I পৃষ্ঠা ৩৫
- English Word intact Bengali definition [ইন্ট্যাক্ট্] (adjective) অক্ষত; অখণ্ড; অস্পষ্ট; অক্ষুণ্ণ।
- English Word intaglio Bengali definition [ইন্টা:লিওউ] (noun) (plural intaglios [ইন্টা:লিওউজ্]) [uncountable noun] (ইতালীয়) (১) গভীর করে খোদাই। (২) [countable noun] ধাতু বা পাথর কেটে অঙ্কিত মূর্তি বা নকশা, উক্তরূপ মূর্তি বা অঙ্কিত রত্ন; উৎকীর্ণরত্ন। দ্রষ্টব্যcameo.
- English Word intake Bengali definition [ইন্টেইক্] (noun) (১) [countable noun] নল, প্রণালি ইত্যাদির যেস্থানে পানি, গ্যাস প্রভৃতি ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়; প্রবেশপথ: air-intake of an aeroplane. (২) [countable noun, uncountable noun] (একটা নির্দিষ্ট সময়ের মধ্যে) গৃহীত প্রবেশিত সংখ্যা, পরিমাণ ইত্যাদি; গ্রহণ; আদান; প্রবেশন; ভরতি: an annual intake of 20,000 men (যেমন সেনাবাহিনীতে)। (৩) [countable noun] (খনিতে) বায়ুপ্রবেশপথ। (৪) বিল বা সমুদ্র থেকে উদ্ধারকৃত জমি।
- English Word intangible Bengali definition [ইন্ট্যান্জাব্ল্] (adjective) ধরা বা ছোঁয়া যায় না এমন; স্পর্শাতীত; অস্পর্শনীয়, (বিশেষত) বুদ্ধির অগম্য; দুরধিগম্য: intangible ideas; intangible asserts, (ব্যবসা) যে সম্পত্তি পরিমাপ করা যায় না (যেমন সুনাম); অপরিমাপ্য সম্পদ। intangibility [ইনট্যানজাবিলাটি] (noun) অস্পর্শনীয়তা; দুরধিগম্যতা; অমাপ্যতা।
- English Word integer Bengali definition [ইন্টিজা(র্)] (noun) পূর্ণসংখ্যা (ভগ্নাংশ নয়)।
- English Word integral Bengali definition [ইন্টিগ্রাল্] (adjective) (১) সম্পূর্ণতার জন্য অপরিহার্য; অবিচ্ছেদ্য। (২) সমগ্র; সম্পূর্ণ; অখণ্ড। (৩) (গণিত) পূর্ণসংখ্যা বিষয়ক বা পূর্ণসংখ্যা দ্বারা সূচিত; পূর্ণরাশিক: integral calculus, সমাকলন। দ্রষ্টব্যcalculus. integrally [ইন্টিগ্রালি] (adverb) অবিচ্ছেদ্যভাবে, অখণ্ডরূপে, গোটা ইত্যাদি।
- English Word integrate Bengali definition [ইন্টিগ্রেইট্] (verb transitive) (১) (বিভিন্ন অংশ নিয়ে) সমগ্রতাসাধন করা; (যা অসম্পূর্ণ বা অপূর্ণাঙ্গ তাকে) সম্পূর্ণতা দান করা; সংহত করা: an integrated personality, যে ব্যক্তিত্বের শারীরিক, মানসিক ও আবেগিক উপাদানসমূহের মধ্যে পূর্ণ সামঞ্জস্য বিরাজ করে; অখণ্ড/|সুসংহত/সুডৌল বক্তিত্ব। integrated circuit (noun) একটিমাত্র টুকরা (যেমন সিলিকন) দিয়ে তৈরি অতিক্ষুদ্র বিদ্যুৎচক্র; অখণ্ড বিদ্যুৎচক্র। (২) বিভিন্ন গোষ্ঠী বা জাতিসত্তার মিশ্রণের দ্বারা সমতা অর্জন বা সাধন করা; অঙ্গীভূত করা বা হওয়া। integration [ইন্টিগ্রেইশ্ন্] (noun) [uncountable noun] অঙ্গীভূতকরণ; একাঙ্গীভবন; একাঙ্গীকরণ।
- English Word integrity Bengali definition [ইন্টেগ্রাটি] (noun) [uncountable noun] (১) চারিত্রিক সরলতা ও সততা; অখন্ডতা; অভেদ্যতা; শুদ্ধতা; সাধুতা; সত্যশীলতা: a man of integrity; commercial integrity. (২) সম্পূর্ণতা; অখন্ডতা; সমস্ততা: territorial integrity.
