I পৃষ্ঠা ৪৪
- English Word inward Bengali definition [ইন্ওয়াড্] (adjective) (১) অভ্যন্তরস্থ; ভেতরের; আন্তর; inward happiness; nature, অন্তঃপ্রকৃতি; inward spirit, অন্তরাত্মা। (২) অন্তর্মুখী: an inward curve. inwardly (adverb) ভিতরে ভিতরে; মনে মনে; নিভৃতে: inwardly bad, অন্তর্দৃষ্টি। inwardness (ব্যক্তির) অন্তঃপ্রকৃতি; আধ্যাত্মিকতা। inward(s) (adverb) ভিতরের দিকে; অভ্যন্তর অভিমুখে; মন বা আত্মার অভ্যন্তরে/অভিমুখে।
- English Word inwrought Bengali definition [ইন্রোট্] (adjective) (বস্ত্র বা নির্মিতি) (নকশা ইত্যাদি দিয়ে) বিজড়িত/খচিত; (নকশা ইত্যাদি) (উপরে বা ভিতরে) খচিত/বিজড়িত।
- English Word iodine Bengali definition [আইআডীন্ America(n) আইআডাইন্] (noun) [uncountable noun] সাগরের জল ও সামুদ্রিক তৃণ থেকে প্রাপ্ত অধাতব মৌলবিশেষ (প্রতীক I), যা বীজাণুনাশক ও আলোকচিত্রশিল্পের উপকরণরূপে ব্যবহৃত হয়; আয়োডিন।
- English Word iodize, iodise Bengali definition [আইয়োডাইজ্] (verb transitive) আয়োডিন বা আয়োডিনের যোগ দ্বারা প্রক্রিয়াজাত করা; আয়োডিনযুক্ত করা: iodized salt.
- English Word ion Bengali definition [আইআন্] (noun) ইলেকট্রনের হ্রাস বা বৃদ্ধির দ্বারা বিদ্যুতায়িত কণিকা; এ ধরনের কণিকা কোনো কোনো রাসায়নিক দ্রব্যের দ্রবণকে বিদ্যুৎপরিবাহীতে পরিণত করে, আয়ন। ionize, ionise [আইআনাইজ্] (verb intransitive), (verb transitive) আয়নিত করা। ionization, ionisation [আইআনাইজেইশ্ন্ America(n) আইআনিজেইশ্ন্] (noun) [uncountable noun] আয়নায়ন। ionosphere [আইঅনাস্ফিআ(র্)] (noun) (Heaviside layer নামে পরিচিত) পৃথিবীর আবহমণ্ডলের স্তর পরস্পরাবিশেষ, যা বেতার তরঙ্গকে প্রতিফলিত করে তাকে পৃথিবীর পরিধি রেখার অনুবর্তী হতে বাধ্য করে; আয়নমণ্ডল: The ionosphere reflects neither FM radio nor broadcast television, itself a part of the radio spectrum.
- English Word Ionic Bengali definition [আইঅনিক] (adjective) (স্থাপত্য.) প্রাচীন গ্রিকস্থাপত্যে এক ধরনের স্তম্ভ সম্বন্ধী (এই ধরনের স্তম্ভের বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষদেশে গোটানো ফর্দসদৃশ অলংকরণ); আয়োনিক।
- English Word iota Bengali definition [আইওউটা] (noun) গ্রিক বর্ণ; (লাক্ষণিক) ক্ষুদ্রতম পরিমাণ, কণা; লেশ: not an iota of truth.
- English Word IOU Bengali definition [আই ওউ ইঊ] (noun) (=I owe you) ঋণস্বীকারের হাতচিঠা; তমশুক।
- English Word iPad Bengali definition [আইপ্যাড্] (noun) অ্যাপলের উদ্ভাবিত বিশেষ প্রজাতির ট্যাবলেট কম্পিউটার, যা টাচস্ক্রিনের সাহায্যে চালু করতে হয়; আইপ্যাড: She was fumbling with the iPad nervously.
- English Word iPhone Bengali definition [আইফোন্] (noun) ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন। এটাকে ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের পাশাপাশি ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজ্যুয়াল ভয়েস মেইল ক্লায়েন্টসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে ব্যবহার করা যায়; আইফোন: iPhones are the best selling smartphones.
