I পৃষ্ঠা ৪০
- English Word interstate Bengali definition [ইন্টাসটেইট্] (adjective) (America(n)) রাজ্যে-রাজ্যে; আন্তঃরাজ্যিক: interstate highway.
- English Word interstellar Bengali definition [ইন্টাস্টেলা(র্)] (adjective) তারামণ্ডলান্তর্গত: interstellar travel; the nature of interstellar space.
- English Word interstice Bengali definition [ইন্টাস্টিস্] (noun) ছিদ্র; ছেদ; চিড়; ফাটল; (ঈষৎ) ফাঁক; অন্তর; interstices between stones in a heap; without interstices, নিরন্তর; নিচ্ছিদ্র; নিবিড়।
- English Word intertribal Bengali definition [ইন্টাট্রাইব্ল্] (adjective) ক্ষুদ্র জাতিতে-জাতিতে আন্তঃক্ষুদ্রজাতীয়; আন্তঃউপজাতীয়।
- English Word intertwine Bengali definition [ইন্টাটোয়াইন্] (verb transitive), (verb intransitive) একত্র পাকানো বা পাকিয়ে যাওয়া; পরস্পরগ্রন্থিত/করা বা হওয়া: a lattice intertwined with vines, দ্রাক্ষালতাবিজড়িত জালিকা/জাফরি।
- English Word interval Bengali definition [ইনটাভল্] (noun) (১) বিরতি; বিরাম; অবকাশ; কালান্তর: The interval between lunch and dinner; কিছুক্ষণ পরপর ছাড়ে; without interval, নিরন্তর; বিরতিহীন। (২) অন্তর; ফাঁক; ব্যবধান: arranged at intervals of 5 metres. (৩) (সংগীত) কোনো নির্দিষ্ট স্বরগ্রামে দুটি সুরের মধ্যে ওজনের (পিচের) তফাত; অন্তর।
- English Word intervene Bengali definition [ইন্টাভীন্] (Verb transitive) (১) (ঘটনা, পরিস্থিতি ইত্যাদি) ইতিমধ্যে/মাঝখানে ঘটা: He will start tomorrow if nothing intervenes. (২) intervene (in) (ব্যক্তি) হস্তক্ষেপ করা; মধ্যবর্তী/মধ্যস্থ হওয়া: intervene in a dispute; intervene between people who are quarreling. (৩) (সময় সম্বন্ধে) মধ্যবর্তী/অন্তবর্তী হওয়া: during the years that intervened, অন্তর্বর্তী বছরগুলিতে। intervention [ইনটাভেন্শ্ন্] (noun) [uncountable noun] হস্তক্ষেপ; মধ্যবর্তিতা; ব্যবধান; মধ্যবর্তন: armed intervention, সশস্ত্র হস্তক্ষেপ।
- English Word interview Bengali definition [ইন্টাভিঊ] (noun) [countable noun] (আনুষ্ঠানিক আলোচনা বা পরীক্ষণের জন্য) সাক্ষাৎকার; পারস্পরিক সাক্ষাৎ (সাংবাদিক, প্রতিবেদক প্রভৃতি) সাক্ষাৎকার; অন্যোন্যদর্শন। □ (verb transitive) সাক্ষাৎকার নেওয়া। interviewee (noun) যার সাক্ষাৎকার নেওয়া হয়; সাক্ষাৎকারদাতা। interviewer (noun) সাক্ষাৎকারগ্রাহক।
- English Word interweave Bengali definition [ইন্টাওয়ীভ্] (verb transitive) (past tense interwove [ইন্টাওয়োউভ্], past participle interwoven [ইন্টাওয়োউভ্ন্]) interweave with একত্র বিজড়িত/গ্রথিত করা; পরস্পর বিজড়িত/গ্রহিত করা; উদগ্রথিত করা।
- English Word intestate Bengali definition [ইন্টেসটেইট্] (adjective) মৃত্যুর আগে মৃত্যুপত্র বা উইল না-রেখে মারা গিয়েছে এমন: die intestate, ইচ্ছাপত্র না-রেখে মারা যাওয়া।
- English Word intestine Bengali definition [ইন্টেস্টাইন] (noun) (সাধ. plural) পাকস্থলী থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালির নিম্নাংশ; অস্ত্র: small intestine, ক্ষুদ্রান্ত্র large intestine, বৃহদন্ত্র। intestinal [ইন্টেস্টিনল্] (adjective) আন্ত্রিক: intestine disorders. (২) আভ্যন্তর; ঘরোয়া: intestine broils, গৃহকলহ; গৃহবিবাদ। দ্রষ্টব্যabdominal.
