I পৃষ্ঠা ১০
- English Word imprecision Bengali definition [ইম্প্রিসিজ্ন] (noun) [uncountable noun] অযথার্থতা; অযথার্থ্য।
- English Word impregnable Bengali definition [ইম্প্রেগ্নাব্ল্] (adjective) দুর্জয়; অজেয়; অলঙ্ঘনীয়: an impregnable fortress; impregnable defences/arguments. impregnably [ইম্প্রেগ্নাব্লি] (adverb) দুর্জয়রূপে ইত্যাদি। impregnability (noun) [uncountable noun] দুর্জয়ত্ব; অজেয়তা; অলঙ্ঘনীয়তা।
- English Word impregnate Bengali definition [ইম্প্রেগ্নেইট America(n) ইমপ্রেগনেইট ] (verb transitive) impregnate (with) (১) গর্ভবর্তী/অন্তঃসত্ত্বা করা; (ডিম্বকোষ) নিষিক্ত করা। (২) পূর্ণ করা; সম্পৃক্ত করা: water impregnated with salt. (৩) (নৈতিক গুণাবলি, অনুভূতি) পরিনিষিক্ত করা।
- English Word impresario Bengali definition [ইম্পিসা:রিউ] (noun) (plural impresarios [ইম্পিসা:রিউজ্]) (১) অপেরা বা বাদকদলের কর্মাধ্যক্ষ; অধিকারী; প্রযোজক। (২) বাণিজ্যিক বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যয়ভারবহনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান; প্রযোজক।
- English Word impress Bengali definition [ইম্প্রেস্] (verb transitive) impress (on/upon)/(with) (১) ছাপ দেওয়া/ফেলা; মুদ্রিত/অঙ্কিত করা; মুদ্রাঙ্কিত করা: impress wax with a seal; impress a figure/design on something. (২) রেখাপাত করা; দাগ কাটা; নিষ্ঠিত হওয়া; মুদ্রিত/প্রোথিত/নিবেশিত হওয়া; His speech did not impress us; The candidate impressed me unfavourably, প্রার্থী সম্বন্ধে আমার মনে একটা অনুকূল ধারণা সৃষ্টি হয়েছে। □ (noun) [ইম্প্রেস্] ছাপ; মুদ্রা।
- English Word impression Bengali definition [ইম্প্রেশন্] (noun) [countable noun] (১) ছাপ; মুদ্রা: the impression of a seal on wax. (২) (খোদাই ইত্যাদির) মুদ্রণ। (৩) একবারে মুদ্রিত গ্রন্থসমূহ; মুদ্রণ: a first impression of 5000 copies. দ্রষ্টব্যedition. (৪) মনোগত বা অনুভূতিগত প্রতিক্রিয়া; চিত্তসংস্কার; মনঃসংস্কার; অন্তর্মুদ্রা; ধারণা; আভাস: It is my impression that... আমার ধারণা..., My first impression of New York was not very favourable. He got an uncavourable impression of the whole affair. The Prime Minister’s statement made a strong impression on the House, একটা জোরালো অভিঘাত সৃষ্টি করে। (৫) (অস্পষ্ট বা অনিশ্চিত) ধারণা, বিশ্বাস বা আভাস: It is my impression that she doesn’t want to see you. Be under the impression that... একটা অস্পষ্ট ধারণার বশবর্তী হওয়া; মনে হওয়া। impressionism [ইম্প্রেশনিজাম্] (noun) [uncountable noun] চিত্রকলা বা রচনার পদ্ধতিবিশেষ, যাতে আনুপঙ্খিকতা পরিহার করে একটি সামগ্রিক অভিঘাত সৃষ্টির চেষ্টা করা হয়; অন্তর্মুদ্রাবাদ। impressionist [ইম্প্রেশনিস্ট্] (noun) অন্তর্মুদ্রাবাদী। impressionistic [ইমপ্রেশানিস্টিক্] (adjective) (১) অন্তর্মুদ্রাবাদী; কেবল একটা সামগ্রিক আভাস দেয় এমন; অন্তর্মুদ্রণাশ্রয়ী; অন্তর্মুদ্রাসর্বস্ব।
