I পৃষ্ঠা ৩৭
- English Word interdependent Bengali definition [ইন্টাডিপেন্ডানট্] (adjective) পারস্পরনির্ভর; অন্যোন্যনির্ভর। interdependence [ইন্টাডিপেন্ডান্স্] (noun) পরস্পরনির্ভরতা; অন্যোন্যনির্ভরতা।
- English Word interdict Bengali definition [ইন্টাডিক্ট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (১) (কাজ বা বস্তুর ব্যবহার) নিষিদ্ধ/প্রতিষিদ্ধ করা। (২) (Roman Catholic গির্জা) ধর্মীয় আচারঅনুষ্ঠান থেকে বহিষ্কার করা; প্রতিষিদ্ধ করা। □ (noun) [ইনটাডিকট্] [countable noun] (আনুষ্ঠানিক বা সরকারি) নিষেধাজ্ঞা; (বিশেষত Roman Catholic গির্জা) প্রতিষেধ-আজ্ঞা: lay a priest/a town under an interdict. interdiction [ইন্টাডিক্শ্ন্] (noun) [uncountable noun, countable noun] নিষেধ; প্রতিষেধ; নিবারণ।
- English Word interdisciplinary Bengali definition [ইন্টাডিসিপ্লিনারি] (adjective) জ্ঞানের একাধিক শাখা সম্বন্ধীয়; আন্তঃশাস্ত্রীয়: interdisciplinary studies/degrees.
- English Word interest 1 Bengali definition [ইনট্রাস্ট্] (noun) (১) [uncountable noun] আগ্রহ; আকর্ষণ; আসক্তি; অনুরাগ; স্পৃহা; আমোদ: feel/take no/not much/a great Interest in politics; events that arouse great interest. দ্রষ্টব্যlose. (২) [uncountable noun] যে গুণ কৌতূহল বা ঔৎসুক্য উদ্দীপ্ত করে বা মনোযোগ আকর্ষণ করে; আকর্ষণীয়তা; মনোরঞ্জকতা; রস: a matter of considerable/not much Interest. (৩) [countable noun] আগ্রহ বা অনুরাগের উপজীব/বিষয়: Poetry and music are his two greatest interests in life. (৪) [countable noun] (প্রায়ই plural) হিত; লাভ; স্বার্থ; মঙ্গল: one’s own interest, স্বার্থ/স্বহিত; নিজ কল্যাণ; regard for one’s own interest, স্বার্থদৃষ্টি/স্বার্থলিপ্সু। regardful of one’s interest, স্বার্থপরায়ণ/স্বহিতৈষী/স্বার্থলিপ্সু। (৫) [countable noun] কোনোকিছুর অংশের উপর বিশেষত মুনাফার উপর আইনগত অধিকার; অংশ; হিস্যা: have an interest ill a cotton-mill; American interests in the Caribbean, ঐ অঞ্চলে বিনিয়োজিত পুঁজি ইত্যাদি। (৬) [uncountable noun] সুদ; কুসীদ; বৃদ্ধি: rate of interest/interest rate; bearing interest, সুবৃদ্ধিক; bearing no interest, অবৃদ্ধিক। with interest (লাক্ষণিক) সুদে-আসলে: return somebody’s blow/somebody’s kindness with Interest; (প্রায়ই plural) একই ব্যবসাবাণিজ্য, পেশা ইত্যাদিতে নিযুক্ত কিংবা কোনো সাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিবর্গ, মহল: the landed interest; the business interests, বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ।
