I পৃষ্ঠা ৪১
- English Word intoxicant Bengali definition [ইন্টক্সিকান্ট্] (adjective), (noun) মত্ততা জন্মায় এমন; মাতাল; উন্মাদক।
- English Word intoxicate Bengali definition [ইন্টক্সিকেইট] (verb transitive) (১) মদোন্মত্ত/উন্মাদিত/মাতাল করা। (২) অত্যন্ত উত্তেজিত করা: ২ অত্যন্ত উত্তেজিত করা: উন্মাতাল/উন্মাদিত করা: intoxicated with joy; intoxicated by success. intoxication [ইন্টক্সিকেইশ্ন্] (noun) [uncountable noun] উন্মত্ততা; প্রমত্ততা; মত্ততা; মদ্যোন্মত্ততা; সুরার বিষক্রিয়া।
- English Word intractable Bengali definition [ইন্ট্যাক্টাব্ল্] (adjective) সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন; দুরন্ত; দুর্দান্ত; দুঃশাসন; দুর্দম; দুর্ধর্ষ। intractability [ইন্ট্যাকটাবিলাটি] (noun) দুর্দান্ততা।
- English Word intramural Bengali definition [ইন্ট্রামিউআরাল্] (adjective) (১) শহর, ভবন ইত্যাদির অভ্যন্তর কৃতে বা বিদ্যমান; আন্তঃপ্রাচীর; প্রাচীরাভ্যন্তরীণ: intramural burial, গির্জার অভ্যন্তরে (প্রাঙ্গণে নয়) সমাধিস্থকরণ। (২) পূর্ণকালীন, আবাসিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে; আন্তঃপ্রাচীর। দ্রষ্টব্যextramural (প্রাচীরাতিরিক্ত)।
- English Word intransigent Bengali definition [ইন্ট্রান্সিজান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) (বিশেষত রাজনীতিতে) আপসহীন; অনমনীয়। intransigence [[ইন্ট্রান্সিজান্স্] (noun) আপসহীন মনোভাব; অনমনীয়তা।
- English Word intransitive Bengali definition [ইন্ট্র্যানসাটিভ্] (adjective) (ক্রিয়া) অকর্মক। intransitively (adverb) অকর্মকরূপে। দ্রষ্টব্যtransitive.
- English Word intrauterine Bengali definition [ইন্ট্রাইঊটারাইন্] (adjective) (চিকিৎসাশাস্ত্র) জরায়ুর অভ্যন্তরে; জরায়ুমধ্যস্থ। intrauterine device (সংক্ষেপ IUD) জন্মনিরোধক ব্যবস্থা হিসেবে জরায়ুর অভ্যন্তরে প্রবিষ্ট তারের ফাঁস বা জালিবিশেষ।
- English Word intravenous Bengali definition [ইন্ট্রাভীনাস্] (adjective) শিরার অভ্যন্তরে; শিরাভ্যন্তরীণ; আন্তঃশিরা: intravenous injections.
- English Word intrench Bengali definition [ইন্ট্রেন্চ্] =entrench.
- English Word intrepid Bengali definition [ইন্ট্রেপিড্] (adjective) অকুতোভয়; নিঃশঙ্ক; অসমসাহসিক; শঙ্কাহীন। intrepidly (adverb) অকুতোভয়ে। intrepidity [ইন্ট্রিপিডাটি] (noun) [uncountable noun] নির্ভীকতা। [countable noun] past participle intrepidities) অকুতোভয়/অসমসাহসিক কাজ।
- English Word intricate Bengali definition [ইন্ট্রিকাট] (adjective) জটিল; কুটিল; দুর্গম; দুর্বোধ্য; কূট: an intricate plot; an intricate piece of machinery. intricately (adverb) জটিলভাবে ইত্যাদি। intricacy [ইন্ট্রিকাসি] (noun) (plural intricacies) [uncountable noun] জটিলতা; কুটিলতা; কূটত্ব (plural) জটিল/কুটিল বিষয়, ঘটনা ইত্যাদি।
- English Word intrigue Bengali definition [ইন্ট্রীগ] (verb intransitive), (verb transitive) (১) intrigue (with somebody) (against somebody) চক্রান্ত/ষড়যন্ত্র করা; (কারো বিরুদ্ধে) কুমন্ত্রণা করা। (২) কৌতূহল/ঔৎসুক্য উদ্দীপ্ত করা: I was intrigued by the anecdote. □ (noun) [countable noun, uncountable noun] ষড়যন্ত্র; চক্রান্ত; গুপ্ত পরিকল্পনা; কুমন্ত্রণা; (নাটক-উপন্যাসের) বস্তু; গোপনপ্রণয়, গুপ্তপ্রণয়।
- English Word intrinsic Bengali definition [ইন্ট্রিন্সিক্ America(n) ইন্ট্রিন্জিক্] (adjective) (গুণ, মূল্য ইত্যাদি) স্বাভাবিক, সহজ, অন্তর্নিহিত (বাইরে থেকে প্রাপ্ত নয়), স্বকীয়: a man’s intrinsic worth, যেমন তার সাহস, মর্যাদাবোধ ইত্যাদি গুণ (অন্যদিকে পারিবারিক সম্পর্কাদি =extrinsic qualities); the intrinsic value of a coin, মুদ্রার প্রকৃত মূল্য, অর্থাৎ ধাতু হিসেবে এর মূল্য। intrinsically [ইন্ট্রিন্সিক্লি] (adverb) অন্তর্নিহিতভাবে।
- English Word introduce Bengali definition [ইন্ট্রাডিউস্ America(n) ইন্ট্রাডূস্] (verb transitive) (১) উপস্থাপন/পেশ/প্রস্তাব করা: introduce a Bill before Parliament. (২) introduce into/to (কিছু) প্রবর্তন/প্রচলিত/চালু করা; (কাউকে কিছুর সঙ্গে) পরিচিত করা: introduce new methods in agriculture; introduce somebody to the mysteries of modern physics. (৩) introduce somebody (to somebody) পরিচয় করিয়ে দেওয়া: introduce two friends. (৪) introduce (into) ঢোকানো, প্রবিষ্ট করা; সূচনা/সূত্রপাত করা: introduce a funnel into a jar; introduce a theme into a debate.