- English Word integument Bengali definition [ইন্টিগিউমান্ট্] (noun) (আনুষ্ঠানিক) (সাধারণত প্রাকৃতিক) বহিরাবরণ (যেমন ত্বক, তুষ, খোসা)।
- English Word intellect Bengali definition [ইন্টালেক্ট্] (noun) (১) [uncountable noun] (অনুভূতি ও সহজপ্রবৃত্তির সঙ্গে বৈপরীত্যক্রমে) বোধশক্তি ও বিচারবুদ্ধি; ধী; ধীশক্তি; মেধা: a man of intellect, সৌমেধিক। (২) (সমষ্টিগত singular বা plural-এ) মনীষী(বৃন্দ); সৌমেধিক(- গণ), ধীমান(-গণ): the intellect(s) of the age.
- English Word intellectual Bengali definition [ইন্টালেকচুআল্] (adjective) (১) ধীশক্তি সম্বন্ধী; বৌদ্ধিক; বুদ্ধিবৃত্তিক: the intellectual faculties, বুদ্ধিবৃত্তি। (২) উত্তম ধীশক্তিবিশিষ্ট; মনোজাগতিক বিষয়াদি (সাহিত্য, শিল্পকলা, ভাব, চিন্তা) সম্পর্কে একান্তভাবে আগ্রহী; মেধাবী; মনীষী; বুদ্ধিজীবী: intellectual people. □ (noun) [countable noun] মনীষী ব্যক্তি; বুদ্ধিজীবী: a play/book for the intellectuals. intellectually [ইন্টালেকচুআলি] (adverb) বৌদ্ধিকভাবে ইত্যাদি।
- English Word intelligence Bengali definition [ইন্টেলিজান্স্] (noun) [uncountable noun] (১) বুদ্ধি; বুদ্ধিমত্তা; মেধা; বোধশক্তি; বুদ্ধিবৃত্তি: His intelligence is above average. (২) সমাচার; সংবাদ; বার্তা (বিশেষত গুরুত্বপূর্ণ ঘটনাবলি-সংক্রান্ত): have secret intelligence of the enemy’s plans; the Intelligence Department/Service, (যেমন সেনাবাহিনীতে) যুদ্ধের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পর্যেষণার জন্য গঠিত বিভাগ। intelligent [ইন্টেলিজান্ট্] (adjective) বুদ্ধিমান; মেধাবী; বিচক্ষণ; ধীমান: intelligent questions/answers. intelligently (adverb) বুদ্ধিমত্তার সঙ্গে।
- English Word intelligentsia Bengali definition [ইন্টেলিজেনট্সিআ] (noun) (সাধারণত সমষ্টিগত singular the intelligentsia) সমাজের যে অংশ বুদ্ধিজীবী এবং গুরুতর বিষয়ে স্বাধীন চিন্তাশক্তিসম্পন্ন বলে বিবেচিত হয় (কিংবা নিজেকে সেইরূপ বিবেচনা করে); বুদ্ধিজীবীসম্প্রদায়।
- English Word intelligible Bengali definition [ইন্টেলিজাব্ল্] (adjective) বোধগম্য; বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য; সুগম্য; সুগ্রাহ্য: intelligible speech; an intelligible explanation. intelligibly [ইন্টেলিজাব্লি] (adverb) বোধগম্যভাবে ইত্যাদি। intelligibility [ইন্টেলিজাবিলাটি] (noun) বোধগম্যতা; বুদ্ধিগ্রাহ্যতা; সুগম্যতা; সুগ্রাহ্যতা।
