• Bengali Word lose English definition [লূজ্‌] (verb transitive), (verb intransitive) (past tense, past participle lost [লস্‌ট্ America(n) লোস্‌ট্]) ১ হারিয়ে ফেলা; মৃত্যু হওয়া: He lost his hand in the accident. He lost his brother in the war of independence.
    He lost his brother in the war of independence. lose one’s cool (কথ্য) মেজাজ গরম করা। lose ground পায়ের তলার মাটি সরে যাওয়া; পশ্চাদপসারণ করা। lose one’s head দিশাহারা হওয়া; উত্তেজিত হওয়া। lose heart নিরুৎসাহিত হওয়া। lose one’s heart to somebody কাউকে ভালোবাসা; কাউকে মন দেওয়া। lose interest (in somebody/something) উৎসাহ হারিয়ে ফেলা; আকর্ষণ হারানো। lose one’s marbles হতবুদ্ধি হওয়া। lose one’s reason/senses হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা। lose one’s temper রেগে যাওয়া। lose A to B নিজের কিছু অন্যের দখলে চলে যাওয়া। lose touch (with) যোগাযোগ হারিয়ে ফেলা; সংস্পর্শে না-আসা। (২) (passive) হারিয়ে যাওয়া; মৃত্যুবরণ করা: It was lost. be lost to something লজ্জাশরমের মাথা খেয়ে ফেলা; কোনো কিছুর বোধশক্তি হারানো। be lost in something (চিন্তা) মগ্ন; আচ্ছন্ন। (৩) (find, recover-এর বিপরীত ব্যবহার) হারিয়ে ফেলা: I have lose her forever. lose one’s place (বইপত্রে) পৃষ্ঠা হারিয়ে ফেলা অর্থাৎ কোন পর্যন্ত পড়া হয়েছে সেটা ধরতে না-পারা। lose oneself/one’s way দিশাহারা হওয়া; পথ হারিয়ে ফেলা। lose sight of something (ক) দৃষ্টি অন্যদিকে সরানো; এড়িয়ে যাওয়া। (খ) কেউ দৃষ্টির আড়ালে চলে যাওয়া; কাউকে দূর থেকে দেখতে ব্যর্থ হওয়া। lose the thread of something খেই হারিয়ে ফেলা; সূত্র হারিয়ে ফেলা। lose one’s tongue লজ্জায় কথা বলতে না-পারা। lose track of something যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। (৪) (catch-এর বিপরীতে ব্যবহৃত) দেরির কারণে ধরতে না-পারা; দেখতে অথবা শুনতে ব্যর্থ হওয়া। lose the post ডাকঘরে দেরিতে পৌঁছানো; পুরোপুরি শুনতে না-পাওয়া। (৫) (সমর্থন, সহানুভূতি ইত্যাদি) হারানোর কারণ হওয়া: His behavior lost him our support. (৬) জিততে না-পারা; পরাজিত হওয়া। a lost cause পরাজিত অথবা পরাজয়ের হাত থেকে বাঁচানো যাবে না এমন ব্যাপার। (play) a losing game পরাজয় অবশ্যম্ভাবী জেনেও খেলা চালিয়ে যাওয়া। lose out (to) (কথ্য) অতিক্রান্ত হওয়া; স্থানচ্যুত হওয়া: Has the cinema lose out to TV? (৭) lose by/in/on/something আরো খারাপ হওয়া। (৮) (ঘড়ি ইত্যাদির ক্ষেত্রে) স্লো হওয়া; ঠিক সময় দিতে না-পারা। (৯) সময়-সুযোগ-প্রচেষ্টা হারানো: I have nothing to lose. be lost upon somebody প্রভাবিত করতে না-পারা। (১০) lose oneself in something (reflex) আচ্ছন্ন হওয়া: He lost himself in a novel. loser (noun) ক্ষতিগ্রস্ত; পরাজিত।