- English Word introduction Bengali definition [ইন্ট্রাক্শন্] (noun) (১) [uncountable noun] উপস্থাপনা; প্রস্তাবনা; প্রচলন; পরিচয়সাধন; প্রবর্তন: a letter of introduction, পরিচয়পত্র; words of recent introduction, সম্প্রতি প্রবর্তিত শব্দ। (২) [countable noun] পরস্পর পরিচয়করণ: to make introductions all around. (৩) [countable noun] প্রস্তাবনা; উপক্রমণিকা; অবতরণিকা, ভূমিকা। (৪) [countable noun] প্রাথমিক পুস্তক; প্রবেশক: ‘An Introduction to Linguistics’.
- English Word introductory Bengali definition [ইন্ট্রাডাক্টারি] (adjective) প্রস্তাবনামূলক; প্রাবেশিক; প্রারম্ভিক: an introductory chapter; introductory remarks.
- English Word introspect Bengali definition [ইনট্রাস্পেক্ট্] (verb intransitive) (আনুষ্ঠানিক) নিজের চিন্তা ও অনুভূতি পরীক্ষা করা অন্তর্বীক্ষণ, করা। introspection [ইন্ট্রাস্পেক্শ্ন্] (noun) [uncountable noun] অন্তর্বীক্ষণ; অন্তর্দর্শন । introspective [ইনট্রাস্পেক্টিভ্] (adjective) অন্তর্বীক্ষণপ্রবণ; অন্তর্বীক্ষণিক।
- English Word introvert Bengali definition [ইনট্রাভাট্] (verb transitive) (মন, চিন্তা) নিজের অভিমুখে ভিতরের দিকে ফিরানো; অন্তর্মুখী করা। □ (noun) [ইনট্রাভাট্] যে ব্যক্তি নিজের মন ও চিন্তাকে অন্তরাভিমুখী করতে অব্যস্ত, বহির্জগতের চেয়ে নিজের চিন্তা ও অনুভূতি সম্বন্ধে অধিকতর আগ্রহী ব্যক্তি, অন্তর্মুখী ব্যক্তি। introversion (noun) [uncountable noun] অন্তর্মুখীকতা। দ্রষ্টব্যextrovert.
- English Word intrude Bengali definition [ইন্ট্রুড] (verb transitive), (verb intransitive) intrude (oneself) on/upon somebody; intrude (oneself/something) into something জোর করে প্রবেশ করা বা করানো; অনাহূত/অবাঞ্ছিতভাবে প্রবেশ করা: I don’t want to intrude on your family. Intrude oneself into a meeting. intruder (noun) অনধিকারপ্রবেশকারী; (attributive(ly)) উদ্বেধী: intruder aircraft; intruder patrols, যার শত্রুর ভূখণ্ডে অনধিকার প্রবেশ করে, উদ্বেধী বিমান ইত্যাদি।
- English Word intrusion Bengali definition [ইন্ট্রুজ্ন্] (noun) intrusion (on/upon/into) [uncountable noun, countable noun] অনাহূতপ্রবেশ; অবাঞ্ছিতপ্রবেশ: intrusion upon somebody’s privacy, কারো নিভৃতত্ব বা একান্তজীবনের মধ্যে অনাহূতপ্রবেশ; numerous intrusions on one’s privacy. intrusive [ইন্ট্রুসিভ্] (adjective) অনাহূত প্রবেশমূলক; উদ্ভেদী; অনাহূত প্রবেশকারী; পরাধিকারচর্চাকারী; intrusion journalists.