H পৃষ্ঠা ২৩
- English Word hog Bengali definition [হগ্ America(n) হোগ্] (noun) খাসি করা/ছিন্নমুষ্ক শূকর, দ্রষ্টব্য boar (২), sow 1 (লাক্ষণিক) লোভী, নোংরা ও স্বার্থপর ব্যক্তি; শূকর। go the whole hog কোনোকিছু পুঙ্খানুপুঙ্খরূপে করা। hogwash (noun) শূকরের খাদ্যরূপে ব্যবহৃত প্রধানত তরল উচ্ছিষ্ট; (লাক্ষণিক) আগড়ম বাগড়ম; (বিশেষত লেখা) জঞ্জাল। □ (verb transitive) নিজের ন্যায্য পাওনার অধিক আত্মসাৎ করা; স্বার্থপর ও লোভীর মতো গ্রাস করা; গৃধ্রবৎ গলাধঃকরণ করা। hoggish [হগিশ্] (adjective) লোভী ও স্বার্থপর।
- English Word hogshead Bengali definition [হগ্জ্হেড্ America(n) হোগ্] (noun) বিয়ার রাখার জন্য বড়মাপের পিপাবিশেষ; তরল পদার্থের পরিমাণবিশেষ (ব্রিটেনে প্রায় ২৩৮.৫ লিটার, যুক্তরাষ্ট্রে ২৩৪.৫ লিটার)।
- English Word hoi polloi Bengali definition [হয় পালয়] (noun) the hoi polloi (অপকর্ষসূচক) সাধারণ্য; লোকসাধারণ; বাজে লোকজন।
- English Word hoist Bengali definition [হয়স্ট্] (verb transitive) (দড়ি, কপিকল বা উত্তোলক যন্ত্রের সাহায্যে) তোলা; উত্তোলন করা: hoist a flag/sail; hoist casks and crates abroad. □ (noun) উত্তোলক (যন্ত্র): an ammunition hoist, (যুদ্ধ জাহাজে) রসদ-উত্তোলক; (কথ্য) ঠেলা বা টান: give somebody a hoist, (যেমন দেওয়ান টপকানোর সময় কাউকে) একটু উঁচিয়ে ধরা।
- English Word hoity-toity Bengali definition [হয়টিটয়টি] (adjective) (কথ্য) নাকউঁচু; দেমাগি। □ (interjection) নাকউঁচু লোকের উদ্দেশ্যে অসন্তোষ প্রকাশে ব্যবহৃত অব্যয়শব্দ; ব্যস্! ঢের হয়েছে!
- English Word hold 1 Bengali definition [হোউল্ড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle held [হেল্ড্]) (নিচে ১৪-তে' adverbial particle ও' preps-সহ প্রয়োগ দ্রষ্টব্য) (১) ধরা; ধারণ করা; ধরে রাখা/থাকা; আঁকড়ে ধরা/থাকা: Hold my hand! The boy held me by the sleeve. hold the line (টেলিফোন সংযোগ) ধরা; ধরে রাখা। অপিচ দ্রষ্টব্যbaby, দ্রষ্টব্যbrief 2 (১), দ্রষ্টব্যpistol. (২) বিরত রাখা; ঠেকানো; ঠেকিয়ে রাখা; গতিরোধ করা: The police was unable to hold the unruly mob. The dam would not hold the flood waters. Hold one’s breath (ভয়ে বা উত্তেজনায়) শ্বাসরুদ্ধ করা: We held our breath as the bus was to collide with the car. hold (one’s) fire (সাময়িকভাবে) গুলিচালনা বন্ধ করা। hold one’s tongue/peace চুপ করা; নীরব/মৌন থাকা। There is no holding somebody/something দমার পাত্র নয়; দমানোর/ঠেকানোর সাধ্য নেই। (৩) কোনোকিছু বা কাউকে নির্দিষ্ট ভঙ্গিতে বা অবস্থায় (ধরে) রাখা: She held herself still as the camera clicked, নিশ্চল/অনড় হয়ে ছিল; He held his head up, মাথা উঁচু করে ছিল। hold oneself in readiness (for) (সংকট, আপৎকালীন অবস্থা ইত্যাদির জন্য) প্রস্তুত থাকা। hold one’s sides with laughter হাসতে হাসতে পেটে খিল ধরা; প্রাণ খুলে হাসা। (৪) আঁকড়ে ধরা/থাকা: a car that holds the road well, সহজে স্খলিত হয় না, যেমন বেগে মোড় ঘোরার সময়ও পিছলে যায় না; road holding qualities, পথসংলগ্নতা গুণ। (৫) ভার বহন করা/সওয়া: This slight framework cannot hold