- English Word ipso facto Bengali definition [ইপ্সোউ ফ্যাক্টোউ] (adverb) (phrase) (লাতিন) সেই কারণেই; ঠিক এই হেতু।
- English Word irascible Bengali definition [ইর্যাসাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে। irascibility [ইরাসাবিলাটি] (noun) ক্রোধিষ্টতা; স্বভাবকোপিত্ব; ক্রুদ্ধ আচরণ।
- English Word irate Bengali definition [আইরেইট্] (adjective) (আনুষ্ঠানিক) ক্রুদ্ধ; কুপিত। irately (adverb) ক্রুদ্ধভাবে।
- English Word ire Bengali definition [আইআ(র্)] (noun) (কাব্যিক বা আনুষ্ঠানিক) ক্রোধ; রোষ; কোপ।
- English Word iridescent Bengali definition [ইরিডেস্ন্ট্] (adjective) (আনুষ্ঠানিক) (১) রংধনুর মতো রঙিন; রংধনু-রং; বিচিত্রবর্ণ; বর্ণাঢ্য। (২) বিভিন্ন দিক থেকে আলোকসম্পতের সঙ্গে সঙ্গে রং বদলায় এমন, প্রভাতরল, চিত্রাভ। iridescence [ইরিডেস্ন্স্] (noun) [uncountable noun] বহুবর্ণিলতা; বর্ণাঢ্যতা; বিত্রাভা।
- English Word iridium Bengali definition [ইরিডিআম্] (noun) [uncountable noun] কঠিন সাদা ধাতুবিশেষ (প্রতীক Ir); ইরিডিয়াম।
- English Word iris Bengali definition [আইআরিস] (noun) (১) চোখের তারার রঙিন অংশ; কনীনিকা; কনীনিকামণ্ডল। (২) তলোয়ার আকৃতির পাতাবিশিষ্ট এক ধরনের ফুলের গাছ এবং ঐ গাছের ফুল; শ্বেতদূর্বা।
- English Word Irish Bengali definition [আইআরিশ্] (adjective) আইরিশ: The Irish Free state/the Irish Republic (অপিচ Eire [এআরা]), আয়ারল্যান্ডের ১৯২২ সালে স্বাধীনতাপ্রাপ্ত অংশ, আইরিশ প্রজাতন্ত্র। Irish stew পিঁয়াজ ও অন্যান্য সবজিযোগে সিদ্ধ ভেড়ার মাংস, আইরিশ রসক। □ (noun) আইরিশ (ভাষা) (Irish Gaelic, দ্রষ্টব্য Gael). the Irish আইরিশ জাতি। Irishman [আইরিশ মান্] (noun) (plural Irishmen), Irishwoman [আইরিশ ওয়ুমান্] (noun) (plural Irishwomen) আইরিশ পুরুষ/নারী।
- English Word irk Bengali definition [আক্] (verb transitive) বিরক্ত/উত্ত্যক্ত করা (প্রধানত): What irks me is the unexpectedness of their demands. irksome [আক্সাম্] (adjective) বিরক্তিকর; ক্লেশকর।
- English Word iron 1 Bengali definition [আইআন America(n) আইআরান্] (noun) (১) [uncountable noun] লৌহ; লোহা; আয়স (প্রতীক Fe) (দ্রষ্টব্যcast 1 ভুক্তিতে cast iron; wrought ভুক্তিতে wrought iron): iron ore, আকরিক লোহা; as hard as iron; (লাক্ষণিক) an iron will. rule with a rod of iron /with an iron hand লৌহকঠিন হাতে/নির্মমহস্তে শাসন করা। a man of iron কঠোর, অনমনীয় বা নির্মম লোক, লৌহমানব। an iron fist in a velvet glove আপাতশিষ্টতার আড়ালে লুকানো কঠোরতা ও দৃঢ়সংকলপ, মেঘের আড়ালে বজ্র। strike while the iron is hot সুযোগের সদ্ব্যবহার করা লোহা তপ্ত থাকতে থাকতে আঘাত হানা। The Iron Age (প্রাগৈতিহাসিক কালে) লৌহযুক্ত। iron curtain সংবাদ ও পণ্য বিনিময়ের প্রতিবন্ধকরূপে বিবেচিত সীমান্ত, লৌহযবনিকা। iron lung যান্ত্রিক চাপকালের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য মস্তক ছাড়া শরীরের বাকি অংশ আবৃত করে এমন যন্ত্রবিশেষ, লৌহফুসফুস। iron rations আপৎকালে সৈন্য, অভিযাত্রিক প্রভৃতির জন্য ব্যবহার্য খাদ্যভাণ্ডার, আপৎকালীন খাদ্যসম্ভার। (২) (বিশেষত যৌগশব্দে) লোহা দিয়ে তৈরি হাতিয়ার ইত্যাদি। (flat-) iron, ইস্ত্রি fire-irons, চুলা, অগ্নিকুণ্ড ইত্যাদি স্থানে ব্যবহৃত লোহার শলাকা, চিমটা ইতাদি, লোহার মুখটি লাগানো গলফ খেলার যষ্টি, উল্কি কাটার যন্ত্র; (plural) নিগড়; লৌহবন্ধ হাতকড়া: put somebody in irons, শৃঙ্খলিত করা। have too many irons in the fire একই সময়ে আশুপালনীয় বহু অঙ্গীকার। (৩) (যৌগশব্দ) iron-bar (noun) কুশি। ironclad (adjective) লৌহাবৃত। iron-filings (noun) (plural) লৌহচূর্ণ। iron-founder (noun) লোহা-ঢালাইকার; লৌহকার। iron-foundey (noun) লৌহ-ঢালাইখানা। iron-grey (adjective), (noun) সদ্য-ভাঙা ঢালাই লোহারমতে রং লৌহধূমল। ironmonger [মাঙ্গা(র্)] (noun) লৌহদ্রব্য। বিক্রেতা; লোহার কারবারি। iron-mongery [আইআন মাঙ্গারি] (noun) লোহার কারবার। ironmould (noun) লোহার মরিচার দাগ; লোহাকলঙ্ক। iron side (noun) অলিভার ত্রুমওয়েলের অশ্বারোহী বাহিনীর একজন (১৭ শতাব্দী); (লাক্ষণিক) বজ্রকঠিন দৃঢ়সংকল্প ব্যক্তি। ironware [আইআনওয়েআ(র্)] (noun) [uncountable noun] লৌহপণ্য। ironwork (noun) লৌহদ্রব্য, যেমন গরাদের শিক, পরিক্ষেপ ইত্যাদি। ironworks (noun) (সাধারণত singular verb-সহ) লোহার কারখানা।