I পৃষ্ঠা ৫
- English Word imbibe Bengali definition [ইম্বাইব্] (verb transitive) (আনুষ্ঠানিক) পান/হজম করা; শুষে নেওয়া; আত্মসাৎ করা: imbibe ideas/knowledge.
- English Word imbroglio Bengali definition [ইম্ব্রোউলিওউ] (noun) (plural imbroglios [ইম্ব্রোউলিওউজ্]) জটিল, গোলমেলে বা বিব্রতকর পরিস্থিতি; (বিশেষত রাজনৈতিক বা মানসিক); (রাজনৈতিক) জটিলাবস্থা; (মানসিক) বৈক্লব্য।
- English Word imbue Bengali definition [ইম্বিউ] (verb transitive) (past tense, past participle imbued) imbue with (আনুষ্ঠানিক) পরিপূরিত/অনুপ্রাণিত করা: imbued with patriotism/hatred/love, etc.
- English Word imitate Bengali definition [ইমিটেইট্] (verb transitive) (১) অনুকরণ/অনুবর্তন করা। (২) নকল করা: Some birds imitate human speech; সদৃশ হওয়া; সাদৃশ্য তৈরি করা: wood painted to imitate marble, মর্মর পাথরের সাদৃশ্যে রঞ্জিত কাঠ। imitator [ইমিটেইটা(র্)] (noun) অনুকারক; অনুকারী; অনুবর্তী।
- English Word imitation Bengali definition [ইমিটেইশ্ন্] (noun) (১) [uncountable noun] অনুকরণ; অনুকৃতি; অনুক্রিয়া; অনুবর্তন। (২) (attributive(ly)) নকল; মেকি; কৃত্রিম: imitation leather/jewellery. (৩) [countable noun] অনুক্রিয়াজাত কোনোকিছু নকল: imitations of the cries of birds and animals.
- English Word imitative Bengali definition [ইমিটাটিভ্ America(n) ইমিটেইটিভ্] (adjective) অনুকরণমূলক; অনুকারাত্মক; অনুকরণপ্রবণ; অনুকরণশীল: The imitative arts, চিত্রকলা ও ভাস্কর্য; imitative words, অনুকরাত্মক শব্দ, যেমন ding-dong, hum.
- English Word immaculate Bengali definition [ইম্যাকিউলাট্] (adjective) (১) অকলঙ্ক; নিষ্কলঙ্ক; অনিন্দ্য; অনবদ্য; নির্মল; নিষ্কলুষ: immaculate conduct. the I immaculate Conception (Roman Catholic গির্জা) কুমারী মেরি আদিপাপ থেকে মুক্ত ছিলেন, এই ধর্মবিশ্বাস; নিষ্কলঙ্ক গর্ভাধান। (২) সম্পূর্ণ ত্রুটিমুক্ত; অনবদ্য; অনিন্দ্য; শুচিশুদ্ধ; পবিত্র; বেদাগ; নিষ্কলুষ: an immaculate suit/record. immaculately (adverb) অনবদ্যভাবে ইত্যাদি: immaculately dressed.
- English Word immanent Bengali definition [ইমানান্ট্] (adjective) immanent (in) (গুণাগুণ) অন্তর্নিহিত; অন্তর্ভব; (ঈশ্বর) সর্বব্যাপী। immanence [ইমানান্স্] (noun) [uncountable noun] ব্যাপিতা।
- English Word immaterial Bengali definition [ইমাটিআরিআল্] (adjective) (১) immaterial (to) গুরুত্বহীন; তাৎপর্যহীন: immaterial objections. (২) অশরীরী; নিরবয়ব: as immaterial as a ghost.