such a heavy load. (৬) ধারণ করা; ধরা; আঁটা; পোষণ করা: This bottle holds 2 litres. The bag will not hold all my books. He hold s curious views on modern literature. hold something in one’s head মনে রাখা; স্মৃতিতে ধারণ করা। (not) hold water ধোপে (না) টেকা। (৭) (আগ্রহ, মনোযোগ) ধরে রাখা: The play hold the audience spellbound, মন্ত্রমুগ্ধের মতো করে রেখেছিল। (৮) মনে করা; বিশ্বাস/বিবেচনা করা; hold a man to be a fool; hold the view that a project is unrealistic. hold somebody in high/low esteem শ্রদ্ধা/অশ্রদ্ধার দৃষ্টিতে দেখা। hold something dear/cheap মূল্যবান/তুচ্ছ জ্ঞান করা। (৯) রক্ষা করা; দখলে রাখা: We held the airport against repeated assaults. hold the fort (লাক্ষণিক) কারো অনুপস্থিতিতে দায়িত্বে বহাল হওয়া; ঘাঁটি সামাল দেওয়া: My daughter was to hold the fort during her mother’s illness. hold one’s own অটল/অবিচলিত থাকা; দৃঢ়ভাবে মোকাবিলা করা; প্রতিহত করা: The troopers held their ground against heavy odds. hold one’s own নিস্তেজ/শক্তিহীন না-হওয়া; হার না-মানা; অটল থাকা: Though seriously ill, the old man is holding his own. Mr. Fahim held his own, জোরালো যুক্তির সাহায্যে নিজ বক্তব্য প্রতিপন্ন করেন। (১০) ন্যায়সঙ্গত অধিকারী বা স্বত্বাধিকারী হওয়া: hold shares/stock. দ্রষ্টব্যland 1 (৬) এ land holder, দ্রষ্টব্যshare 1 (৩) এ share holder, দ্রষ্টব্যstock 1 (৫) এ stock holder. (১১) (পদে) অধিষ্ঠিত হওয়া; অধিকার করা: The Republicans are holding office now. office-holder পদাধিকারী। (১২) অনুষ্ঠান করা: hold a meeting/debate/examination/election. hold court (লাক্ষণিক) গুণগ্রাহীদের আপ্যায়িত করা: a film-star holding court at the stadium. দ্রষ্টব্যcourt 1 (২). (১৩) টেকা; স্থায়ী হওয়া; অব্যাহত/বহাল/বলবৎ/সিদ্ধ থাকা: The cable will not hold long. The argument still hold s (good/true). (১৪) (adverbial particle ও preps-সহ ব্যবহার): hold something against somebody নিজ অভিমতকে কোনোকিছু দিয়ে প্রতিকূলভাবে প্রভাবিত হতে দেওয়া: I shalln’t hold your police record against you. Hold (oneself) aloof, দ্রষ্টব্যaloof. hold back ইতস্তত করা;অনিচ্ছা দেখানো: Once you’ve accepted the offer, you shouldn’t hold back. hold somebody/something back (ক) উপরে ২ দ্রষ্টব্য। (খ) অগ্রগতি ব্যাহত/রুদ্ধ করা: The child’s poor health is holding him back. (গ) গোপন করা: hold back information. hold somebody/something down (ক) উপরে ৩ দ্রষ্টব্য। (খ) দাবিয়ে রাখা; নির্যাতন/উৎপীড়ন করা: rulers who hold the people down; to hold prices down. hold a job down (কথ্য) (যোগ্যতাবলে) বজায় রাখা। hold forth বক্তৃতার ঢংয়ে কথা বলা। hold something forth (hold something out অধিকতর বাঞ্ছনীয়) উপস্থাপন/প্রস্তাব করা। hold something in সংযত করা; দাবিয়ে/ঠাণ্ডা রাখা: hold in one’s temper; hold oneself in, ক্রোধ ইত্যাদি অনুভূতি দমন করা; আত্মসংবরণ করা। hold off (ক) দূরে/নিবৃত্ত থাকা: The storm held off until we reached the farmhouse. (খ) দেরি/বিলম্ব করা: Please hold off for an hour. hold somebody/something off দূরে রাখা; কাছে ঘেঁষতে না-দেওয়া; নিরুৎসাহিত করা: Would you hold your dog off? hold on (ক) আপদ-বিপদের মুখে অবিচলিত থাকা: They cannot hold on much longer. (খ) (সাধারণত imperative) থামা: Hold on a minute, আর আগে বাড়াবেন না; অত তাড়াহুড়া করবেন না। hold on to (ক) হাত দিয়ে ধরে রাখা; আঁকড়ে থাকা: hold on to one’s hat on a windy day. (খ) হাতছাড়া না-করা; ধরে রাখা। Hold on to your stocks until prices rise. hold something on যথাস্থানে/এঁটে রাখা: These screws hold the blades on. hold out (ক) প্রতিরোধ অব্যাহত রাখা: The enemy could not hold out against our determined assaults. (খ) টেকা; (সরবরাহ ইত্যাদিতে) চলা; Their supplies will not hold out long. He’s unable to hold out much longer, প্রস্রাব চেপে রাখতে পারছে না। hold out for দাবি অব্যাহত রাখা: The students are still holding out for the removal of the principal. hold out on অনুরোধ প্রত্যাখ্যান করে চলা; কথায় কান না-দেওয়া; How long will you hold out on me? hold somebody/something out (ক) উপরে ৩ দ্রষ্টব্য। (খ) দেওয়া; দিতে পারা: The administration hold out little hope of government assistance. hold something over মুলতবি/স্থগিত করা/রাখা; Let’s hold the item over until the next meeting. hold something over somebody হুমকি/ভয় দেখানোর উপায় হিসেবে ব্যবহার করা: He may hold your criminal convictions over you. hold to something (ক) বিচ্যুত না-হওয়া; অটল থাকা; (কোনোকিছুর প্রতি) একনিষ্ঠ থাকা: to hold to one’s convictions/course of action/choice. (খ) বজায় রাখা: The aeroplane held to a Northerly course. hold somebody to something কাউকে প্রতিশ্রুতি ইত্যাদি রক্ষায় বাধ্য করা: You should hold the suppliers to their estimates. তাদের প্রাক্কলিত হিসাবের মধ্যে রাখতে হবে। hold somebody (up) to ransom জিম্মি রাখা; ভয় দেখিয়ে অর্থ দাবি করা: The bus-owners are holding the country (up) to ransom. দ্রষ্টব্যransom. hold together (ক) অক্ষুণ্ণ থাকা; খসে খসে না-পড়া: The building hardly holds together. (খ) ঐক্যবদ্ধ থাকা: The party should hold together at this critical moment. hold somebody/something together একত্র/ঐক্যবদ্ধ করা/রাখা: His leadersip can hold the country together. hold somebody/something up (ক) উপরে ১, ২ দ্রষ্টব্য। (খ) আটকানো; বিলম্বিত করা: We were held up by traffic-jam/the police. (গ) ডাকাতির উদ্দেশ্যে বলপ্রয়োগে বা বলপ্রয়োগের হুমকি দেখিয়ে গতিরোধ করা; অবরোধ করা: The bus was held up by the robbers. সুতরাং; holdup (noun) আটক, অবরোধ: a hold-up on the underground, যেমন বৈদ্যুতিক গোলযোগের জন্য: a bank hold-up, ব্যাংক ডাকাতি। (ঘ) দৃষ্টান্তরূপে উপস্থিত করা; তুলে ধরা; প্রদর্শন করা; ফলানো: We held him up as a model teacher. hold somebody up to derision/scorn/ridicule উপহাস/অবজ্ঞা/ঠাট্টা~বিদ্রূপ ইত্যাদির পাত্র করা। hold with something অনুমোদন/সমর্থন করা: Do you hold with pornography in films?