- English Word interest 2 Bengali definition [ইনট্রাস্ট্] (verb transitive) interest somebody (in something) অনুরক্ত/আসক্ত/আগ্রহান্বিত/কৌতূহলী/আকৃষ্ট করা: He is not interested in politics. He is interested in the manufacture of plastics,(ক) (জানতে/শিখতে) আগ্রহী। (খ) প্লাস্টিক উৎপাদনে অর্থবিনিয়োগ করেছেন। interested (adjective) interested (in) (১) আগ্রহী; স্বার্থসম্পৃক্ত; স্বার্থান্বেষী: The move was actuated by interested motives. (২) সাগ্রহ, উৎসুক: an interested look. (৩) কৌতূহলী; আগ্রহান্বিত: interest spectators. I am not interested to know what has become of him. interesting (adjective) কৌতূহলোদ্দীপক; আগ্রহোদ্দীপক; আকর্ষণীয়; চিত্তাকর্ষক; ঢিত্তহারী; মনোজ্ঞ; হৃদয়গ্রাহী: interest men/books/conversation. interestingly (adverb) কৌতূহলোদ্দীপকরূপে, আকর্ষণীয়রূপে ইত্যাদি।
- English Word interface Bengali definition [ইন্টাফেইস্] (noun) (দুটি ক্ষেত্রের মধ্যে) উভয়ের সাধারণ তল বা পৃষ্ঠ; (লাক্ষণিক) (দুই বা ততোধিক বিষয়, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদির মধ্যে) সাধারণ ক্ষেত্রে: at interface of creative art and religious experience.
- English Word interfere Bengali definition [ইন্টাফিআ(র্)] (verb intransitive) (১) interfere (in something) (ব্যক্তি) অনধিকারচর্চা/ পরাধিকারচর্চা/ অনধিকার প্রবেশ করা; হস্তক্ষেপ করা; নাক গলানো: He is always interfering in my affairs. (২) interfere (with) (ব্যক্তি) অনধিকারপূর্ণ হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা: you should not interfere with this machine. (৩) interfere (with) (ঘটনা, পরিস্থিতি ইত্যাদি) অন্তরায় হওয়া; সংঘর্ষে লিপ্ত হওয়া; ব্যাহত করা: You filial piety should not interfere with your duty. interference [ইন্টাফিআরান্স্] (noun) [uncountable noun] অন্যায়/অবাঞ্ছিত/অনাহূত হস্তক্ষেপ; অনধিকারচর্চা; পরাধিকারচর্চা; ব্যতিচার: interference from foreign broadcasting stations, বিদেশি সম্প্রচারকেন্দ্রের অনুপ্রবেশ (যখন এসব কেন্দ্রের তরঙ্গদৈর্ঘ্য অভীষ্ট কেন্দ্রের তরঙ্গদৈর্ঘ্যের খুব কাছাকাছি হয়); interference in a computers, তথ্যপরিবহণের পথে অনাকাঙ্ক্ষিত সংকেতের উপস্থিতি।
- English Word interfuse Bengali definition [ইনটা্ফিঊজ্] (verb transitive) দুইয়ের মাঝখানে ঢালা; অভিব্যাপ্ত করা; অন্যোন্যসংসক্ত/অন্যোন্যবিগলিত হওয়া। initerfusion (noun) অন্তর্নিবেশন; অন্যোন্যবিগলন।
- English Word interim Bengali definition [ইন্টারিম্] (noun) (১) in the interim ইতোমধ্যে; অন্তবর্তীকালে। (২) (attributive(ly)) মধ্যকালীন; অন্তর্বর্তীকালীন: interim dividends, (বার্ষিক লভ্যাংশ দেওয়ার আগে অগ্রিম হিসেবে প্রদত্ত) মধ্যকালীন লভ্যাংশ; অস্থায়ী; সাময়িক: an interim report.