- English Word impressionable Bengali definition [ইম্প্রেশানাবল্] (adjective) সহজে প্রভাবিত হয় এমন; সহজপ্রবণ; কাঁচা; কচি: children who are at the impressionable age, সহজপ্রবণ/কাঁচা বয়সের ছেলেমেয়েরা; an impressionable young lady, কোমলপ্রাণ বা সহজপ্রবণ তরুণী, যেমন যে তরুণী সহজে প্রেমে পড়ে।
- English Word impressive Bengali definition [ইম্প্রেসিভ্] (Adjective) মনের উপর গভীর ছাপ ফেলে এমন; হৃদয়গ্রাহী; চিত্তাকর্ষক an impressive ceremony.impressively (adverb) হৃদয়গ্রাহীরূপে। impressiveness (noun) হৃদয়গ্রাহিতা; চিত্তাকর্ষিতা।
- English Word imprimatur Bengali definition [ইমপ্রিমেইটা(র্)] (noun) (Roman Catholic গির্জা) কোনোকিছু মুদ্রণের দাফতরিক অনুমতি; মুদ্রণাজ্ঞা; (লাক্ষণিক) অনুমোদন; মঞ্জুরি।
- English Word imprint Bengali definition [ইম্প্রিন্ট্] (verb transitive) imprint with/on মুদ্রিত করা; ছাপ দেওয়া/মারা; ছাপানো: imprint a letter with a postmark; ideas imprinted on the mind, মনের উপর মুদ্রিত/হৃদয়নিষ্ঠ/হৃদয়নিবেশিত ভাবরাশি। □ (noun) [ইম্প্রিন্ট্] [countable noun] ছাপ; মুদ্রা; চিহ্ন; অঙ্ক: the imprint of a foot, পদাঙ্ক/পদচিহ্ন; the imprint of suffering, দুঃখদুর্দশার ছাপ; a publisher’s/printer’s imprint, বইয়ের নামপত্রে বা পশ্চাতে তার নাম ঠিকানা ইত্যাদি; প্রকাশকের/মুদ্রকের ছাপ।
- English Word imprison Bengali definition [ইম্প্রিজ্ন্] (verb transitive) কারারুদ্ধ করা/কয়েদ করা। imprisonment (noun) [uncountable noun] কারাবন্ধন; কারাবিরোধ; কয়েদ।
- English Word improbable Bengali definition [ইম্প্রবাব্ল্] (adjective) ঘটার বা সত্য হওয়ার সম্ভাবনারহিত; অভাবনীয়; অঘটনীয়; অসম্ভাব্য; অসম্ভাবনীয়; অসম্ভব; অসম্ভাবিত: an improbable story/result. improbably [ইম্প্রবাব্লি] (adverb) অভাবনীয়রূপে ইত্যাদি improbability [ইম্প্রবাবিলাটি] (noun) (১) [uncountable noun] অসম্ভাব্যতা; অভাবনীয়/অঘটনীয় বিষয়, ব্যাপার ইত্যাদি। [countable noun] (plural improbabilities)
- English Word impromptu Bengali definition [ইম্প্রম্পটিউ America(n) ইম্প্রম্পটু] (adjective), (adverb) প্রত্যুৎপন্ন; অযত্নপূর্ব; অচিন্ত্যপূর্ব; উপস্থিতমতো; প্রত্যুৎপন্নভাবে ইত্যাদি: an impromptu speech; speak impromptu. □ (noun) উপস্থিতভাবে রচিত বলে প্রতীয়মান সাংগীতিক রচনাবিশেষ; প্রত্যুৎপন্ন সংগীত।
- English Word improper Bengali definition [ইম্প্রপা(র্)] (adjective) (১) অনুপযুক্ত; অনুচিত; অনুপযোগী; অসঙ্গত; অসমীচীন: Such a fancy dress is improper at a funeral procession. (২) ভ্রান্ত; অযথার্থ; ভুল: improper diagnosis of disease. (৩) অশোভন; অশালীন; অশ্লীল: improper stories. improperly (adverb) অসঙ্গতভাবে, অসমীচীনভাবে।
