ব্যক্তি হিসেবে অস্তিত্ব নেই এমন; নৈর্ব্যক্তিক: impersonal forces. (৩) (ক্রিয়া) ভাববাচক; অকর্তৃবাচক। impersonally [ইম্পাসানালি] (adverb) নৈর্ব্যক্তিকভাবে।
- English Word impersonate Bengali definition [ইম্পাসানেইট্] (verb transitive) (১) (নাটক ইত্যাদিতে) (কোনো ভূমিকায়) অভিনয় করা। (২) নিজেকে অন্য মানুষ বলে পরিচয় দেওয়া; সাজা; (অন্য কেউ বলে) ভান করা। impersonation [ইম্পাসানেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] ছদ্মবেশিতা; ভূমিকা-অভিনয়: He gave some clever impersonates of well known men.
- English Word impertinent Bengali definition [ইম্পাটিনান্ট্] (adjective) (১) অবিনয়ী; ধৃষ্ট; প্রগল্ভ; অশিষ্ট: impertinent remarks; an impertinent reply. (২) অপ্রাসঙ্গিক; অসঙ্গত। impertinently (adverb) ধৃষ্টতার সঙ্গে; অপ্রাসঙ্গিকভাবে। impertinence [ইম্পাটিনান্স্] (noun) [uncountable noun] ধৃষ্টতা; প্রগল্ভতা; অপ্রাসঙ্গিকতা; [countable noun] ধৃষ্ট/প্রগল্ভ/অপ্রাসঙ্গিক মন্তব্য বা কার্যকলাপ।
- English Word imperturbable Bengali definition [ইম্পাটাবাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) নির্বিকার; অবিচলিতচিত্ত; শান্ত; অচঞ্চল। imperturbability [ইম্পাটাবাবিলাটি] (noun) নির্বিকারত্ব; অবিচলিতচিত্ততা; অপরিপ্লবত্ব; অচাঞ্চল্য।
- English Word impervious Bengali definition [ইম্পাভিআস্] (adjective) impervious (to) (১) (পদার্থ) অভেদ্য; অপ্রবেশ্য; অব্যাপ্য: Plastic raincoats are impervious to water. (২) (লাক্ষণিক) অবিচলিত; অনভিভূত; অভেদ্য: impervious to criticism/argument.
- English Word impetigo Bengali definition [ইম্পিটাইগোউ] (noun) [uncountable noun] ফুসকুড়িওয়ালা ছোঁয়াচে চর্মরোগবিশেষ; ছোঁয়াচে ঘা।
- English Word impetuous Bengali definition [ইম্পেচুআস্] (adjective) (১) উচ্চণ্ড বেগ; মহাবেগ; উদীর্ণবেগ। (২) ঝোঁকের বলে কাজ করার প্রবণতাসম্পন্ন; প্রবৃত্তিতাড়িত; অগ্রপশ্চাদ্বিবেচনাহীন: impetuous remarks/acts. impetuously (adverb) উদীর্ণবেগে; ঝোঁকের বশে; তাৎক্ষণিক উন্মাদনায়। impetuosity [ইমপেচুঅসাটি] (noun) [uncountable noun] উচ্চণ্ডতা; উগ্রতা; হঠাৎকার; অগ্রপশ্চাদ্বিবেচনাহীনতা [countable noun] (plural impetuosities) অগ্রপশ্চাদ্বিবেচনাহীন/হঠকারী কাজ, মন্তব্য ইত্যাদি।
- English Word impetus Bengali definition [ইম্পিটাস্] (noun) (plural impetuses) [ইম্পিটাসিজ্] (১) [uncountable noun] [countable noun] (বস্তুর) গতিশক্তি; সংবেগ। [countable noun] বেগ; গতি; চালিকাশক্তি; প্রণোদনা: an impetus to building activities.
- English Word impiety Bengali definition [ইম্পাইআটি] (noun) (আনুষ্ঠানিক) (১) [uncountable noun] অধর্ম; অধার্মিকতা; অভক্তি; অশ্রদ্ধা। (২) [countable noun] (plural impieties) অধর্মাচার; দুষ্কৃত; শ্রদ্ধাহীন মন্তব্য ইত্যাদি।
- English Word impinge Bengali definition [ইমপিন্জ্] (verb transitive) impinge on/upon (আনুষ্ঠানিক) অভিঘাত সৃষ্টি করা; আঘাত হানা। impingement (noun) অভ্যাঘাত।
- English Word impish Bengali definition [ইম্পিশ্] (adjective) শয়তানের বাচ্চা বা খুদে শয়তানের মতো; দুষ্টামিপূর্ণ; দুর্জনোচিত। impishly (adverb) দুর্জনোচিতরূপে impishness (noun) শয়তানি; দুষ্টামি; দুষ্টশীলতা।
- English Word implacable Bengali definition [ইম্প্ল্যাকাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) শান্ত করা যায় না এমন; অপ্রশম্য; নিষ্করুণ; কৃপাহীন: an implacable enemy; implacable hatred/love.
- English Word implant Bengali definition [ইম্প্লা:ন্ট্ America(n) পল্যান্ট্] (verb transitive) implant in (ভাব, অনুভূতি, ধারণা ইত্যাদি) উপ্ত/প্রোথিত করা: deeply implanted hatred; implant sound principles in the minds of children.
- English Word implement 1 Bengali definition [ইম্পলিমান্ট্] (noun) হাতিয়ার; অস্ত্র: farm implements; stone and bronze implements of primitive man.
- English Word implement 2 Bengali definition [ইম্পলিমান্ট্] (verb transitive) কার্যে পরিণত করা; বাস্তবায়িত করা: implement a scheme. implementation [ইম্প্লিমেন্টেইশ্ন্] (noun) নিষ্পাদন; বাস্তবায়ন।
- English Word implicate Bengali definition [ইম্প্লিকেইট্] (verb transitive) implicate (in) (আনুষ্ঠানিক) (অপরাধ ইত্যাদির সঙ্গে) জড়িত বলে দেখানো; জড়িত/বিজড়িত/সংসৃষ্ট করা: implicate officials in a bribery scandal. দ্রষ্টব্যinvolve.
- English Word implication Bengali definition [ইম্প্লিকেইশ্ন্] (noun) (আনুষ্ঠানিক) (১) [uncountable noun] (অপরাধ ইত্যাদির সঙ্গে) সংসৃষ্টকরণ; জড়ানো। (২) [countable noun] ব্যঞ্জনার্থ; নিহিত্যার্থ; উপলক্ষ্য: The implications of the statement are quite clear.
- English Word implicit Bengali definition [ইম্প্লিসিট্] (adjective) (আনুষ্ঠানিক) (১) implicit (in) ইশারাইঙ্গিতে প্রকাশিত; নিহিত; চাপা: an implicit threat; implicit in the contract. দ্রষ্টব্যexplicit. (২) অবিতর্কিত; অখণ্ড; অসংশয়: implicit belief. implicitly (adverb) ইঙ্গিতে; নিহিতভাবে।
- English Word implore Bengali definition [ইম্প্লো(র্)] (verb transitive) implore (for) করজোড়ে প্রার্থনা করা; ভিক্ষা চাওয়া; কাকুতিমিনতি/অনুনয় করা: implore a judge for mercy; implore a friend to help one; an imploring glance, মিনতিপূর্ণ দৃষ্টি। imploringly (adverb) সানুনয়ে; সকাতরে।