I পৃষ্ঠা ৩৮
- English Word intermarry Bengali definition [ইন্টাম্যারি] (verb intransitive) (past tense, past participle intermarried) intermarry with (জাতি, ক্ষুদ্রজাতি ইত্যাদি) অন্য জাতি, ক্ষুদ্রজাতি ইত্যাদির সঙ্গে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হওয়া; পরস্পর বিবাহ করা। intermarriage [ইন্টাম্যারিজ্] (noun) [uncountable noun] অন্যোন্যবিবাহ; আন্তর্বিবাহ।
- English Word intermediary Bengali definition [ইন্টামাডিআরি America(n) [ইন্টামাডিএরি] (noun) (plural intermediaries) (adjective) (১) intermediary (between) যোগাযোগের মাধ্যম; মধ্যস্থ; মধ্যবর্তী; (মহিলা) সঞ্চারিকা। (২) মধ্যস্থিত (কোনোকিছু); মধ্যবর্তী।
- English Word intermediate Bengali definition [ইনটামীডিআট্] (adjective) মধ্য; মধ্যম; মধ্যস্থিত; মধ্যবর্তী; মাধ্যমিক: ant an intermediate stage, মধ্য পর্যায়ে; intermediate courses, মাধ্যমিক শিক্ষাক্রম: intermediate forms in the process of growth. □ (noun) মধ্যবর্তী কোনোকিছু। intermediately (adverb) মাধ্যমিকভাবে।
- English Word interment Bengali definition [ইন্টামান্ট্] (noun) [uncountable noun] সমাহিতকরণ; ভূমিসমর্পণ; [countable noun] দাফন।
- English Word intermezzo Bengali definition [ইন্মেট্সোউ (noun) (plural intermezzos [ইন্মেট্সোউজ্ অথবা intermezzi [ইন্মেট্সি]) নাটক বা গীতিনাট্যের দুই অঙ্কের মধ্যে বাজানোর জন্য কিংবা কোনো বৃহৎ সংগীতকর্মের (যেমন সিম্ফনির) প্রধান প্রধান অংশগুলির যোগসূত্র রক্ষার্থে সংক্ষিপ্ত সাংগীতিক রচনা; মধ্যবর্তিকা।
- English Word interminable Bengali definition [ইন্টামিনাব্ল্] (adjective) অন্তহীন; অসমাপনীয়: interminable delays. interminable [ইন্টামিনাব্লি] (adverb) অন্তহীনরূপে।
- English Word intermingle Bengali definition [ইন্টামিঙ্গ্ল্] (verb transitive), (verb intransitive) intermingle (with) পরস্পর মেশানো; মেশানো; মেলামেশা করা; পরস্পর মিলিত হওয়া: The guests intermingled freely after dinner.
- English Word intermission Bengali definition [ইন্টামিশ্ন্] (noun) বিরতি; বিরাম।
- English Word intermittent Bengali definition [ইন্টামিট্ন্ট্] (adjective) সবিরাম: intermittent fever, সবিরাম/বিষম জ্বর। intermittently (adverb) থেকে থেকে; থেমে থেমে।
- English Word intermix Bengali definition [ইন্টামিক্স্] (verb transitive), (verb intransitive) = mix মেশানো; মিশ্রিত করা। intermixture [ইন্টামিক্চা(র্)] (noun) মিশ্রণ।
- English Word intern 1 Bengali definition [ইন্টান্] (verb transitive) (কোনো ব্যক্তিকে, বিশেষত যুদ্ধকালে শত্রুপক্ষীয় বিদেশিকে) নির্দিষ্ট সীমার মধ্যে কিংবা বিশেষ ভবন, শিবির ইত্যাদিতে বাস করতে বাধ্য করা; অন্তরীণ করা। interned অন্তরায়িত। internment (noun) [uncountable noun] অন্তরায়ণ: internment camp. internee [ইন্টানী] (noun) অন্তরীণ (ব্যক্তি)।
