I পৃষ্ঠা ৭
- English Word impatient Bengali definition [ইম্পেইশ্ন্ট্] (adjective) (১) impatient (at something/with somebody) অসহিষ্ণু; অধৈর্য impatient at delay. impatient of something (আনুষ্ঠানিক) অসহিষ্ণু। (২) impatient (for something/to do something) (আনুষ্ঠানিক) অধীর; অস্থির; ব্যগ্র; উদগ্রীব impatient to make a start. impatiently (adverb) অসহিষ্ণুভাবে, অস্থিরভাবে ইত্যাদি। impatience [ইম্পেইশ্ন্শ্] (noun) [uncountable noun] অধৈর্য; ব্যগ্রতা; অধীরতা; অসহিষ্ণুতা; উৎকণ্ঠা; অস্থিরতা।
- English Word impeach Bengali definition [ইমপীচ্] (verb transitive) (১) (আনুষ্ঠানিক) (কারো চরিত্র ইত্যাদি নিয়ে) প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা: He seems to impeach your motives. (২) impeach somebody for/of/with something; impeach somebody for doing (something) (আইন সম্বন্ধীয়) অন্যায় আচরণের জন্য অভিযুক্ত করা; (বিশেষত) রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা; অভিশস্ত করা; অভিশংসিত করা: to impeach a judge for taking bribes. impeachment (noun) [uncountable noun, countable noun] অভিশংসন; অভিযোগ; ব্যবহারাভিযোগ।
- English Word impeccable Bengali definition [ইম্পেকাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) নিখুঁত; নিষ্কলঙ্ক; অন্যায় করতে অক্ষম; পাপাক্ষম; নিষ্পাপ: an impeccable character/record. impeccably (adverb) নিখুঁতভাবে; নিষ্কলঙ্করূপে।
- English Word impecunious Bengali definition [ইম্পিকিউনিআস্] (adjective) (আনুষ্ঠানিক) নি:সম্বল; কপর্দকশূন্য।
- English Word impedance Bengali definition [ইম্পীডান্স্] (noun) পরিবর্তী বিদ্যুৎপ্রবাহে বৈদ্যুতিক চক্রপথের (সার্কিট) দ্বারা সৃষ্ট প্রতিরোধ; সংরোধ। impede [ইম্পীড্] (verb transitive) ব্যাহত/বাধিত/বাধাগ্রস্ত করা; বাধা দেওয়া।
- English Word impediment Bengali definition [ইম্পেডিমান্ট] (noun) [countable noun] যেকোনো প্রতিবন্ধক, বিশেষত বাগ্বিষয়ক কোনো ত্রুটি, যেমন তোতলামি; বাগ্বৈকল্য। impedimenta [ ইমপেডিমেন্টা্] (noun) (বিশেষত সেনাবাহিনীর) লটবহর; মালমাত্তা।
- English Word impel Bengali definition [ইম্পেল্] (verb transitive) (impelled, impelling, impels) impel (to) বাধ্য/প্রণোদিত/প্ররোচিত/প্রবত্ত/প্রবর্তিত করা: The administration was impelled by the press to take stem measures against the smugglers. impeller (noun) (জেট ইনজিনের) ঘূর্ণ্যমান ফলক; প্রবর্তক।
- English Word impending Bengali definition [ইম্পেন্ডিঙ্] (adjective) আসন্ন; প্রত্যাসন্ন; সমুপস্থিত: the impending storm; his impending arrival.
- English Word impenetrable Bengali definition [ইম্পেনিট্রাব্ল্] (adjective) impenetrable (to) অভেদ্য; দুর্ভেদ্য; দুষ্প্রবেশ্য; অবেধ্য; গহন; বজ্রময়: impenetrable forests; impenetrable rock; impenetrable darkness; impenetrable to reason.
- English Word impenitent Bengali definition [ইম্পেনিনান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) অনুতাপশূন্য; অনুশোচনাবিহীন। impenitently (adverb) শোচনাশূন্যভাবে। impenitence [ইম্পেনিটান্স্] (noun) শোচনাশূন্যতা; অনুতাপহীনতা।
- English Word imperative Bengali definition [ইম্পেরাটিভ] (adjective) (১) জরুরি; অপরিহার্য; অত্যাবশ্যক; আশুকর্তব্য: It is imperative to act vigorously against dangerous drivers. (২) অবশ্যপালনীয়; আজ্ঞাপক; আদেশব্যঞ্জক: The general’s orders were imperative. His voice was imperative. (৩) (ব্যাকরণ) অনুজ্ঞাসূচক: the imperative mood. imperatively (adverb) জরুরিভাবে, আদেশের সুরে। □ (noun): ১ এমন কিছু যা জরুরিভিত্তিতে অবশ্যকরণীয়। Reducing unemployment has become an imperative for the government. (২) (আনুষ্ঠানিক) এমন ভাব বা আবেগ, যা মানুষকে একটি নির্দিষ্ট পথে চালিত করে: It is unnatural to ignore the sexual imperative.