- English Word impropriety Bengali definition [ইম্প্রাপ্রাইআটি] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] অনৌচিত্য; অযুক্ততা; অনুপযুক্তকতা; ভ্রান্তি; অযাথার্থ্য; [countable noun] (plural improprieties) অনুচিত/অযথার্থ/ভ্রান্ত কার্যকলাপ; মন্তব্য ইত্যাদি।
- English Word improve Bengali definition [ইম্প্রূভ] (verb transitive), (verb intransitive) (১) উন্নতিসাধন/উন্নতি বিধান/শ্রীবৃদ্ধি/উৎকর্ষবিধান করা; উন্নতি বা উৎকর্ষ লাভ করা। improve on/upon উৎকৃষ্টতর কিছু উৎপন্ন করা: He writes well; but you can always try to improve upon him. (২) সদ্ব্যবহার করা: improve the occasion. improvement (noun) (১) [uncountable noun] উন্নতিসাধন; উন্নতিবিধান; উন্নতি; উৎকর্ষ; উৎকর্ষসাধন; শ্রীবৃদ্ধি: Do you see any improvement in his composition? (২) [countable noun] উন্নতি বিধায়ক কিছু; সৌন্দর্য, উপযোগিতা; মূল্য ইত্যাদি বৃদ্ধি করে এমন কিছু; উন্নতি; উৎকর্ষ: Do you notice any improves in the town since your last visit?
- English Word improvident Bengali definition [ইম্প্রভিডান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) অপব্যয়ী; অদূরদর্শী; অপরিণামদর্শী। improvidently (adverb) অদূরদর্শিতাবশত; অপরিণামদর্শিতাবশত ইত্যাদি। improvidence [[ইম্প্রভিড্যান্স্] (noun) অপব্যয়; অদূরদর্শিতা; অপরিণামদর্শিতা; অদূরদৃষ্টি।
- English Word improvise Bengali definition [ইম্প্রভাইজ্] (verb transitive), (verb intransitive) (১) বাজাতে বাজাতে সুর সৃষ্টি করা কিংবা আবৃত্তি করতে করতে কবিতা রচনা করা; প্রত্যুৎপন্নভাবে/উপস্থিত মতো রচনা করা: The actor improvised most of his dialogues. (২) প্রয়োজনের মুহূর্তে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে তাৎক্ষণিকভাবে কিছু তৈরি করা বা জোগান দেওয়া; তাৎক্ষণিকভাবে উদ্ভাবন/প্রস্তুত করা: an improvised meal for unexpected guests, অপ্রত্যাশিত অতিথিদের জন্যতাৎক্ষণিকভাবে/প্রত্যুৎপন্নভাবে প্রস্তুত আহার্য; an improvised bed, প্রত্যুৎপন্নভাবে রচিত শয্যা। improvisation [ইম্প্রাভাইজেইশ্ন্ America(n) ইম্প্রাভিজেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] প্রত্যুৎপন্নমতিত্ব; উদ্ভাববনা।
- English Word imprudent Bengali definition [ইম্প্রূড্ন্ট্] (adjective) অবিমৃষ্যকারী; অবিবেচক; অবিচক্ষণ; হঠকারী: It was imprudent of him to trust the boy with such a big sum of money. imprudently (adverb) অবিমৃষ্যকারিতা-পূর্বক ইত্যাদি। imprudence [ইম্প্রূডান্স্] (noun) [uncountable noun] অবিমৃষ্যকারিতা; অবিবেচনা; অবিচক্ষণতা; হঠকারিতা; [countable noun] বিবেচনাশূন্য/হঠকারী/দুর্বিনীত কার্যকলাপ, মন্তব্য ইত্যাদি।
- English Word impudent Bengali definition [ইমপিউডান্ট্] (adjective) ধৃষ্ট; প্রগল্ভ; নির্লজ্জ: How dare you call me a liar, you impudent little twit! impudence [ইমপিউডান্স্] (noun) [uncountable noun] ধৃষ্টতা; প্রগল্ভতা; নির্লজ্জতা; ধৃষ্ট/প্রগলভ উক্তি বা কার্যকলাপ।