I পৃষ্ঠা ২২
- English Word induce Bengali definition [ইনডিউস্ America(n) ইনডূস] (verb transitive) (১) induce somebody to do something প্রবর্তিত/উৎসাহিত করা; সম্মত/রাজি করা; পটানো: What induced him to take so much trouble? (২) ঘটানো; উৎপাদন করা: illness induced by overwork; জনিত/ঘটিত; induce labour, (প্রসবকালে) কৃত্রিমভাবে প্রসব বেদনা উৎপন্ন করা; induce magnetism in a piece of iron, চুম্বকত্ব সঞ্চারিত করা। inducement (noun) [countable noun, uncountable noun] উৎসাহের হেতু; প্রবর্তনা: He does not require any inducement to work harder.
- English Word induct Bengali definition [ইন্ডাক্ট্] (verb transitive) induct somebody (to/into/as) অভিষিক্ত/বরণ/অধিষ্ঠিত করা।
- English Word induction Bengali definition [ইনডাক্শ্ন্] (noun) (১) অভিষেক; বরণ; প্রবেশন: an induction course, ভাবী ক্রিয়াকাণ্ড ও প্রয়োজনাদি সম্বন্ধে সামগ্রিক জ্ঞানদানের উদ্দেশ্যে পরিকল্পিত শিক্ষাক্রম; প্রবেশনকার্যত্রুম। (২) (তর্কশাস্ত্র) বিশেষ বিশেষ উপাত্ত বা দৃষ্টান্ত থেকে সাধারণ সূত্র আবিষ্কারের পদ্ধতি; সাধারণ বিবৃতি প্রমাণিত করার জন্য তথ্য উপস্থাপন। দ্রষ্টব্যdeduction. (৩) কোনো বিদ্যুতায়িত বা চুম্বকায়িত বস্তুর সন্নিকর্ষে (প্রকৃত সংস্পর্শ ব্যতিরেকে) অন্য কোনো বস্তুতে বৈদ্যুতিক বা চৌম্বক গুণ সঞ্চারিত করা; আদেশ; অপবাহ: induction coils/motors দ্রষ্টব্যinduce (২).
- English Word inductive Bengali definition [ইন্ডাক্টিভ্] (adjective) (১) (যুক্তি) আরোহী। দ্রষ্টব্যinduction (২)। (২) চৌম্বক বা বৈদ্যুতিক আবেশ সম্বন্ধী; অপবাহিক।
- English Word indulge Bengali definition [ইন্ডাল্জ্] (verb transitive), (verb intransitive) (১) পরিতৃপ্ত করা; (বাসনা ইত্যাদি) চরিতার্থ করা; প্রশ্রয়/আশকারা/লাই দেওয়া; ইচ্ছাপূরণ করা; অনুবর্তন করা: to indulge a sick child. (২) indulge in উপভোগ করার স্বাধীনতা নেওয়া; (নিজেকে) প্রশ্রয় দেওয়া; সাধ মেটানো: He never indulged in the luxury of good wines. indulgent [ইন্ডাল্জান্ট্] (adjective) প্রশ্রয়পূর্ণ; প্রশ্রয়ী; প্রশ্রয়দাতা: indulgent parents. indulgently (adverb) প্রশ্রয়ের সঙ্গে; সপ্রশ্রয়ে।
- English Word indulgence Bengali definition [ইন্ডাল্জান্স] (noun) (১) [uncountable noun] প্রশ্রয়; আশকারা; লাই; অনুবর্তন; পরিতোষণ; সন্তোষসাধন। (২) [uncountable noun] indulgence (in) নিজ বাসনাদির চরিতার্থ করার অভ্যাস; অনুবর্তন; সন্তোষণ; ছন্দানুবর্তন; অসংযম: indulgence in bad habits; sexual indulgence, ইন্দ্রিয়সেবা। (৩) [countable noun] কোনো ব্যক্তি যে বস্তু উপভোগের স্বাধীনতা নেয়; বিলাসিতা: A packet of cigarettes is his only indulgence. [uncountable noun, countable noun] (Roman Catholic গির্জায়) ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে পাপমোচনের পরে অবশিষ্ট পাপ থেকে নিষ্কৃতিদান; পাপক্ষেম।
- English Word industrial Bengali definition [ইন্ডাস্ট্রিআল্] (adjective) (যন্ত্র-) শিল্পসংক্রান্ত: the industrial areas of England, ইংল্যান্ডের শিল্প-এলাকাসমূহ। industrial action (noun) [uncountable noun] শ্রমিক-ধর্মঘট। industrial alcohol (noun) [uncountable noun] (পানের অনুপযুক্ত) শিল্পে ব্যবহারের উপযোগী কোহল বা সুরাসার; শিল্পোপযোপী কোহল। industrial dispute (noun) [countable noun] শ্রমিক ও মালিকপক্ষের বিবাদ; শিল্পবিবাদ। industrial estate (noun) [uncountable noun] (উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে) কারখানা নির্মাণে পরিকল্পিত ও ব্যবহৃত এলাকা; শিল্পপল্লি। industrial relations (noun) (plural) কারখানা বা ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়োগকর্তা ও কর্মচারীদের মধ্যে সম্পর্ক; শিল্প-সম্পর্ক। the Industrial Revolution (noun) [countable noun] (১৮ ও আদি ১৯ শতকের) শিল্পবিপ্লব। industrialism [[ইন্ডাস্ট্রিআলিজাম্] (noun) সমাজ ব্যবস্থাবিশেষ; যাতে বৃহদায়তন শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে; শিল্পতন্ত্র। industrialist [[ইন্ডাস্ট্রিআলিস্ট্] (noun) শিল্পপতি; শিল্পতন্ত্রের সমর্থক; শিল্পতান্ত্রিক। industrialized, industrialised [ইন্ডাস্ট্রিলাইজ্ড] (adjective) শিল্পায়িত। industrialization, industrialisation [ইন্ডাস্ট্রিলাইজে্ইশ্ন্] (noun) [uncountable noun] শিল্পায়ন।
- English Word industrious Bengali definition [ইন্ডাস্ট্রিআস্] (adjective) পরিশ্রমী; অধ্যবসায়ী; কর্মোদ্যোগী; কৃতশ্রম। দ্রষ্টব্যindustry (১). industriously (adverb) বহু অধ্যবসায়ে; বহু পরিশ্রমে।
- English Word industry Bengali definition [ইন্ডাস্ট্রি] (noun) (plural industries) (১) [uncountable noun] পরিশ্রম; অধ্যবসায়; কর্মোদ্যোগ। (২) [countable noun, uncountable noun] শিল্প; শ্রমশিল্প: the jute and textile industries.