- English Word imperceptible Bengali definition [ইম্পাসেপ্টাব্ল্] (adjective) ইন্দ্রিয়গম্য; ইন্দ্রিয়াতীত; অব্যঞ্জ; বুদ্ধির অগম্য; অবোধ্য; আনুক্রমিক; ঈষৎ; কিঞ্চিৎ। imperceptibly [ইম্পাসেপ্টাব্লি] (adverb) অব্যক্তভাবে; ক্রমশ ইত্যাদি।
- English Word imperfect Bengali definition [ইম্পাফিক্ট্] (adjective) (১) অসম্পূর্ণ; অপূর্ণ; ত্রুটিপূর্ণ; অসমাপ্ত। (২) imperfect tense (ব্যাকরণ) ক্রিয়ার ব্যাপারে ঘটমানতা ও অসম্পন্নতাসূচক কাল (progressive বা continuous tense নামেও পরিচিত); ঘটমানকাল। □ (noun) ঘটমানকাল। imperfection [ইম্পাফেকশ্ন্] (noun) [uncountable noun] অসম্পূর্ণতা; অপূর্ণতা; অসম্পন্নতা; [countable noun] ত্রুটিবিচ্যুতি।
- English Word imperforate Bengali definition [ইম্পা:ফারিট] (adjective) নীরন্ধ্র; নিশ্ছিদ্র; অছিদ্রিত।
- English Word imperial Bengali definition [ইম্পিআরিআল্] (adjective) (১) সাম্রাজ্য বা সাম্রাজ্যের শাসক সম্বন্ধীয়; সাম্রাজ্যিক; মহারাজিক: imperial trade; His I imperial Majesty মহামান্য সম্রাট। (২) রাজকীয়; দেদীপ্যমান; মহামহিম; মহাপ্রভু। (৩) (ওজন ও মাপ) আইনবলে যুক্তরাজ্যে ব্যবহৃত: an imperial pint/gallon. imperially [ইম্পিআরিআলি্] (adverb) রাজকীয়ভাবে; সম্রাটোচিতভাবে।
- English Word imperialism Bengali definition [ইমপিআরিআলিজাম] (noun) সাম্রাজ্যবাদ। imperialist [ইমপিআরিআলিস্ট] (noun) সাম্রাজ্যবাদী। imperialistic [ইমপিআলিস্টিক্] (adjective) সাম্রাজ্যবাদী।
- English Word imperil Bengali definition [ইম্পেরাল্] (verb transitive) (imperilled, imperilling, imperils) (America(n) অপিচ' imperiled, imperiling, imperils ) (সাহিত্যিক) বিপন্ন/বিপদাপন্ন/বিপদগ্রস্ত/সংশয়স্থ করা।
- English Word imperious Bengali definition [ইম্পিআরিআস্] (adjective) (আনুষ্ঠানিক) (১) আদেশব্যঞ্জক; কর্তৃত্বব্যঞ্জক; আজ্ঞাপক; উদ্ধত; ধৃষ্ট; প্রগল্ভ: imperious gestures/looks. (২) জরুরি; অত্যাবশ্যক; অপরিহার্য; আশু কর্তব্য। imperiously (adverb) আদেশব্যঞ্জকভাবে; উদ্ধতভাবে ইত্যাদি। imperiousness (noun) ঔদ্ধত্য; ধৃষ্টতা; প্রগল্ভতা।
- English Word imperishable Bengali definition [ইম্পেরিশাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) অক্ষয়; অবিনশ্বর; অবিনাশী: imperishable fame/glory.
- English Word impermanent Bengali definition [ইম্পামানাননট্] (adjective) (আনুষ্ঠানিক) অস্থায়ী; অনিত্য; অস্থির; অচিরস্থায়ী। impermanence [ইম্পামানান্স্] (noun) অস্থায়িত্ব; অনিত্যতা; অস্থিরতা; অস্থিতি।