- English Word hold 2 Bengali definition [হোউল্ড্] (noun) [countable noun, uncountable noun] ধরার কাজ; ভঙ্গি; শক্তি; অবগ্রহ: catch/get/take/lay/seize hold of something, ধরে ফেলা; সেঁটে/চেপে ধরা; let go/loose (one’s) hold of something, ছেড়ে দেওয়া; মুঠি শিথিল/আলগা করা; He has a great hold (= influence) over his subordinates. keep hold over, নিয়ন্ত্রণে রাখা। (২) [countable noun] ধরে থাকা যায় এমন কিছু; অবলম্বন; The steep hill provided less holds to climbers. দ্রষ্টব্যfoot 1 (৮) ভুক্তিতে foothold. (৩) (মুষ্টিযুদ্ধ ও কুস্তিতে) ধরার কায়দা; প্যাঁচ: all-in wresting, with no holds barred.
- English Word hold 3 Bengali definition [হোউল্ড] (noun) পণ্য রাখার জন্য জাহাজের অভ্যন্তরের অংশবিশেষ; খোল।
- English Word hold-all Bengali definition [হোউল্ড্ ওল্] (Noun) ভ্রমণকালে কাপড়চোপড় ইত্যাদি বহন করার উপযোগী সুবহ; বৃহৎ থলে বা পেটিকা; হোল্ডল। দ্রষ্টব্যhold 1 (৬).
- English Word hold-up Bengali definition [হোউল্ড্ আপ্] (noun) দ্রষ্টব্য hold 1 (১৪).
- English Word holder Bengali definition [হোউল্ডা্(র্)] (noun) (ব্যক্তি বা বস্তু) যা বা যে ধরে রাখে; ধারক; ধারী; ধারয়: share holder, বখরাদার; অংশধারী; অংশগ্রাহী; অংশভাগী। a cigarette-holder, সিগারেট-ধারক; an office-holder, পদাধিকারী; a kettle-holder, গরম কেতলি ধরার জন্য বস্ত্রখণ্ড; কেতলির হাতা।
- English Word holding Bengali definition [হোউল্ডিঙ্] (noun) দখলে বা স্বত্বাধিকারে আছে এমন বস্তু; বিশেষত ভূসম্পত্তি; দখলি সম্পত্তি; (বিশেষত জমির) স্বত্বাধিকার; দখলিস্বত্ব; রায়তি। small-holding (noun) জোতদার নিজেই চাষ করে এমন ক্ষুদ্র ভূখণ্ড ; ক্ষুদ্র জোত। a holding company অধীন একাধিক কোম্পানির অংশ (শেয়ার)-এর মালিকানা গ্রহণের জন্য গঠিত কোম্পানি; ধারক কোম্পানি।
- English Word hole Bengali definition [হোউল্] (noun) (১) ছিদ্র; গর্ত; ফুটা; গহ্বর; রন্ধ্র; বিবর: a hole in a tooth; roads full of holes, খানাখন্দময়; wear one’s socks into hole s, ছেঁড়াফোঁড়া না-হওয়া পর্যন্ত পরা। make a hole in (কিছুর) বড় অংশ খরচ করে ফেলা; খেয়ে ফেলা: His daughter’s marriage has made a large hole in his savings. pick holes in খুঁত ধরা; ত্রুটি খুঁজে বের করা (যেমন কারো যুক্তিতর্কের)। a square peg in a round hole কোনো পদের জন্য অনুপযুক্ত ব্যক্তি; খাপছাড়া/বেমানান লোক। (২) (কথ্য) বিব্রতকর পরিস্থিতি; বেকায়দা: I did not want to put you in a bad hole. (৩) (ক) বিবর; গর্ত; গুহা: a mouse’s hole /mouse-hole; the hole of a fox. (খ) (লাক্ষণিক) ক্ষুদ্র; অন্ধকার; নোংরা স্থান; গুপ্তস্থান; গর্ত; বিবর: He hated to live in that wretched, little hole. hole-and-corner (adjective) (কথ্য) (attributive(ly)) গোপন; চোরাগোপ্তা: hole-and-corner methods. (৪) (গল্ফ) বল মেরে যে গর্তের মধ্যে