- English Word intern 2 Bengali definition (America(n) interne) [ইন্টান্] (noun) (America(n)) তরুণ চিকিৎসক, যিনি তাঁর প্রশিক্ষণ সমাপ্ত করতে সহকারী চিকিৎসক বা শল্যবিদরূপে হাসপাতালেই অবস্থান করেন; শিক্ষাধীন চিকিৎসক।
- English Word internal Bengali definition [ইন্টান্ল্] (adjective) (১) অভ্যন্তরীণ; অন্তরীণ; অভ্যন্তরস্থ: our internal human system; suffer internal injuries. internal combustion যে প্রক্রিয়া সিলিন্ডারের অভ্যন্তরে গ্যাস বা বাষ্পের বিস্ফোরণের দরুন শক্তি উৎপন্ন হয়; অন্তর্দাহ। (২) অভ্যন্তরীণ, অন্তর্দেশীয়: internal trade/revenue (অপিচ Inland revenue). (৩) কোনো বস্তুর ভিতর থেকে উদ্ভৃত; অভ্যন্তরীণ: internal evidence. internally [[ইন্টান্নালি] (adverb) অভ্যন্তরীণভাবে।
- English Word international Bengali definition [ইন্টান্যাশ্ন্ল্] (Adjective) আন্তর্জাতিক; অন্তর্জাতীয়; অন্তঃরাষ্ট্রীয়: international trade/law/agreement/conference. international money order আন্তর্জাতিক মনিঅর্ডার। □ (noun) the 1st/ 2nd/ 3rd I international সকল দেশের শ্রমিকদের জন্য যথাক্রমে ১৮৬৪, ১৮৮৯ ও ১৯১৯ অব্দে গঠিত তিনটি সমাজতান্ত্রিক বা সাম্যবাদী সমাজ; প্রথম/দ্বিতীয়/তৃতীয় আন্তর্জাতিক। internationalism [ইন্টান্যাশ্ন্লিজাম্] (noun) জাতিসমূহের পার্থক্যের চেয়ে তাদের সামান্য স্বার্থ অনেক বড় এবং অধিক গুরুত্বপূর্ণ, এই মতবাদ; আন্তর্জাতিকতাবাদ। internationalist [ইন্টান্যাশ্ন্লিস্ট্] (noun) আন্তর্জাতিকতাবাদী। internationalize, internationalise [ইন্টান্যাশ্নালাইজ্] (verb transitive) আন্তর্জাতীয় করা: Should the Suez and Panama Canals be internationalized? internationalization, internationalisation [ইনটান্যাশ্নালাইজইশ্ন্ America(n) [ইন্টান্যাশ্লিজেইশ্ন্] (noun) [uncountable noun] আন্তর্জাতীয়করণ internationally (adverb) আন্তর্জাতিকভাবে।
- English Word internationale Bengali definition [ইনটান্যাশানা:ল] (noun) The Internationale (বিপ্লবী) সমাজতান্ত্রিক গান।
- English Word interne Bengali definition [ইন্টান্] (noun) intern 2
- English Word internecine Bengali definition [ইনটানীসাইন্] (adjective) (সাধারণত যুদ্ধ সম্বন্ধে) উভয় পক্ষের জন্যই ধ্বংসাত্মক; অন্তর্ঘাতী: internecine broils, গৃহবিবাদ; আন্তকলহ।
- English Word internee Bengali definition [ইন্টানী] (noun) দ্রষ্টব্য intern 1
- English Word internet Bengali definition [ইনটানেট্] (noun) ইন্টারনেট; আন্তর্জাল; যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে টেলিযোগাযোগ প্রযুক্তিতে ব্যবহারকারীরা বিশ্বের নানা প্রান্তের তথ্য নিমিষেই আহরণ করতে পারে: My internet connection was cut off.
- English Word interpellate Bengali definition [ইনটাপালেইট্ America(n) ইন্টার্পেলেইট্] (verb transitive) (ফ্রান্স, জাপান প্রভৃতি কোনো-কোনো দেশের সংসদে) কার্যধারায় বাধা দিয়ে (কোনো মন্ত্রীর কাছ থেকে) বিবৃতি বা ব্যাখ্যা দাবি করা; অভ্যনুযোগ করা। interpellation [America(n)] (noun) [uncountable noun, countable noun] অভ্যনুযোগ।