- English Word intimate 1 Bengali definition [ইন্টিমাট্] (adjective) (১) অন্তরঙ্গ; ঘনিষ্ঠ: intimate friends. be/get on intimate terms (with) অন্তরঙ্গ হওয়া (যেমন নাম ধরে ডাকা যায় এমন)। ২ অন্তরতম; একান্ত ও ব্যক্তিগত; অন্তরঙ্গ: an intimate details; of one’s life. (৩) গভীর; প্রগাঢ়; অন্তরঙ্গ: an intimate knowledge of classical literature. □ (noun) অন্তরঙ্গ বন্ধু; প্রিয়সুহৃদ। intimately (adverb) অন্তরঙ্গভাবে; ঘনিষ্ঠভাবে। intimacy [ইনটিমাসি] (noun) (plural intimacies) (১) [uncountable noun] অন্তরঙ্গতা; ঘনিষ্ঠতা; সৌহৃদ্য; (সুভাষণরীতি) যৌনসম্পর্ক; দৈহিক সম্পর্ক। (২) (plural) অন্তরঙ্গ আচরণ, যেমন চুম্বন-আলিঙ্গন ইত্যাদি।
- English Word intimate 2 Bengali definition [ইনটিমেইট্] (verb transitive) intimate something (to somebody); intimate (to somebody) that... জ্ঞাপন/সূচিত করা; জানানো; গোচরে আনা: one’s approbation of a scheme. intimation [ইন্টিমেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] জ্ঞাপন; সংবাদ; সূচনা; ইঙ্গিত; বিজ্ঞপ্তি।
- English Word intimidate Bengali definition [ইন্টিমিডেইট্] (verb transitive) intimidate (into) বিশেষত (কিছু করতে) বাধ্য করতে ভয় দেখানো/ভীতিপ্রদর্শন করা: intimidate a witness. intimidation [ইন্টিমিডেইশ্ন্] (noun) [uncountable noun] ভীতিপ্রদর্শন।
- English Word into Bengali definition [ইন্টা; জোরালো রূপ: ইন্টূ] (preposition(al)) (১) (ভিতরের কোনো বিন্দুর দিকে গতি বা আভিমুখ্যসূচক) -এ: Come into the room. Throw it into the fire. (২) (অবস্থার পরিবর্তন বা পরিণামসূচক) -এ: converted into water; reduced into one mass. be into something (আধুনিক প্রয়োগ, কথ্য) জড়িত হওয়া; সম্পৃক্ত হওয়া; উৎসাহী/আগ্রহী হওয়া: He is deeply absorbed into spiritualism. (গণিত) ( কোনো সংখ্যা বা অঙ্ক দিয়ে) ভাগ করলে: 4 into 3 2 (=3 2 divided by 4) goes 4.
- English Word intolerable Bengali definition [ইন্টলারাব্ল্] (adjective) অসহ্য; দুঃসংবাদ; দুর্বিষহ; অসহনীয়: intolerable heat/insolence; an intolerable place. intolerably [ইন্টলাব্লি] (adverb) অসহ্যরকম, অসহনীয়রূপে ইত্যাদি।
- English Word intolerant Bengali definition [ইন্টলারান্ট্] (adjective) intolerant (of) অসহিষ্ণু; অসহনশীল; অসহ: intolerant of other’s opinions, পরমত-অসহিষ্ণু। intolerantly (adverb) অসহিষ্ণুভাবে intolerance [ইন্টলারান্স্] (noun) অসহিষ্ণুতা।
- English Word intonation Bengali definition [ইন্টানেইশ্ন্] (noun) [uncountable noun] কথা বলার সময় কণ্ঠস্বরের উত্থানপতন, স্বরভেদ।
- English Word intone Bengali definition [ইনটোউন্] (verb transitive), (verb intransitive) সুর করে প্রার্থনা, স্তোত্র ইত্যাদি পড়া; বিশেষ সুরে কথা বলা।
- English Word intoto Bengali definition [ইনটোউ টোউ] (লাতিন) (adverb) সর্বতোভাবে; সাকল্যে।