- English Word immature Bengali definition [ইমাটিউআ(র্) America(n) ইমাটুআ(র্)] (adjective) অপক্ব; অপরিপক্ব; অপরিণত: an immature boy; immature minds of young children. immaturity [ইমাটিউআরাটি America(n) ইমাটুআরাটি] (noun) [uncountable noun] অপক্বতা; অপরিপক্বতা; অপরিণতত্ব।
- English Word immeasurable Bengali definition [ইমেজারাব্ল্] (adjective) অমেয়; অপ্রমেয়; অপরিমেয়।
- English Word immediate Bengali definition [ইমীডিআট্] (adjective) (১) (স্থান ও কাল) অব্যবহিত; আসন্ন; নিকট; সন্নিহিত; উপস্থায়ী: two objectsin immediate contact; the immediate heir to the throne; our immediate neighbour; immediate information, প্রত্যক্ষ সংবাদ। (২) তাৎক্ষণিক; তাৎকালিক: an immediate answer; take immediate action. immediacy [ইমীডিআসি্] (noun) [uncountable noun] আনন্তর্য। immediately (adverb) (১) তৎক্ষণাৎ; অবিলম্বে; অচিরে। (২) অব্যবহিতভাবে; প্রত্যক্ষভাবে। □ (conjunction) যেইমাত্র: He will start immediately he receives the news, সংবাদ পাওয়ামাত্র সে রওনা হবে।
- English Word immemorial Bengali definition [ইমামোরিআল্] (adjective) স্মরণাতীত: The immemorial privileges of the House of Commons, লোকসভার অনাদিপরম্পরাগত বিশেষাধিকার। from time immemorial আবহমানকাল।
- English Word immense Bengali definition [ইমেন্স্] (adjective) বিশাল; সুবিশাল; বিপুল; অতিকায়; অপরিমেয়। immensely (adjective) বিপুলভাবে; (কথ্য) অত্যন্ত: We enjoyed ourselves immensely. immensity [ইমান্সাটি] (noun) [uncountable noun] বিশালতা; অপ্রমেয়তা; (plural immensities) প্ৰকাণ্ড/সুবিশাল বস্তু: A sense of the immensity of the world that lies beyond the realm of language.
- English Word immerse Bengali definition [ইমাস্] (verb transitive) immerse (in) (১) ডোবানো; নিমজ্জিত করা: one’s head in the water. (২) নিবিষ্ট/অভিনিবিষ্ট/মগ্ন করা: be immersed in a book/work/thought. immersion [ইমাশ্ন্ America(n) ইমাজ্ন্] (noun) নিমজ্জন; অবগাহন; (বিশেষত) সমগ্র শরীর জলে ডুবিয়ে ধর্মদীক্ষা (ব্যাপ্টিজম)। immerse heater জল গরম করার (সাধারণত গরম পানির চৌবাচ্চার তলদেশে দৃঢ়বদ্ধ) বৈদ্যুতিক যন্ত্রবিশেষ।
- English Word immigrate Bengali definition [ইমিগ্রেইট্] (verb intransitive) immigrate (to/into) (অন্যদেশে) বসতিস্থাপনের/অভিবাসনের জন্য আসা। immigrant [ইমিগ্রান্ট্] (noun) বহিরাগত; অভিবাসী। immigration [ইমিগ্রেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] অভিবাসন।
- English Word imminent Bengali definition [ইমিনান্ট্] (adjective) (ঘটনা, বিশেষত বিপদ-আপদ) আসন্ন; সমুপস্থিত; সমুপগত: imminent death; in the face of imminent danger. imminently (adverb) সমুপস্থিতরূপে। imminence [ইমিনান্স্] (noun) [uncountable noun] আসন্নতা; সন্নিকটবর্তিতা।
- English Word immitigable Bengali definition [ইমিটিগাব্ল্] (adjective) উপশম করা বা তীব্রতা কমানো যায় না এমন; অশমনীয়। immitigably (adverb) অশমনীয়রূপে।
- English Word immobile Bengali definition [ইমোউবাইল্ America(n) ইমোউব্ল্] (adjective) নিশ্চল; গতিহীন; স্থাপবর; স্থাণু। immobilize, immobilise [ইমোউবালাইজ্] (verb transitive) নিশ্চল করা; (সশস্ত্রবাহিনী, যানবাহন ইত্যাদি) বিকল/অচল করে দেওয়া; (পুঁজি, টাকাপয়সা) অচল করে দেওয়া। immobilization, immobilisation [ইমোউবালাইজেইশ্ন্ America(n) ইমোউব্লিজেইজেইশ্ন্] (noun) অচলীভবন; নিশ্চলীকরণ। immobility [ইমবিলাটি] (noun) [uncountable noun] নিশ্চলত্ব; স্থাবরত্ব; স্থাণুত্ব।
- English Word immoderate Bengali definition [ইমডারাট্] (adjective) অপরিমিত; অতিমাত্র; অমিত: immoderate eating and drinking. immoderately (adverb) অপরিমিতভাবে।