I পৃষ্ঠা ২৩
- English Word ineligible Bengali definition [ইন্এলিজাব্ল্] (adjective) ineligible (for) অনধিকারী; অবরণীয়; অযোগ্য; যোগ্যতাহীন: ineligible for a position. ineligibility [ইনএলিজাবিলাটি] (noun) [uncountable noun] অবরণীয়তা; যোগ্যতাভাব।
- English Word ineluctable Bengali definition [ইনিলাক্টাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) এড়ানো যায় না এমন; অনবক্রম্য; অনিস্তার্য; অপরিহার্য।
- English Word inept Bengali definition [ইনেপ্ট্] (adjective) অপটু; অযোগ্য; অসময়োচিত: inept remarks. ineptly (adverb) অপটুভাবে ইত্যাদি। ineptitude [ইনেপ্টিটিউড্ America(n) ইনেপ্টিটূড] [uncountable noun] অপটুতা; অযুক্ততা; [countable noun] অপটু/অসময়োচিত কাজ মন্তব্য ইত্যাদি।
- English Word inequality Bengali definition [ইনিকোআলাটি] (noun) (plural inequalities) (১) [uncountable noun, countable noun] অসাম্য; বৈষম্য; অসাদৃশ্য; বিভিন্নতা; ভিন্নতা; তারতম্য। (২) (plural) (তল) অসমত্ব; বিষমত্ব: the inequalities of the landscape.
- English Word inequitable Bengali definition [ইন্একোয়িটাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) অন্যায্য; অন্যায়ী: an inequitable division of the profits.
- English Word inequity Bengali definition [ইন্একোয়াটি] (noun) (plural inequities) [countable noun, uncountable noun] অন্যায্যতা; অন্যায়; অবিচার।
- English Word ineradicable Bengali definition [ইনির্যাডিকাব্ল্] (adjective) উচ্ছেদের অসাধ্য; অনুচ্ছেদ্য; অনুচ্ছেদনীয়; অনুত্পাটনীয়: an ineradicable fault/failing.
- English Word inert Bengali definition [ইনাট্] (adjective) (১) জড়; অচেতন: inert matter. (২) সক্রিয় রাসায়নিক গুণবর্জিত; নিষ্ক্রিয়: inert gases. (৩) (দেহ ও মনে) ভারী ও মন্থর; জড়; নিশ্চেষ্ট। inertia [ইনাশা] (noun) [uncountable noun] (১) জড়তা। (২) (পদার্থবিদ্যা) জাড্য।
- English Word inescapable Bengali definition [ইনিস্কেইপাব্ল্] (adjective) এড়ানো যায় না এমন; অপরিহরণীয়: The conclusion was inescapable.
- English Word inessential Bengali definition [ইনিসেনশ্ল্] (adjective) অপরিহার্য নয় এমন; অনাবশ্যক; নিষ্প্রয়োজন।
- English Word inestimable Bengali definition [ইন্এস্টিমাব্ল্] (adjective) অমূল্য; অনর্ঘ্য অনর্ঘ; অপরিমেয়।
- English Word inevitable Bengali definition [ইন্এভিটাব্ল্] (adjective) (১) অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য। (২) (কথ্য) অহরহ দেখা বা শোনা যায় বলে সুপরিচিত ও প্রত্যাশিত; অনিবার্য; অবশ্যম্ভাবী: a tourist with his inevitable camera. inevitability [ইন্এভিটাবিলাটি্] (noun) [uncountable noun] অনিবার্যতা; অবশ্যম্ভাবিতা; অনতিক্রম্যতা; অপরিহার্যতা।
- English Word inexact Bengali definition [ইনিগ্জ্যাক্ট্] (adjective) অযাথার্থিক; অযথাযথ; অসম্যক। inexactitude [ইনিগ্জ্যাক্টিটিউড্ America(n) ইনিগ্জ্যাক্টিটুড্] [noun] [uncountable noun, countable noun] অযাথার্থ; অসম্যকত্ব: terminological inexactitudes, (কৌতুকাত্মক সুভাষণরীতি) পারিভাষিক অতথ্য; অর্থাৎ মিথ্যা।
- English Word inexcusable Bengali definition [ইনিক্স্কিউজাব্ল্] (adjective) ক্ষমার অযোগ্য; অমার্জনীয়; অক্ষমণীয়: inexcusable conduct/delays.
- English Word inexhaustible Bengali definition [ইনিগজোস্টাব্ল্] (adjective) অফুরন্ত; অফুরান; অশেষ; অসীম: He is a man of inexhaustible energy.
- English Word inexistence Bengali definition [ইনিগ্জিস্টান্স্] (noun) অভাব; অনস্তিত্ব; অবৃত্তিতা।
- English Word inexorable Bengali definition [ইন্একসারাব্ল্] (adjective) নিরন্তর; নির্মম; অপ্রতিরোধ্য; অননুনেয়: inexorable demands/pressure. inexorably [[ইন্একসারাব্লি] (adverb) নির্মমভাবে; অননুনেয়রূপে ইত্যাদি।
- English Word inexpedient Bengali definition [ইনিকস্পীডিআন্ট্] (adjective) অনুপযোগী; অযুক্তিযুক্ত; অনুচিত। inexpediency [ইনিকস্পীডআন্সি] (noun) [uncountable noun] অনুপযোগিতা; অযুক্তিযুক্ততা; অনৌচিত্য।
- English Word inexpensive Bengali definition [ইনিক্স্পেন্সিভ্] (adjective) সস্তা; সুলভ; সুক্রেয়; কম দামি। inexpensively (adverb) সস্তায়; সুলভে; কম দামে।
- English Word inexperience Bengali definition [ইনিক্স্পিআরিআন্স্] (noun) [uncountable noun] অনভিজ্ঞতা; অপরিপক্বতা। inexperienced (adjective) অনভিজ্ঞ; অপরিপক্ব।