I পৃষ্ঠা ২০
- English Word indifference Bengali definition [ইন্ডিফ্রান্স্] (noun) [uncountable noun] indifference (to) ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।
- English Word indifferent Bengali definition [ইন্ডিফরান্ট্] (adjective) (১) indifferent (to) নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক: He is indifferent to the sufferings of his parents. It is indifferent to him whether she-comes back or not. (২) মামুলি; বাজে; মাঝারি; চলনসই; an indifferent book; a very indifferent painter. indifferently (adverb) নিঃস্পৃহভাবে; নির্বিশেষে; নিরুৎসুকভাবে ইত্যাদি।
- English Word indigenous Bengali definition [ইন্ডিজিনাস্] (adjective) indigenous to দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত; indigenous language. Giraffes are indigenous to Africa, আফ্রিকার নিজস্ব/স্বাভাবিক প্রাণী।
- English Word indigent Bengali definition [ইনডিজান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) দরিদ্র, নির্ধন; অকিঞ্চন। indigence [ইনডিজান্স্] (noun) [uncountable noun] দারিদ্র্য; নির্ধনতা; অকিঞ্চনত্ব।
- English Word indigestible Bengali definition [ইন্ডিজাসটাব্ল্] (adjective) অপাচ্য; দুষ্পাচ্য।
- English Word indigestion Bengali definition [ইন্ডিজেস্চান্] (noun) [uncountable noun] অপরিপাক; অজীর্ণ; অজীর্ণতা; মন্দাগ্নি; অগ্নিমান্দা: suffer from indigestion; have an attack of indigestion.
- English Word indignant Bengali definition [ইন্লডিগ্নান্ট] (adjective) বিশেষত অবিচার কিংবা অন্যায় অপবাদের কারণে ক্রুদ্ধ ও অবজ্ঞাপূর্ণ; রুষ্ট; ক্ষুব্ধ: at a false accusation; indignant with a treacherous friend. indignantly (adverb) সক্ষোভে ইত্যাদি।
- English Word indignation Bengali definition [ইন্ডিগ্নেইশ্ন্] (noun) [uncountable noun] অবিচার, অসদাচরণ ইত্যাদি কারণে ক্রোধ, ক্ষোভ, কোপ বা রোষ:arouse the indignation of the people.
- English Word indignity Bengali definition [ইনডিগ্নাটি] (noun) [uncountable noun, countable noun] অবমাননা; অপমান; অসম্মান; অমর্যাদা; অবজ্ঞা।
- English Word indigo Bengali definition [ইন্ডিগোউ] (noun) [uncountable noun] (উদ্ভিজ্জাত) নীল। indigo (blue) ধূম্রনীল।
- English Word indirect Bengali definition [ইন্ডিরেক্ট] (adjective) (১) অসরল; বক্র; কুটিল; বাঁকা; তির্যক; অপ্রত্যক্ষ: an indirect road make an indirect reference to somebody; an indirect answer to a question, পরোক্ষ জবাব; indirect lighting, প্রতিফলিত আলো; তির্যক আলো। (২) (কর সম্বন্ধে) পরোক্ষ। (৩) indirect object গৌণ কর্ম যেমন ‘I gave him a book’ বাক্যে him গৌণকর্ম। indirect question পরোক্ষ উক্তিতে প্রশ্ন; পরোক্ষ প্রশ্ন। (৪) সরাসরিভাবে উদ্দিষ্ট নয় এমন; পরোক্ষ: an indirect result. indirectly (adverb) পরোক্ষতা; অপ্রত্যক্ষতা; অসারল্য; বক্রতা। indirectness (noun)
- English Word indiscernible Bengali definition [ইন্ডিসানাব্ল্] (adjective) অপ্রত্যক্ষ; অলক্ষ্য; অদৃশ্য; আলোকনীয়।
- English Word indiscipline Bengali definition [ইন্ডিসিপ্লিন্] (noun) [uncountable noun] বিশৃঙ্খলা, অব্যবস্থা; অনিয়ম; উচ্ছৃঙ্খলতা।
- English Word indiscreet Bengali definition [ইন্ডিস্ক্রীট্] (adjective) অসতর্ক; অসাবধান; অবিচক্ষণ; অবিবেচক। indiscreetly (adverb) অসতর্কভাবে, অসাবধানে ইত্যাদি। indiscretion [ইন্ডিস্ক্রেশ্ন্] (noun) [uncountable noun] অসাবধান/অসতর্ক আচরণ; অসতর্কতা; অসাবধানতা; অবৈচক্ষণ্য; অবিচারণা; [countable noun] অসতর্ক/অসাবধান মন্তব্য বা কার্যকলাপ; শিষ্টাচারবিরুদ্ধ কথা বা কাজ; অশিষ্টাচার; অভব্যতা।
- English Word indiscrete Bengali definition [ইন্ডিস্ক্রিট্] (adjective) পৃথক পৃথক অংশের সমবায়ে গঠিত নয় এমন; অবিচ্ছিন্ন।
- English Word indiscriminate Bengali definition [ইন্ডিস্ক্রিমিনাট্] (adjective) বাছবিচারহীন; নির্বিশেষ; ভেদবুদ্ধিহীন indiscriminate in making friends; give indiscriminate praise, নির্বিচার প্রশংসা; deal out indiscriminate blows, indiscriminately (adverb) নির্বিচারে; নির্বিশেষে ইত্যাদি।
- English Word indispensable Bengali definition [ইন্ডিস্পেন্সাব্ল্] ১ অসুস্থ। (২) (adjective) indispensable to অপরিহার্য; অপরিহরণীয়। indispensability [ইনডিস্পেন্সাবিলাটি] (noun) [uncountable noun] অপরিহার্যতা; আবশ্যকত্ব।
- English Word indisposed Bengali definition [ইনডিসপোউজ্ড্] (adjective) (১) অসুস্থ। (২) indisposed for/to do something অনিচ্ছুক; পরাঙমুখ; বিমুখ: I am not indisposed to help you.
- English Word indisposition Bengali definition [ইনডিসপাজি্শ্ন্] (noun) [countable noun, uncountable noun] (১) অসুস্থতা। (২) indisposition for/top do something বিরাগ; অনিচ্ছা; অনীহা; পরাঙমুখতা; অস্পৃহা; বিমুখতা; অপ্রবৃত্তি।
- English Word indisputable Bengali definition [ইন্ডিস্পিউটাব্ল্] (adjective) অবিসংবাদী; অবির্তনীয়; তর্কাতীত।