- English Word intemperate Bengali definition [ইন্টেমপারাট্] (adjective) (আনুষ্ঠানিক ব্যক্তি বা তার আচরণ) অসংযত; অপরিমিত; অমিতাচারী; অসংযমী: intemperate habits, অযতাচার; অমিতাচার; (বিশেষত) অত্যধিক সুরাপান; পানাসক্তি; পানাভ্যাস। intemperately (adverb) অসংযতভাবে। intemperance [[ইন্টেমপারান্স্] (noun) [uncountable noun] অসংযম; অমিতাচার; পানাসক্তি।
- English Word intend Bengali definition [ইনটেন্ড্] (verb transitive) (১) intend (for) ইচ্ছা/মনস্থ/সংকল্প করা; উদ্দেশ্য/অভিপ্রায় থাকা: He intended to offer me a job, তার অভিপ্রায় ছিল; This book is not intended for children, শিশুদের উদ্দেশ্যে লেখা নয়; Please introduce me to your intended, (অপশব্দ ) তোমার ভাবী স্ত্রী। (২) intend (by) (প্রাচীন প্রয়োগ) = mean: What did he intend by the word? কথাটার অভিপ্রায় কী?
- English Word intense Bengali definition [ইন্টেন্স্] (adjective) (গুণাবলি সম্বন্ধে) তীব্র; তীক্ষ্ণ; প্রগাঢ়; প্রবল; উদগ্র: intense heat. (২) (অনুভূতি ইত্যাদি সম্বন্ধে) প্রগাঢ়; তীব্র; প্রবল; (ব্যক্তি সম্বন্ধে) উচ্চণ্ড; উগ্র; ভাবাবেগপূর্ণ; আবেগপ্রবণ: intense political convictions. intensely (adverb) তীব্রভাবে, প্রচণ্ডভাবে।
- English Word intensify Bengali definition [ইন্টেন্সিফাই] (verb intransitive), (verb transitive) (past tense, past participle intensified) তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া। intensification [ইন্টেন্সিফিকেইশ্ন্] (noun) [uncountable noun] তীব্রতাবৃদ্ধি; গাঢ়তাবৃদ্ধি; তীব্রতাবর্ধন; গাঢ়তাবর্ধন।
- English Word intensity Bengali definition [ইনটেনসাটি] (noun) [uncountable noun, countable noun] (অনুভূতি ইত্যাদির) তীব্রতা; প্রচণ্ডতা; তীক্ষ্ণতা; গাঢ়তা; নিবিড়তা; প্রবলতা; ঐকান্তিকতা; উগ্রতা।
- English Word intensive Bengali definition [ইন্টেন্সিভ্] (adjective) (১) গভীর; প্রগাঢ়; নিবিড়; সংহত: an intensive study of subject, কোনো বিষয়ের প্রগাঢ় পর্যেষণা: intensive methods of horticulture, নিবিড় উদ্যানচাষ পদ্ধতি; an intensive course of instructions, সংহত শিক্ষাক্রম; an intensive bombardment, অবিরল বোমাবর্ষণ। intensive care নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণে রেখে রোগীর চিকিৎসা; নিবিড় পরিচর্যা। intensive care unit হাসপাতালের যে অংশে এ ধরনের করা হয়; নিবিড় পরিচর্যা বিভাগ। (২) (ব্যাকরণ) তীব্রতাজ্ঞাপক: intensive words যেমন a terribly learned man বাক্যাংশে ‘terribly’ শব্দটি তীব্রতাজ্ঞাপক।