I পৃষ্ঠা ৪৫
- English Word iron 2 Bengali definition [আইআন America(n) আইআর্ন্] (verb transitive), (verb intransitive) ইস্ত্রি করা: iron a shirt. iron out ইস্ত্রি করে দূর করা: iron out wrinkles; (লাক্ষণিক) অপনোদন/নিরাকরণ করা: iron out misunderstandings/points of disagreements. ironing-board (noun) ইস্ত্রির ফলক।
- English Word ironic Bengali definition [আইরনিক্], ironical [আইরনিক্ল্] (adjective(s)) বক্রাঘাতমূলক (irony দ্রষ্টব্য); শ্লেষপূর্ণ/শ্লেষপটু; an ironic smile/remark/person. ironically [আইরনিক্লি] (adverb) বক্রাঘাতপূর্বক সশ্লেষে।
- English Word irony Bengali definition [আইআরানি] (noun) (১) [uncountable noun] বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণ; বক্রাঘাত। (২) [countable noun] (plural ironies) যেসব ঘটনা, অবস্থা ইত্যাদি এমনিতে কাম্য হলেও পরিস্থিতির দরুন মূল্যহীন বা অকিঞ্চিৎকর হয়ে পড়ে এবং সে কারণে দুর্দৈব নির্ধারিত বলে প্রতীয়মান হয়, বিড়ম্বনা: the irony of fate/circumstances.
- English Word irradiate Bengali definition [ইরেইডিএইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (১) কিছুর উপর রশ্মিপাত/কিরণবর্ষণ করা। (২) সূর্যকিরণ, অতিবেগুনি রশ্মি বা তেজনিস্ক্রয়তার অধীন করা। (৩) (লাক্ষণিক) কোনো বিষয়ের উপর আলোকপাত করা; দীপিত করা। (৪) উদ্ভাসিত করা: faces irradiated with joy. irradiation (noun) রশ্মিপাত; কিরণসম্পাত; উজ্জ্বলন।
- English Word Irrational Bengali definition [ইর্যানশান্ল্] (adjective) (১) বিচারশক্তিহীন; বিচারবুদ্ধিরহিত: an Irrational child. (২) বিচারবুদ্ধির দ্বারা পরিচালিত নয় এমন, অযৌক্তিক, যুক্তিহীন: Irrational fears/behaviour. Irrationally [ইর্যাশ্নালি] (adverb) বিচারবুদ্ধিহীনভাবে, অযৌক্তিকভাবে।
- English Word irreclaimable Bengali definition [ইরিক্লেইমাব্ল্] (adjective) (১) (আনুষ্ঠানিক) পুনরুদ্ধার বা প্রতিকারের অসাধ্য।
- English Word irreconcilable Bengali definition [ইরেকান্সাইলাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) (ব্যক্তি) মেলানো/খাপ খাওয়ানো যায় না এমন; (ভাব, কার্য ইত্যাদি) বিসংহত, অসদৃশ; পরস্পর পরাহত।
- English Word irrecoverable Bengali definition [ইরিকাভারাব্ল্] (adjective) পুনরুদ্ধার করা বা বাঁচানো যায় না এমন, অপ্রতিকার্য, অপূরণীয়: an irrecoverable loss/misfortune.
- English Word irredeemable Bengali definition [ইরিডীমাব্ল্] (adjective) (১) (কাগজের টাকা) মুদ্রার সঙ্গে বিনিময়যোগ্য নয় এমন, (সরকার কর্তৃক দেয় বার্ষিক ভাতাদি) অর্থ পরিশোধের মাধ্যমে অবমান করা যায় না এমন, অপরিক্রেয়। (২) পুনরুদ্ধারের/সংশোধনের অস্যধ্য; অনুর্দ্ধায্য; অসংশোধনীয়। irreclaimably (adverb) অনুদ্ধার্যরূপে; অসংশোধনীয়রূপে।
- English Word irreducible Bengali definition [ইরিডিঊসাব্ল্ America(n) ইরিডূসাব্ল্] (adjective) irreducible (to) (আনুষ্ঠানিক) (১) কমানো বা গ্রাস করার অসাধ্য, ন্যূনতম; the irreducible minimum. (২) (কোনো অভীষ্ট অবস্থায়) পরিণত করা যায় না এমন।
- English Word irrefutable Bengali definition [ইরিফিঊটাব্ল্] (adjective) মিথ্যা প্রমাণ করা যায় না এমন; অখণ্ডনীয়; অকাট্য; অনিরসনীয়: an irrefutable argument/case.