- English Word indyref Bengali definition [ইন্ডাইরেফ্] (noun) স্কটল্যান্ডের স্বাধীনতা ভোট নিয়ে তৈরি শব্দ; ইনডাইরেফ (শব্দটি independence referendum-এর সংক্ষিপ্ত রূপ)।
- English Word inebriate Bengali definition [ইনীব্রিএইট] (verb transitive) (আনুষ্ঠানিক বা কৌতুকাত্মক) মাতাল/উন্মাদ/মদান্বিত/মদোন্মত্ত করা। □ (noun), (adjective) [ইনীব্রিআট্] অভ্যাসক্রমে মাতাল; শৌণ্ড: an institution for inebriates. inebriety [ইনিব্রাইআটি], inebriation [ইনীব্রিএইশ্ন্] (noun(s)) [uncountable noun] মাতলামি; মদোন্মত্ততা; শৌণ্ডত্ব; প্রামাদ্য।
- English Word inedible Bengali definition [ইন্এডিব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) অভোজ্য; অভক্ষ্য; অখাদ্য।
- English Word ineffable Bengali definition [ইন্এফাব্ল্] (adjective) (আনুষ্ঠানিক) অনির্বচনীয়; অবর্ণনীয়: ineffable joy/beauty. ineffably [ইন্ফাব্লি] (adverb) অনির্বচনীয়রূপে; অবর্ণনীয়রূপে।
- English Word ineffaceable Bengali definition [ইন্এফেইসাব্ল্] (adjective) মুছে ফেলা যায় না এমন; দুর্মোচ্য; অনপনেয়।
- English Word ineffective Bengali definition [ইনিফেক্টিভ্] (adjective) নিষ্ফল; বিফল; ব্যর্থ; অনর্থক; (ব্যক্তি) অক্ষম; অযোগ্য; কার্যাক্ষম। ineffectively (adverb) নিষ্ফলভাবে ইত্যাদি। ineffectiveness (noun) নিষ্ফলতা; অনর্থকতা; অক্ষমতা; অযোগ্যতা।
- English Word ineffectual Bengali definition [ইনিফেক্চুআল্] (adjective) নিষ্ফল; ফলহীন; ব্যর্থ; বিফল; আত্মবিশ্বাসহীন ও কার্যসাধনে অপারগ; অক্ষম; অযোগ্য: an ineffectual teacher/leader. ineffectually [ইনিফেক্চুআলি] (adverb) নিষ্ফলভাবে, অক্ষমভাবে ইত্যাদি।
- English Word inefficacious Bengali definition [ইনেফিকইশাস্] (adjective) (ব্যক্তি সম্বন্ধে প্রযোজ্য নয়) ফল উৎপাদনে অক্ষম; নিষ্ফল; কার্যকারিতাহীন।
- English Word inefficient Bengali definition [ইনিফিশ্ন্ট্] (adjective) (১) (ব্যক্তি) কর্তব্যকর্মে সময়; শক্তি ইত্যাদির অপচয়কারী; অকার্যকারী; দুর্বল; অকৃতী: an inefficient management/administration. (২) (যন্ত্র, প্রক্রিয়া ইত্যাদি) অপচয়কর; অপচয়ী; অনুপযোগী। inefficiently (adverb) অকার্যকরভাবে; অপচয়মূলকভাবে ইত্যাদি। [ইনিফিশ্ন্সি্] (noun) [uncountable noun] অকার্যকারিতা; অকৃতিতা; অপচয়িতা।
- English Word inelastic Bengali definition [ইনিল্যাস্টিক্] (adjective) স্থিতিস্থাপকতাহীন; অস্থিতিস্থাপক; অনমনীয়; অনায়ম্য; আঁটসাঁট: an inelastic programme/time-table.
- English Word inelegant Bengali definition [ইন্এলিগান্ট্] (adjective) অশোভন; অপ্রশস্য; অমার্জিত। inelegantly (adverb) অশোভনভাবে ইত্যাদি inelegance [ইন্এলিগান্স্] (noun) অশোভনতা; অপ্রশস্যতা; অপ্রশস্ততা।