I পৃষ্ঠা ২৫
- English Word infernal Bengali definition [ইন্ফান্ল্] (adjective) নারক; নারকী; নারকীয়; নরকস্থ; পৈশাচিক: the infernal regions, নরক; প্রেতলোক; রসাতহল; অধোলোক infernal cruelty. infernally [ইন্ফান্নালি] (adverb) নারকীয়ভাবে ইত্যাদি।
- English Word inferno Bengali definition [ইন্ফানোউ] (noun) (plural infernos [ইন্ফান্নোউজ]) নরক।
- English Word infertile Bengali definition [ইন্ফাটাইল্ America(n) ইন্ফাট্ল্] (adjective) অনুর্বর; বন্ধ্য। infertility [ই্নফাটিলাটি] (noun) [uncountable noun] অনুর্বরতা; বন্ধ্যত্ব।
- English Word infest Bengali definition [ইন্ফেস্ট্] (verb transitive) (ইঁদুর, কীটপতঙ্গ ইত্যাদি) বহু সংখ্যায় উপস্থিত থাকা; উপদ্রব/উপসৃষ্ট করা। infested (participial adjective) উপদ্রুত; উপসৃষ্ট: warehouses infested with rats; clothes infested with vermin/lice. infestation [ইন্ফেস্টেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] উপদ্রুত; উৎপাত।
- English Word infidel Bengali definition [ইন্ফিডাল্] (noun) (১) (ইতিহাস) যে ব্যক্তি ধর্মে, বিশেষত সত্য বলে বিবেচিত ধর্মে বিশ্বাস করে না; অবিশ্বাসী; নাস্তিক; কাফের। (২) (attributive(ly)) অবিশ্বাসীসুলভ: an infidel disdain for religious rites.
- English Word infidelity Bengali definition [ইন্ফিডেলাটি] (noun) (plural infidelities) [countable noun, uncountable noun] (আনুষ্ঠানিক) নাস্তিক্য; বিশ্বাসভঙ্গ; বিশ্বাসঘাতকতা; ব্যভিচার; (স্ত্রী সম্বন্ধে) অসতীত্ব; অপাতিব্রত্য: conjugal infidelity পরস্ত্রীগামিতা বা পরপুরুষগামিতা; দাম্পত্য বিশ্বাসভঙ্গ।
- English Word infighting Bengali definition [ইন্ফাইটিঙ্] (noun) [uncountable noun] খুব কাছাকাছি অবস্থানে মুষ্টিযুদ্ধ; ঘেঁষাঘেঁষি লড়াই; (বিশেষত শিল্প ও বাণিজ্য) সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নির্মম প্রতিযোগিতা; অন্তর্বিরোধ।
- English Word infiltrate Bengali definition [ইন্ফিলট্রেইট্] (verb transitive), (verb intransitive) infiltrate something (into something); infiltrate (into/through) (১) ক্ষরিত হওয়া; ক্ষরানো; চোয়ানো; চুইয়ে পড়া। (২) (সেনাদল) অলক্ষিতে শত্রুপক্ষের প্রতিরক্ষাব্যূহ অতিক্রম করা; অনুপ্রবেশ করা। (৩) (ভাব) মানুষের মনে অনুপ্রবিষ্ট/সঞ্চারিত হওয়া। infiltration [ইন্ফিল্ট্রেইশ্ন্] (noun) [uncountable noun] ক্ষরণ; পরিস্রাবণ; (বিশেষত) ছোট ছোট দলের (যেমন সৈন্য বা বসতি স্থাপনকারী দলের) ক্রমশ অলক্ষ্যে দেশ দখল; অনুপ্রবেশ।
- English Word infinite Bengali definition [ইন্ফিনাট্] (adjective) অসীম অনন্ত; অনাদ্যন্ত; নিরবধি; অপার; অপরিমেয়; অশেষ; অমিত: infinite space; the infinite goodness of God. Your advice did me infinite good. The Infinite ঈশ্বর; অনন্ত অসীম। infinitely (adverb) নিরতিশয়: an infinitely small quantity. infinitesimal [ইন্ফিনিটেসিম্ল্] (adjective) পরিমেয়ভাবে ক্ষুদ্র; ক্ষুদ্রাতিক্ষুদ্র।
- English Word infinitive Bengali definition [ইন্ফিনাটিভ্] (adverb), (noun) (ব্যাকরণ) (ইংরেজিতে) ক্রিয়াপদের সামান্যরূপ, যা to-সহ বা to ছাড়া ব্যবহৃত হয় (যেমন, let him speak; allow him to speak); (ক্রিয়ার) সামান্যরূপ; সংস্কৃত ব্যাকরণে এর প্রতীক ‘চতুম্’।
- English Word infinitude Bengali definition [ইন্ফিনিটিউড্ America(n) ইন্ফিনিটূড্] (noun) [uncountable noun, countable noun] (আনুষ্ঠানিক) অনন্ততা; আনন্ত্য; অপারতা; অসীমত্ব; অপরিমেয়তা: the infinitude of God’s mercy; an infinitude of small particles.