- English Word irregular Bengali definition [ইরেগিউলা(র্)] (adjective) অবৈধিক; বিধিবিরুদ্ধ; নিয়মবহির্ভূত; অনিয়মিত: an irregular marriage/proceeding; irregular troops; be irregular in school. (২) অসম; বিষম: irregular lines and figures; irregular fever, বিষমজ্বর। (৩) (ব্যাকরণ) সাধারণ নিয়মের বিরুদ্ধ; নিপতিত: an irregular plural (যেমন cow থেকে kive). □ (noun) (সাধারণত plural) অনিয়মিত সেনাদলের সদস্য। irregularly (adverb) নিয়মবহির্ভূতভাবে; অসমভাবে ইত্যাদি। irregularity [ইরেগিউল্যারাটি] (noun) (plural irregularities) [uncountable noun] অবিধিতা; নিয়মবিরুদ্ধতা; অনিয়ম; বিধিবিরুদ্ধতা; অসমতা; বিষমতা; নিপাতন: [countable noun] অনিয়মবিরুদ্ধ/অনিয়মিত/অসম কোনো কিছু: allegations of financial irregularities. ব্যভিচার; অনাচার: the irregularities of a coast-line.
- English Word irrelevant Bengali definition [ইরেলাভান্ট্] (adjective) irrelevant (to) অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন: irrelevant remarks/evidence. irrelevance [ইরেলাভান্স্], irrelevancy [ইরেলাভান্সি্] (noun(s)) (plural irrelevances, irrelevancies) [uncountable noun] অপ্রাসঙ্গিকতা; অসম্বন্ধ; অবিষয়ত্ব; [countable noun] অপ্রাসঙ্গিক/অবান্তর মন্তব্য/প্রশ্ন ইত্যাদি: Don’t waste your time on such irrelevancies.
- English Word irreligious Bengali definition [ইরিলিজাস্] (adjective) ধর্মবিরোধী; ধর্মহীন; অধার্মিক: irreligious acts/persons.
- English Word irremediable Bengali definition [ইরিমীডিআব্ল্] (adjective) প্রতিকারের অসাধ্য; অপ্রতিকার্য; অচিকিৎস্য; irremediable acts/faults.
- English Word irreparable Bengali definition [ইরিপারাব্ল্] (noun) (adjective) অপূরণীয়: irreparable loss.
- English Word irrepressible Bengali definition [ইরিপ্লেইসাব্ল্] (adjective) ক্ষতিপূরণ হওয়ার নয় এমন বস্তুসংক্রান্ত; বদলি মেলে না এমন; অপ্রতিকল্পনীয়।
- English Word irreproachable Bengali definition [ইরিপ্রোউচাব্ল্] (adjective) অনিন্দ্য; অনবদ্য; নিষ্কলঙ্ক: irreproachable conduct.
- English Word irresistible Bengali definition [ইরিজিস্টাব্ল্] (adjective) অপ্রতিরোধ্য; দুর্নিবার; অপ্রতিহত: irresistible desires/temptations.
- English Word irresolute Bengali definition [ইরেজালূট] (adjective) অস্থিরমতি; চলচিত্ত; অস্থিরমনস্ক; অনবস্থিত। irresolution [ইরেজালূশ্ন্] (noun) [uncountable noun] অস্থিররমতিত্ব; চলচিত্ততা; অনবস্থিতি।