H পৃষ্ঠা ২০
- English Word hind 2 Bengali definition [হাইন্ড্] (noun) মাদি (বিশেষত লাল) হরিণ; হরিণী; মৃগী; কুরঙ্গী।
- English Word hinder Bengali definition [হিন্ডা(র)] (verb transitive) ব্যাহত/বিঘ্নিত/বিলম্বিত করা: What did hinder you from getting here in time?
- English Word Hindi Bengali definition [হিন্ডী] (noun), (adjective) হিন্দি (ভাষা)।
- English Word hindrance Bengali definition [হিন্ড্রান্স্] (noun) [countable noun] বিঘ্ন; অন্তরায়; ব্যাঘাত; বাধা; প্রতিবন্ধ।
- English Word Hindu Bengali definition [হিন্ডূ America(n) হিন্ডূ] (noun) হিন্দু। □ (adjective) হিন্দু। Hinduism [হিন্ডূইজাম] (noun) হিন্দুত্ব; হিন্দুয়ানি; হিন্দুধর্ম।
- English Word Hindustani Bengali definition [হিনডুসটা:নি] (noun), (adjective) হিন্দুস্তানি (ভাষা)।
- English Word Hindutva Bengali definition [হিন্দুত্তো] (noun) [uncountable noun] হিন্দু পরিচয়ের উগ্র ও আগ্রাসী মনোভাব, যা হিন্দুরাজ্য প্রতিষ্ঠা-প্রত্যাশী; হিন্দুত্ব।
- English Word hinge Bengali definition [হিন্জ্] (Noun) কবজা; দ্বারসন্ধি; (লাক্ষণিক) যে মূলসূত্রের উপর কোনোকিছুর কার্যকারিতা নির্ভর করে; কেন্দ্রবিন্দু: The storm took the door off its hinges. □ (verb transitive), (verb intransitive) (১) কবজা লাগানে। (২) hinge on/upon নির্ভর করা: Everything hinges upon the attitude of the Union Leaders.
- English Word hint Bengali definition [হিন্ট্] (noun) [countable noun] ইঙ্গিত; আভাস। drop (somebody) a hint ইঙ্গিত/আভাস দেওয়া। take a hint ইঙ্গিত বুঝে কাজ করা; ইঙ্গিত অনুসরণ করা। (verb transitive), (verb intransitive) (১) hint (to somebody) ইঙ্গিত/আভাস দেওয়া। (২) hint at পরোক্ষে উল্লেখ করা; ইঙ্গিত করা: I hinted at his overbearing manner.
- English Word hinterland Bengali definition [হিন্টাল্যান্ড্] (noun) কোনো দেশের উপকূল বা নদীতীরের পশ্চাদ্বর্তী অঞ্চলবিশেষ; পশ্চাৎপ্রদেশ; পশ্চাদ্ভূমি।
- English Word hip 1 Bengali definition [হিপ্] (noun) ঊরুর অস্থি ও মধ্যশরীরের সংযোগস্থল; কটি। hipbath (noun) কটি পর্যন্ত ডুবিয়ে বসা যায় এরকম ছোট স্নানের টব। hip flask (noun) (ব্র্যান্ডি ইত্যাদি) বহন করার জন্য পেছনের পকেটে রাখা ছোট কূপি; কটিকূপি। hip-pocket (noun) (পাতলুনের) পাছার পকেট।
- English Word hip 2 Bengali definition [ইিপ্] (noun) বুনো গোলাপের ফল, যা পাকলে লাল হয়।
- English Word hip 3 Bengali definition [হিপ্] (interjection) (কেবল) Hip, hip, hurrah! হর্ষ বা অনুমোদনের ধ্বনি।
- English Word hippie Bengali definition [হিপি] (noun) দ্রষ্টব্য hippy.
- English Word hippo Bengali definition [হিপোউ] (noun) (plural hippos [হিপোউজ্]) hippopotamus-এর কথ্যসংক্ষেপ; জলহস্তী।
- English Word Hippocratic Bengali definition [হিপাক্র্যাটিক্] (adjective) Hippocratic oath পেশায় যোগদানকালে প্রবেশক চিকিৎসকরা নৈতিক ও পেশাগত আচরণবিধি মেনে চলার যে শপথ উচ্চারণ করেন; হিপক্র্যাটিক শপথ।
- English Word hippodrome Bengali definition [হিপাড্রোউম্] (noun) প্রাচীন গ্রিস ও রোমে ঘোড়া বা রথের দৌড়ের জন্য নির্ধারিত স্থান।
- English Word hippopotamus Bengali definition [হিপাপটামাস্] (noun) (plural hippopotamuses [হিপাপটামাসিজ্] কিংবা 'hippopotami' [হিপাপটামাই]) জলহস্তী।
- English Word hippy, hippie Bengali definition [হিপি] (noun) (plural hippies) (১৯৬০-এর দশকের শেষভাগে) প্রতিষ্ঠিত সামাজিক রীতিনীতি ও বিধিবিধান অগ্রাহ্য করে অদ্ভুত বেশভূষা ও জীবনযাত্রার মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করে এমন ব্যক্তি; হিপ্পি।
- English Word hire Bengali definition [হাইআ(র্)] (verb transitive) hire (out) ভাড়া করা বা দেওয়া: hire a horse/a concert-hall; hire out boats (তুলনীয় rent a house). □ (noun) ভাড়া: bicycles on hire; pay for the hire of a hall; work for hire, ভাড়ায় খাটা। (pay for/buy something) on hire purchase (সংক্ষেপ HP) প্রথম কিস্তি পরিশোধ করলেই ব্যবহারের অধিকার পাওয়া যাবে, এই শর্তে কোনো কিছু কিস্তিতে কেনা; কিস্তিবন্দিতে কেনা। hireling [হাইআলিঙ্] (noun) (তুচ্ছার্থে) অর্থের বিনিময়ে যার সাহায্য-সহযোগিতা বা সেবা কেনা যায়; ভাড়ার গোলাম।