- English Word interior Bengali definition [ইন্টিআরিআ(র্)] (adjective) (১) অভ্যন্তরীণ; আভ্যন্তর; অন্তরস্থ; অন্তর্বর্তী। (২) উপকূল থেকে দূরবর্তী; অভ্যন্তরীণ; অন্তর্দেশীয়; অভ্যন্তরীণ। (৩) ( foreign-এর সঙ্গে বিপরীত) দেশীয়; অন্তর্দেশীয়। অভ্যন্তরীণ। □ (noun) the interior ১ অভ্যন্তর; ভিতর; অন্তর্ভাগ: interior of a house, গৃহাভ্যন্তর; অন্তর্গৃহ; interior of a country, দেশমধ্য; দেশের অভ্যন্তর; (attributive(ly)) interior decorators, আভ্যন্তর-অলংকর্তা। (২) দেশাভ্যন্তর। (৩) অভ্যন্তরীণ বিষয়াদি; স্বরাষ্ট্র বিভাগ বা মন্ত্রণালয়: [America(n)] the Department of the Interior, (তুলনীয় British/Britain Home office).
- English Word interject Bengali definition [ইন্টাজেক্ট্] (verb transitive) অন্য ব্যক্তির বিবৃতি ইত্যাদির মধ্যখানে হঠাৎ (মন্তব্য ইত্যাদি) ছুঁড়ে দেওয়া বা যোগ করা; ফোড়ন দেওয়া। interjection [ইন্টাজেক্শ্ন্] (noun) অন্তর্ভাবমূলক শব্দ (যেমন Oh! Look out)
- English Word interlace Bengali definition [ইন্টালেইস্] (verb transitive), (verb intransitive) interlace (with) পরস্পর বিজড়িত হওয়া বা করা: interlacing branches.
- English Word interlard Bengali definition [ইন্টালাড্] (verb transitive) interlard with (আনুষ্ঠানিক) লেখা, কথা ইত্যাদির মধ্যে বিদেশি শব্দ, বাক্যাংশ ইত্যাদির মিশোল দেওয়া; মিশ্রিত করা: essays interlarded with quotations from the poets.
- English Word interleave Bengali definition [ইন্টালীভ্] (verb transitive) interleave with (বই ইত্যাদির) পাতার মধ্যে (সাধারণত সাদা পাতা) নিবেশিত/সমাবেশিত করা: a diary interleaved with blotting-paper.
- English Word interline Bengali definition [ইন্টালাইন্] (verb transitive) পঙ্ক্তিদ্বয়ের মধ্যে লেখা/ছাপানো/নিবিষ্ট করা। interlinear (adjective) পঙক্তিদ্বয় মধ্যে নিবেশিত; আন্তঃপাঙক্তেয়।
- English Word interlink Bengali definition [ইন্টালিঙ্ক্] (verb transitive), (verb intransitive) পরস্পর গ্রথিত/সংযুক্ত করা বা হওয়া।
- English Word interlock Bengali definition [ইনটালক্] (verb transitive), (verb intransitive) পরস্পর আশ্লিষ্ট/পরস্পর পরিবদ্ধ/গাঢ় আলিঙ্গনে আবদ্ধ হওয়া; পরস্পর সংবদ্ধ হওয়া বা করা।
- English Word interlocutor Bengali definition [ইন্টালকিউটা(র্)] (noun) আলোচনা বা কথোপকথনে অংশগ্রহণরত ব্যক্তি; কথক।
- English Word interloper Bengali definition [ইন্টালোউপা(র্)] লাভ বা ব্যক্তিগত সুবিধার জন্য যে অধিকার লঙ্ঘন করে; পরাধিকার-প্রবেশক।
- English Word interlude Bengali definition [ইন্টাল্ড্] (noun) (১) দুটি ঘটনা বা দুটি কালপরিমাণের মধ্যবর্তী ভিন্ন প্রকৃতির কালান্তর অবকাশ: a brief interlude of peace. (২) নাটকের দুই অঙ্ক, গীতিনাট্যের দুই দৃশ্য কিংবা স্তোত্র, স্তুতিগত ইত্যাদির বিভিন্ন অংশের মধ্যবর্তী বিরতি; এ রকম সময়ে পরিবেশিত সংগীত; মধ্যরঙ্গ।