- English Word infinity Bengali definition [ইনফিনাটি] (noun) [uncountable noun] অনন্ততা; আনন্ত্য; অনাদি পরম্পরা; অসীমতা; (গণিত) অসীম রাশি (প্রতীক α)।
- English Word infirm Bengali definition [ইনফাম্] (adjective) (১) দুর্বল; ক্ষীণবল; অশক্ত; জরাতুর; জরাগ্রস্ত: walk with infirm steps. (২) দুর্বলচিত্ত; দুর্বলপ্রকৃতি; দুর্বলচরিত্র। infirm of purpose অস্থিরচিত্ত; অস্থিরসংকল্প; অদৃঢ়সংকল্প। infirmity [ইন্ফামাটি] (noun) (plural infirmities) [countable noun, uncountable noun] দুর্বলতা; দৌর্বল্য; বৈকল্য: old age and its attendant infirmities.
- English Word infirmary Bengali definition [ইন্ফামারি] (noun) (plural infirmaries) (১) হাসপাতাল; আরোগ্যশালা। (২) (বিদ্যালয়, প্রতিষ্ঠান প্রভৃতিতে) রুগ্ণ বা আহতদের ব্যবহারের জন্য কক্ষ; আরোগ্যঘর।
- English Word inflame Bengali definition [ইন্ফলেইম] (verb transitive), (verb intransitive) তৃপ্ত/প্রকুপিত/উত্তেজিত/ক্রুদ্ধ/প্রজ্জ্বলিত/রক্তবর্ণ করা বা হওয়া; inflamed eyes, আরক্তিম/রোষকষায়িত চক্ষু; an inflamed boil, সন্তপ্ত/দগদগে ফোড়া; speeches that inflamed popular feeling, জ্বালাময়ী/উত্তেজনাকর বক্তৃতা: inflamed with passion, আবেগোদ্দীপ্ত।
- English Word inflammable Bengali definition [ইন্ফ্ল্যামাব্ল্] (adjective) দাহ্য; সহজদাহ্য; রাগী; কোপনস্বভাব। দ্রষ্টব্যflammable.
- English Word inflammation Bengali definition [ইন্ফ্লামেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] (বিশেষত কোনো অঙ্গপ্রত্যঙ্গের) প্রদাহ: inflammation of the lungs/liver; inflammation of the glands of the neck,
- English Word inflammatory Bengali definition [ইন্ফ্ল্যামাট্রি America(n) [ইন্ফ্ল্যামাটোরি] (adjective) (১) উদ্দীপনাময়; জ্বালাময়; উত্তেজনাকর: inflammatory speeches. (২) প্রদাহসৃজনক্ষম; দাহযুক্ত; দাহিক; দাহজনক; দাহকারক: an inflammatory condition of the lungs যেমন নিউমোনিয়ার (ফুসফুস প্রদাহের) লক্ষণরূপে।
- English Word inflate Bengali definition [ইন্ফ্লেইট্] (verb transitive) inflate something (with) (১) (টায়ার, বেলুন ইত্যাদি বায়ু বা গ্যাস ভরে) ফোলানো; স্ফীত করা; (লাক্ষণিক) inflated with pride, দর্পোদ্ধত; inflated language, অন্তঃসারশূন্য আড়ম্বরপূর্ণ ভাষা। (২) মুদ্রাস্ফীতি ঘটানো। দ্রষ্টব্যdeflate. inflatable [ইন্ফ্লেইটাব্ল্] (adjective) ফোলানো যায় এমন: an inflate rubber dinghy. inflation [ইন্ফ্লেইশ্ন্] (noun) [uncountable noun] ফোলানো; স্ফীতি; (বিশেষত) মুদ্রাস্ফীতি; উৎসার। inflationary [ইন্ফ্লেইশ্ন্রি America(n) [ইন্ফ্লেইশ্নেরি] (adjective) মুদ্রাস্ফীতিজনক: the inflationary spiral, যে অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাসরবরাহ বৃদ্ধি পায় এবং দ্রব্যমূল্য ও মজুরি পর্যায়ক্রমে বাড়তে থাকে; মুদ্রাস্ফীতির আবর্ত।
- English Word inflect Bengali definition [ইন্ফলেক্ট্] (verb transitive) (১) (ব্যাকরণ) বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক দেখাতে শব্দের শেষ বর্ণ বা রূপ পরিবর্তন করা; শব্দরূপ করা। (২) (কণ্ঠের) স্বরপরিবর্তন করা; নোয়ানো; বাঁকানো; আনত করা।