• Bengali Word induction English definition [ইনডাক্‌শ্‌ন্] (noun) ১ অভিষেক; বরণ; প্রবেশন: an induction course, ভাবী ক্রিয়াকাণ্ড ও প্রয়োজনাদি সম্বন্ধে সামগ্রিক জ্ঞানদানের উদ্দেশ্যে পরিকল্পিত শিক্ষাক্রম; প্রবেশনকার্যত্রুম।
    (২) (তর্কশাস্ত্র) বিশেষ বিশেষ উপাত্ত বা দৃষ্টান্ত থেকে সাধারণ সূত্র আবিষ্কারের পদ্ধতি; সাধারণ বিবৃতি প্রমাণিত করার জন্য তথ্য উপস্থাপন। দ্রষ্টব্য deduction. (৩) কোনো বিদ্যুতায়িত বা চুম্বকায়িত বস্তুর সন্নিকর্ষে (প্রকৃত সংস্পর্শ ব্যতিরেকে) অন্য কোনো বস্তুতে বৈদ্যুতিক বা চৌম্বক গুণ সঞ্চারিত করা; আদেশ; অপবাহ: induction coils/motors দ্রষ্টব্য induce (২).