ফেলতে হয়; সবচেয়ে কম সংখ্যক আঘাতে এক গর্ত থেকে অন্য গর্তে বল মেরে খেলোয়াড় যে পয়েন্ট অর্জন করে: a nine-hole golf course; win the first hole. □ (verb transitive), (verb intransitive) (১) ছিদ্র/ফুটো করা; hole a ship, যেমন শিলার সঙ্গে আঘাতের ফলে। (২) hole (out) (গলফ) বল গর্তে ফেলা: hole out in one, প্রারম্ভ-বিন্দুতে থেকে এক বাড়িতে বল গর্তে ফেলা। (৩) hole up (অপশব্দ) গা ঢাকা দেওয়া; লুকানো।
- English Word Holi Bengali definition [হোলি] (অপিচ Dol, Doljatra [দোল্ দোল্জাত্রা:]) (noun) উত্তর, পূর্ব ও পশ্চিম ভারত এবং বাংলাদেশের হিন্দুসমাজে প্রচলিত বসন্তকালীন উৎসববিশেষ, যে উৎসবের অংশরূপে রং ছিটিয়ে খেলা করা হয়; হোলি।
- English Word holiday Bengali definition [হলাডেই] (noun) (১) ছুটির দিন। অপিচ. দ্রষ্টব্যbank 3 (১) ভুক্তিতে bank holiday. (২) (প্রায়ই plural) (America(n)= vacation) দীর্ঘ ছুটি; অবকাশ: the school holidays; (attributive(ly)) holiday camps, অবকাশ শিবির। □ (verb intransitive) (Past tense, past participle holidayed, pres part holidaying) ছুটি কাটানো; অবকাশ যাপন করা: We holidayed in France. on holiday ছুটিতে: He was away on holiday in July. holiday-maker (noun) অবকাশযাপক।
- English Word holiness Bengali definition [হোউলিনিস্] (noun) (১) [uncountable noun] পবিত্রতা; পুণ্যতা; সাধুতা; বিশুদ্ধচিত্ততা; পবিত্রচিত্ততা। (২) His/Your Holiness পোপের আখ্যা; ভগবান।
- English Word holler Bengali definition [হলা(র্)] (verb intransitive), (verb transitive) (অপশব্দ) (উত্তেজনা ইত্যাদি প্রকাশে) চিৎকার করা; চ্যাঁচানো।
- English Word hollow Bengali definition [হলোউ] (adjective) (১) ফাঁপা; শূন্যগর্ভ; a hollow tree, a hollow ball. (২) (ধ্বনি সম্বন্ধে) ফাঁপা; ফাঁকা: a hollow voice/groan. (৩) (লাক্ষণিক) অবাস্তব; অসার; ফাঁপা; ফাঁকা; মিথ্যা; কৃত্রিম; কপট; শূন্যগর্ভ; অন্তঃসারশূন্য: hollow sympathy/words/promises; a hollow laugh; hollow joys and pleasures; a hollow victory. (৪) ভাঙা; চুপসা; বসা: hollow cheeks; hollow-eyed , কোটরাগত চক্ষু। (৫) (কথ্য adverb-রূপে) beat somebody hollow পিটিয়ে তক্তা বানানো; বেদম পেটানো। □ (noun) গহ্বর; গর্ভ; কোটর; খানা; শূন্যগর্ভ বা ফাঁপা জায়গা: a hollow in the ground; ছোট উপত্যকা: a wooden hollow, তরুগুল্মাবৃত ছায়ানিবিড় উপত্যকা। □ (verb transitive) hollow (out) গর্ত খোঁড়া; বেঁকে কোটরের রূপ দেওয়া: River banks hollowed out by rushing water.
- English Word holly Bengali definition [হলি] (noun) [uncountable noun] শক্ত; চকচকে; গাঢ় সবুজ; তীক্ষ্ণাগ্র পত্রবিশিষ্ট চিরহরিৎ গুল্মবিশেষ, শীতকালে এই গুল্মে জামজাতীয় লাল ফল ধরে।
- English Word hollyhock Bengali definition [হলিহক্] (noun) [countable noun] উজ্জ্বল বর্ণের পুষ্পবিশিষ্ট দীর্ঘ উদ্যান-উদ্ভিদবিশেষ; খাতামি।